ETV Bharat / sports

বঙ্গোপসাগরের তীরে দাপট মুস্তাফিজুরের, অনুজ-কার্তিকের ব্যাটে মানরক্ষা বেঙ্গালুরুর - IPL 2024

Indian Premier League 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে’র সামনে আরসিবি ৷ টস জিতে ব্যাটিং করতে নেমেছিল বেঙ্গালুরু ৷ যদিও মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে গিয়েছিলেন কোহলি-দু’প্লেসিরা ৷ সেখান থেকে দলকে তুলল অনুজ-কার্তিকের জুটি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:48 PM IST

Updated : Mar 22, 2024, 11:02 PM IST

চেন্নাই, 22 মার্চ: দুই হেভিওয়েট দলের লড়াই দিয়ে শুরু হল আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ মেগা ম্যাচে স্পটলাইটে ছিলেন দুই কিংবদন্তি ৷ মহেন্দ্র সিং ধোনি ও তাঁর একসময়ের ডেপুটি বিরাট কোহলি ৷ নজরে ছিলেন ফ্যাফ দু’প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল কিংবা সিএসকে’র দীপক চাহার, রবীন্দ্র জাদেজারাও ৷ তারকাদের ভিড়ে থেকেও যাবতীয় আলো কেড়ে নিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৷ যদিও স্টাম্পার-ব্যাটার অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 173 রান তুলল আরসিবি ৷

একসময়ে কাটারে দাপট দেখানো ‘ফিজ’ ইদানিং ছন্দে ছিলেন না ৷ জর্জরিত ছিলেন চোট-আঘাতেও ৷ সেখান থেকে পি চিদম্বরম স্টেডিয়ামে দুরন্ত প্রত্যাবর্তন ৷ বিরাট কোহলি, ফ্যাফ দু’প্লেসি, ক্যামেরন গ্রিন-বাংলাদেশি তারকার এদিনের প্রাপ্তির ঝুলিটা ঈর্শনীয় ৷

এদিন ভালো শুরু করেছিলেন দু’প্লেসি ৷ উলটোদিকে ফার্স্ট গিয়ারেই খেলছিলেন কোহলি ৷ ধীরে ধীরে জমাট পার্টনারশিপের দিকে এগোচ্ছিল ইন্দো-প্রোটিয়া জুটি ৷ সেখান থেকে দুই ওপেনারকেই তুলে নেন মুস্তাফিজুর ৷ দুই ব্যাটারই ক্রিজ ছাড়লেন রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ৷ দু’প্লেসির অবদান 23 বলে 35 রান ৷ কোহলি করলেন 20 বলে 21 ৷

কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ ফলে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ যদিও টুর্নামেন্টের শুরুটাই সুখকর হল না কিং কোহলির ৷ শেষ পর্যন্ত অনুজ (25 বলে 48) ও দীনেশ কার্তিকের (26 বলে 36) জুটিতে লড়াইয়ের জায়গায় পৌঁছয় আরসিবি ৷

আরও পড়ুন:

  1. শনিবার ইডেনে শাহরুখ, ক্লাসেন-ট্রাভিসদের বাউন্সি উইকেটে ফলতে চায় নাইটরা
  2. ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার
  3. ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে

চেন্নাই, 22 মার্চ: দুই হেভিওয়েট দলের লড়াই দিয়ে শুরু হল আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ মেগা ম্যাচে স্পটলাইটে ছিলেন দুই কিংবদন্তি ৷ মহেন্দ্র সিং ধোনি ও তাঁর একসময়ের ডেপুটি বিরাট কোহলি ৷ নজরে ছিলেন ফ্যাফ দু’প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল কিংবা সিএসকে’র দীপক চাহার, রবীন্দ্র জাদেজারাও ৷ তারকাদের ভিড়ে থেকেও যাবতীয় আলো কেড়ে নিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৷ যদিও স্টাম্পার-ব্যাটার অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 173 রান তুলল আরসিবি ৷

একসময়ে কাটারে দাপট দেখানো ‘ফিজ’ ইদানিং ছন্দে ছিলেন না ৷ জর্জরিত ছিলেন চোট-আঘাতেও ৷ সেখান থেকে পি চিদম্বরম স্টেডিয়ামে দুরন্ত প্রত্যাবর্তন ৷ বিরাট কোহলি, ফ্যাফ দু’প্লেসি, ক্যামেরন গ্রিন-বাংলাদেশি তারকার এদিনের প্রাপ্তির ঝুলিটা ঈর্শনীয় ৷

এদিন ভালো শুরু করেছিলেন দু’প্লেসি ৷ উলটোদিকে ফার্স্ট গিয়ারেই খেলছিলেন কোহলি ৷ ধীরে ধীরে জমাট পার্টনারশিপের দিকে এগোচ্ছিল ইন্দো-প্রোটিয়া জুটি ৷ সেখান থেকে দুই ওপেনারকেই তুলে নেন মুস্তাফিজুর ৷ দুই ব্যাটারই ক্রিজ ছাড়লেন রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ৷ দু’প্লেসির অবদান 23 বলে 35 রান ৷ কোহলি করলেন 20 বলে 21 ৷

কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ ফলে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ যদিও টুর্নামেন্টের শুরুটাই সুখকর হল না কিং কোহলির ৷ শেষ পর্যন্ত অনুজ (25 বলে 48) ও দীনেশ কার্তিকের (26 বলে 36) জুটিতে লড়াইয়ের জায়গায় পৌঁছয় আরসিবি ৷

আরও পড়ুন:

  1. শনিবার ইডেনে শাহরুখ, ক্লাসেন-ট্রাভিসদের বাউন্সি উইকেটে ফলতে চায় নাইটরা
  2. ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার
  3. ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে
Last Updated : Mar 22, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.