ETV Bharat / sports

নয়া কীর্তি, সচিন-গাভাসকরদের সঙ্গে এলিট ক্লাবে পূজারা - Ranji Trophy

20 Thousand Runs in First-class Cricket for Cheteshwar Pujara: প্রথম শ্রেণির ক্রিকেট অর্থাৎ, লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে নয়া কীর্তি চেতেশ্বর পূজারার ৷ চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে 20 হাজারের বেশি রান করেলেন তিনি ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 7:49 PM IST

Updated : Jan 21, 2024, 8:21 PM IST

নাগপুর, 21 জানুয়ারি: লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য নজির গড়লেন চেতেশ্বর পূজারা ৷ টেস্ট ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে 20 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডে সৌরাষ্ট্রের হয়ে দুই ইনিংসে 43 ও 66 রান করেন পূজারা ৷ নাগপুরে বিদর্ভের ঘরের মাঠে এই ম্যাচে সৌরাষ্ট্র 238 রানে জিতেছে ৷

বিদর্ভের বিরুদ্ধে এই ম্যাচ শুরু আগে পূজারা কুড়ি হাজারের মাইলস্টোন থেকে 96 রান দূরে ছিলেন ৷ প্রথম ইনিংসে 43 রান ও দ্বিতীয় ইনিংসে 66 রান করে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি ৷ এই মুহূর্তে পূজারা লাল বলে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট রান 20 হাজার 13 ৷ এ বছরের রঞ্জি ট্রফিতে দূরন্ত ফর্মে রয়েছেন পূজারা ৷ ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি মরশুমের প্রথম ম্যাচে 243 রানের ইনিংস খেলেছিলেন ৷ এরপর হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 49 ও 43 রান করেন দুই ইনিংসে ৷

উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পূজারা 103 ম্যাচ খেলে মোট 7 হাজার 195 রান করেছেন ৷ তাঁর গড় 44.36 ৷ টেস্ট ও ঘরোয়া লাল বলের ক্রিকেটে চেতেশ্বর পূজারা মোট 61টি সেঞ্চুরি ও 77টি হাফ-সেঞ্চুরি করেছেন ৷

প্রথম শ্রেণির ক্রিকেটে কুড়ি হাজার রান করার নিরিখে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে পূজারা চতুর্থস্থানে রয়েছেন ৷ সবার আগে রয়েছেন সুনীল গাভাসকর ৷ তিনি 348টি ম্যাচ খেলে 25 হাজার 834 রান করেছেন । গড় 51.46 ৷ এরপর রয়েছেন সচিন তেন্ডুলকর ৷ তাঁর প্রথম শ্রেণিতে 310টি ম্যাচে 25 হাজার 396 রান রয়েছে । গড় 57.84 ৷ এই তালিকায় তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড় ৷ 298 ম্যাচে 23 হাজার 794 রান করেছেন ।গড় 55.33 ৷ আর চার নম্বরে থাকা পূজারা 260 ম্যাচে 20 হাজার 13 রান করেছেন 51.96 গড়ে ৷

উল্লেখ্য, বিদর্ভের বিরুদ্ধে চেতেশ্বর পূজারার দ্বিতীয় ইনিংসে করা 66 রান সৌরাষ্ট্রের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে 373 রানের টার্গেট দেয় সৌরাষ্ট্র ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 134 রান অলআউট হয়ে যায় বিদর্ভ ৷ উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র 244 রান তুলেছিল সব উইকেট হারিয়ে ৷ যদিও প্রথম ইনিংসে সৌরাষ্ট্র বড় রানের লিড নিয়েছিল ৷ প্রথম ইনিংসে তারা 206 রান অলআউট হয়ে যায় আগে ব্যাট করে ৷ জবাবে মাত্র 78 রানে ধরাশায়ী হয় বিদর্ভের ইনিংস ৷ ফলে নাগপুরের পিচে দ্বিতীয় ইনিংসে 373 রান তাড়া করে জেতা কার্যত অসম্ভব ছিল ৷ চারদিনের এই ম্যাচে, একদিন আগেই সৌরাষ্ট্র 238 রানে জিতে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর সানিয়ার, শোয়েবকে নতুন জীবনের শুভেচ্ছা টেনিস সুন্দরীর
  2. প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা
  3. সুপার কাপে নৌকাডুবি, বড় ম্যাচে মোহনবাগান 'বধ' ইস্টবেঙ্গলের

নাগপুর, 21 জানুয়ারি: লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য নজির গড়লেন চেতেশ্বর পূজারা ৷ টেস্ট ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে 20 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডে সৌরাষ্ট্রের হয়ে দুই ইনিংসে 43 ও 66 রান করেন পূজারা ৷ নাগপুরে বিদর্ভের ঘরের মাঠে এই ম্যাচে সৌরাষ্ট্র 238 রানে জিতেছে ৷

বিদর্ভের বিরুদ্ধে এই ম্যাচ শুরু আগে পূজারা কুড়ি হাজারের মাইলস্টোন থেকে 96 রান দূরে ছিলেন ৷ প্রথম ইনিংসে 43 রান ও দ্বিতীয় ইনিংসে 66 রান করে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি ৷ এই মুহূর্তে পূজারা লাল বলে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট রান 20 হাজার 13 ৷ এ বছরের রঞ্জি ট্রফিতে দূরন্ত ফর্মে রয়েছেন পূজারা ৷ ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি মরশুমের প্রথম ম্যাচে 243 রানের ইনিংস খেলেছিলেন ৷ এরপর হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 49 ও 43 রান করেন দুই ইনিংসে ৷

উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পূজারা 103 ম্যাচ খেলে মোট 7 হাজার 195 রান করেছেন ৷ তাঁর গড় 44.36 ৷ টেস্ট ও ঘরোয়া লাল বলের ক্রিকেটে চেতেশ্বর পূজারা মোট 61টি সেঞ্চুরি ও 77টি হাফ-সেঞ্চুরি করেছেন ৷

প্রথম শ্রেণির ক্রিকেটে কুড়ি হাজার রান করার নিরিখে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে পূজারা চতুর্থস্থানে রয়েছেন ৷ সবার আগে রয়েছেন সুনীল গাভাসকর ৷ তিনি 348টি ম্যাচ খেলে 25 হাজার 834 রান করেছেন । গড় 51.46 ৷ এরপর রয়েছেন সচিন তেন্ডুলকর ৷ তাঁর প্রথম শ্রেণিতে 310টি ম্যাচে 25 হাজার 396 রান রয়েছে । গড় 57.84 ৷ এই তালিকায় তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড় ৷ 298 ম্যাচে 23 হাজার 794 রান করেছেন ।গড় 55.33 ৷ আর চার নম্বরে থাকা পূজারা 260 ম্যাচে 20 হাজার 13 রান করেছেন 51.96 গড়ে ৷

উল্লেখ্য, বিদর্ভের বিরুদ্ধে চেতেশ্বর পূজারার দ্বিতীয় ইনিংসে করা 66 রান সৌরাষ্ট্রের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে 373 রানের টার্গেট দেয় সৌরাষ্ট্র ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 134 রান অলআউট হয়ে যায় বিদর্ভ ৷ উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র 244 রান তুলেছিল সব উইকেট হারিয়ে ৷ যদিও প্রথম ইনিংসে সৌরাষ্ট্র বড় রানের লিড নিয়েছিল ৷ প্রথম ইনিংসে তারা 206 রান অলআউট হয়ে যায় আগে ব্যাট করে ৷ জবাবে মাত্র 78 রানে ধরাশায়ী হয় বিদর্ভের ইনিংস ৷ ফলে নাগপুরের পিচে দ্বিতীয় ইনিংসে 373 রান তাড়া করে জেতা কার্যত অসম্ভব ছিল ৷ চারদিনের এই ম্যাচে, একদিন আগেই সৌরাষ্ট্র 238 রানে জিতে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর সানিয়ার, শোয়েবকে নতুন জীবনের শুভেচ্ছা টেনিস সুন্দরীর
  2. প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা
  3. সুপার কাপে নৌকাডুবি, বড় ম্যাচে মোহনবাগান 'বধ' ইস্টবেঙ্গলের
Last Updated : Jan 21, 2024, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.