হায়দরাবাদ, 27 মার্চ: ভারতীয় ফুটবল থেকে লাতিন আমেরিকার ফুটবল পাওয়ার হাউজের কোনও ক্লাবে যোগদান । এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় চমকের নাম বিজয় ছেত্রী। চেন্নাইয়িন এফসি থেকে উরুগুয়ের কোলন ফুটবল ক্লাবে লিয়েনে সই করলেন বিজয় । ভারতীয় ফুটবলে বিজয়ই প্রথম পেশাদার ফুটবলার যিনি লাতিন আমেরিকার কোনও ক্লাবে পেশাদারি চুক্তিতে সই করলেন ।
116 বছরের ঐতিহ্যবাহী কোলন ফুটবল ক্লাব উরুগুয়ের রাজধানী মন্টেভিডিয়োতে অবস্থিত । বর্তমানে দ্বিতীয় ডিভিশনে খেলছে ওই ক্লাব । লাতিন আমেরিকার ফুটবল জায়ান্ট উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনে খেলার সুযোগ পেয়ে বিজয় উচ্ছ্বসিত । তিনি বলেন, “আমি এই সুযোগ পেয়ে রোমাঞ্চিত । কোলন ক্লাবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। এই সুযোগ আমার পেশাদার ফুটবলার জীবনকে বড় মোড়ের সামনে দাঁড় করিয়ে দিল । কোলন এফসিতে ভারতীয় ফুটবলের পতাকা উঁচু করে রাখাই আমার লক্ষ্য । ভারতীয় ফুটবলাররা বিদেশের ফুটবল বাজারে যে যোগ্য, তা প্রমাণ করার দায় আমার ওপর ।”
22 বছর বয়সি মণিপুরের ডিফেন্ডারের বিদেশের ক্লাবে সুযোগ পাওয়ার খবরে খুশি চেন্নাইয়িন এফসি গ্রুপের কর্ণধার ভিটা দানি। আর্ন্তজাতিক ফুটবল বিরতির পরে 31 মার্চ থেকে শুরু হচ্ছে আইএসএল-এর শেষ ল্যাপ । দ্বিতীয় পর্বের খেলা শেষ করে প্রথম ছ’টি দল খেতাব যুদ্ধে নামবে । তার আগে বিজয় ছেত্রীর উরুগুয়ের ক্লাব দলে সুযোগ নিঃসন্দেহে বড় বিজ্ঞাপন । তবে ভারতীয় ফুটবলে এর আগে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী কিংবা গুরপ্রীত সিং সান্ধুরা বিদেশের ক্লাবে খেলতে গিয়েছেন । যদিও তাঁরা সকলেই ট্রায়াল দিয়ে সুযোগ পেয়েছিলেন । কিন্তু বিজয় ছেত্রীকে লিয়েনে নিচ্ছে উরুগুয়ের শতাব্দী প্রাচীন ক্লাবটি ।
আরও পড়ুন: