নাগপুর, 21 জানুয়ারি: লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য নজির গড়লেন চেতেশ্বর পূজারা ৷ টেস্ট ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে 20 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডে সৌরাষ্ট্রের হয়ে দুই ইনিংসে 43 ও 66 রান করেন পূজারা ৷ নাগপুরে বিদর্ভের ঘরের মাঠে এই ম্যাচে সৌরাষ্ট্র 238 রানে জিতেছে ৷
বিদর্ভের বিরুদ্ধে এই ম্যাচ শুরু আগে পূজারা কুড়ি হাজারের মাইলস্টোন থেকে 96 রান দূরে ছিলেন ৷ প্রথম ইনিংসে 43 রান ও দ্বিতীয় ইনিংসে 66 রান করে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি ৷ এই মুহূর্তে পূজারা লাল বলে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট রান 20 হাজার 13 ৷ এ বছরের রঞ্জি ট্রফিতে দূরন্ত ফর্মে রয়েছেন পূজারা ৷ ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি মরশুমের প্রথম ম্যাচে 243 রানের ইনিংস খেলেছিলেন ৷ এরপর হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 49 ও 43 রান করেন দুই ইনিংসে ৷
-
Milestone Unlocked 🔓
— BCCI Domestic (@BCCIdomestic) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
2⃣0⃣,0⃣0⃣0⃣ First-Class runs for Cheteshwar Pujara! 🙌
He becomes the 4th Indian batter to reach this landmark 👏👏#TeamIndia | @cheteshwar1 pic.twitter.com/wnuNWsvCfH
">Milestone Unlocked 🔓
— BCCI Domestic (@BCCIdomestic) January 21, 2024
2⃣0⃣,0⃣0⃣0⃣ First-Class runs for Cheteshwar Pujara! 🙌
He becomes the 4th Indian batter to reach this landmark 👏👏#TeamIndia | @cheteshwar1 pic.twitter.com/wnuNWsvCfHMilestone Unlocked 🔓
— BCCI Domestic (@BCCIdomestic) January 21, 2024
2⃣0⃣,0⃣0⃣0⃣ First-Class runs for Cheteshwar Pujara! 🙌
He becomes the 4th Indian batter to reach this landmark 👏👏#TeamIndia | @cheteshwar1 pic.twitter.com/wnuNWsvCfH
উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পূজারা 103 ম্যাচ খেলে মোট 7 হাজার 195 রান করেছেন ৷ তাঁর গড় 44.36 ৷ টেস্ট ও ঘরোয়া লাল বলের ক্রিকেটে চেতেশ্বর পূজারা মোট 61টি সেঞ্চুরি ও 77টি হাফ-সেঞ্চুরি করেছেন ৷
প্রথম শ্রেণির ক্রিকেটে কুড়ি হাজার রান করার নিরিখে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে পূজারা চতুর্থস্থানে রয়েছেন ৷ সবার আগে রয়েছেন সুনীল গাভাসকর ৷ তিনি 348টি ম্যাচ খেলে 25 হাজার 834 রান করেছেন । গড় 51.46 ৷ এরপর রয়েছেন সচিন তেন্ডুলকর ৷ তাঁর প্রথম শ্রেণিতে 310টি ম্যাচে 25 হাজার 396 রান রয়েছে । গড় 57.84 ৷ এই তালিকায় তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড় ৷ 298 ম্যাচে 23 হাজার 794 রান করেছেন ।গড় 55.33 ৷ আর চার নম্বরে থাকা পূজারা 260 ম্যাচে 20 হাজার 13 রান করেছেন 51.96 গড়ে ৷
উল্লেখ্য, বিদর্ভের বিরুদ্ধে চেতেশ্বর পূজারার দ্বিতীয় ইনিংসে করা 66 রান সৌরাষ্ট্রের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে 373 রানের টার্গেট দেয় সৌরাষ্ট্র ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 134 রান অলআউট হয়ে যায় বিদর্ভ ৷ উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র 244 রান তুলেছিল সব উইকেট হারিয়ে ৷ যদিও প্রথম ইনিংসে সৌরাষ্ট্র বড় রানের লিড নিয়েছিল ৷ প্রথম ইনিংসে তারা 206 রান অলআউট হয়ে যায় আগে ব্যাট করে ৷ জবাবে মাত্র 78 রানে ধরাশায়ী হয় বিদর্ভের ইনিংস ৷ ফলে নাগপুরের পিচে দ্বিতীয় ইনিংসে 373 রান তাড়া করে জেতা কার্যত অসম্ভব ছিল ৷ চারদিনের এই ম্যাচে, একদিন আগেই সৌরাষ্ট্র 238 রানে জিতে গিয়েছে ৷
আরও পড়ুন: