ETV Bharat / sports

'তুষার' ঝড়ে অস্তাচলে সানরাইজার্স, পঞ্চম জয়ে তিন নম্বরে ধোনিরা - IPL 2024 - IPL 2024

CSK vs SRH: ট্র্যাভিস হেডের হায়দরাবাদকে 13 বল বাকি থাকতেই থামিয়ে দিল চেন্নাই ৷ আইপিএলের ইতিহাসে তিন বার সর্বোচ্চ রানের নজির গড়া সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারাল রুতুরাজ গায়কোয়াড়ের সিএসকে ৷ 3 ওভারে মাত্র 27 রান দিয়ে 4টি উইকেট নিয়ে ম্যাচের নায়ক তুষার দেশপাণ্ডে ৷ এই জয়ে নিজামের শহরের দলকে টেক্কা দিয়ে লিগ টেবিলের 3 নম্বরে উঠে এল সুপার কিংস ৷

CSK vs SRH
CSK vs SRH
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 7:02 AM IST

Updated : Apr 29, 2024, 8:27 AM IST

চেন্নাই, 29 এপ্রিল: চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে 78 রানে হারাল চেন্নাই সুপার কিংস ৷ রানের নিরিখে চলতি আইপিএলে প্রথম তিনে রয়েছে ট্র্য়াভিস হেডের হায়দরাবাদ ৷ সেই দলকে বড় রানের ব্যবধানে হারিয়ে 3 নম্বরে উঠে এল ধোনির চেন্নাই ৷ এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় 98 রান করেন ৷ পরে রান তাড়া করতে নেমে হায়দরাবাদকে থামিয়ে দেন হলুদব্রিগেডের তুষার দেশপাণ্ডে ৷ 4 উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের একের পর এক ডাগ-আউটে ফেরান ৷ ঘরের মাঠে 18.5 ওভারে 134 রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই জয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল সিএসকে ৷

রবিবার টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চেন্নাই ঘরের মাঠে 212 রান তোলে ৷ কিন্তু অপরপক্ষে যখন বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেড রয়েছেন আর দলটা হায়দরাবাদ তখন এই রান তাঁদের কাছে তোলাটা খুব একটা অসুবিধা হবে না, এমনটাই ভেবেছিলেন অনেকে ৷ কিন্তু এর ঠিক বিপরীতটা করে দেখালেন চেন্নাই পেসার তুষার দেশপাণ্ডে ৷ 3 ওভারে 27 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ হায়দরাবাদকে থামাতে তাঁকে সঙ্গ দেন মুস্তাফিজুর রহমান ৷ 2টি উইকেট তুলে নেন তিনিও ৷ আরও দু'টি উইকেট নিয়ে ব্যাটারদের সাজঘরমুখো করেন মাথিসা পাথিরানা ৷ একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুর ৷

রুতুরাজের ব্যাটে এদিনও রান এসেছে ৷ মাত্র 2 রানের জন্য শতরান করতে পারেননি তিনি। তাঁর পারফরম্যান্সও ধারাবাহিক ৷ সামনেই টি-20 বিশ্বকাপ। সেই দলে জায়গাও করে নিতে পারেন তিনি। ইতিমধ্যেই 9 ম্যাচে 506 রান করে ফেলেছেন রুতুরাজ। এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় ও চারটিতে হার নিয়ে লিগ টেবিলে তৃতীয়তে অবস্থান করছে চেন্নাই ৷ অন্যদিকে, 9টি ম্যাচে 5টায় জয় ও চারটের হেরে 4 নম্বরে রয়েছে হায়দরাবাদ ৷

আরও পড়ুন:

  1. জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে খড়কুটো গুজরাত, টানা দ্বিতীয় জয় আরসিবি'র
  2. ব্যর্থ রাহুলের লড়াই! সঞ্জু-জুরেলের দাপুটে ব্যাটিংয়ে টানা চার ম্যাচ জিতল রাজস্থান
  3. চোট সারিয়ে দলে ফিরছেন স্টার্ক, নারিন মন্ত্রে মুক্তি খুঁজছে কেকেআর

চেন্নাই, 29 এপ্রিল: চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে 78 রানে হারাল চেন্নাই সুপার কিংস ৷ রানের নিরিখে চলতি আইপিএলে প্রথম তিনে রয়েছে ট্র্য়াভিস হেডের হায়দরাবাদ ৷ সেই দলকে বড় রানের ব্যবধানে হারিয়ে 3 নম্বরে উঠে এল ধোনির চেন্নাই ৷ এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় 98 রান করেন ৷ পরে রান তাড়া করতে নেমে হায়দরাবাদকে থামিয়ে দেন হলুদব্রিগেডের তুষার দেশপাণ্ডে ৷ 4 উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের একের পর এক ডাগ-আউটে ফেরান ৷ ঘরের মাঠে 18.5 ওভারে 134 রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই জয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল সিএসকে ৷

রবিবার টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চেন্নাই ঘরের মাঠে 212 রান তোলে ৷ কিন্তু অপরপক্ষে যখন বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেড রয়েছেন আর দলটা হায়দরাবাদ তখন এই রান তাঁদের কাছে তোলাটা খুব একটা অসুবিধা হবে না, এমনটাই ভেবেছিলেন অনেকে ৷ কিন্তু এর ঠিক বিপরীতটা করে দেখালেন চেন্নাই পেসার তুষার দেশপাণ্ডে ৷ 3 ওভারে 27 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ হায়দরাবাদকে থামাতে তাঁকে সঙ্গ দেন মুস্তাফিজুর রহমান ৷ 2টি উইকেট তুলে নেন তিনিও ৷ আরও দু'টি উইকেট নিয়ে ব্যাটারদের সাজঘরমুখো করেন মাথিসা পাথিরানা ৷ একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুর ৷

রুতুরাজের ব্যাটে এদিনও রান এসেছে ৷ মাত্র 2 রানের জন্য শতরান করতে পারেননি তিনি। তাঁর পারফরম্যান্সও ধারাবাহিক ৷ সামনেই টি-20 বিশ্বকাপ। সেই দলে জায়গাও করে নিতে পারেন তিনি। ইতিমধ্যেই 9 ম্যাচে 506 রান করে ফেলেছেন রুতুরাজ। এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় ও চারটিতে হার নিয়ে লিগ টেবিলে তৃতীয়তে অবস্থান করছে চেন্নাই ৷ অন্যদিকে, 9টি ম্যাচে 5টায় জয় ও চারটের হেরে 4 নম্বরে রয়েছে হায়দরাবাদ ৷

আরও পড়ুন:

  1. জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে খড়কুটো গুজরাত, টানা দ্বিতীয় জয় আরসিবি'র
  2. ব্যর্থ রাহুলের লড়াই! সঞ্জু-জুরেলের দাপুটে ব্যাটিংয়ে টানা চার ম্যাচ জিতল রাজস্থান
  3. চোট সারিয়ে দলে ফিরছেন স্টার্ক, নারিন মন্ত্রে মুক্তি খুঁজছে কেকেআর
Last Updated : Apr 29, 2024, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.