কলকাতা, 10 মার্চ: বিপর্যয়ের পূর্বাভাস ছিল। তা বাস্তব হয়ে আছড়ে পড়েছে বড়ম্যাচে । ফিরতি ডার্বিতে 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান ৷ তারপরই চরম বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ বাস, অন্য কোনও গাড়ির ব্যবস্থা নেই ৷ বাধ্য হয়ে রাস্তায় হাঁটছেন দু’দলের হাজার হাজার সমর্থক ৷
বড়ম্যাচের আগে বাঙালির আবেগের ম্যাচ ঘিরে রোজই নয়া বিতর্ক দানা বাঁধছিল ৷ আয়োজক ইস্টবেঙ্গল ডার্বিতে টিকিটের দামে বৈষম্য রাখায় গত কয়েকদিন ধরে সরগরম ছিল ময়দান ৷ শুক্রবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে সেই সমস্যা মিটেছে ৷ নতুন নির্দেশিকায় টিকিটের দামে বৈষম্য রাখা না-হলেও সমস্যা যে পুরোপুরি মিটেছে, তা বলা যাবে না ৷ এরইমধ্যে শুক্রবার সন্ধেয় স্টেডিয়ামে কী কী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, তার তালিকা জানিয়ে দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গলের তরফে ৷ তাতেও চরমে উঠেছে বিতর্ক ৷ এবার ফের ম্যাচ পরবর্তী যাতায়াত ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে আয়োজকরা ৷
ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন আন্তোনিও লোপেজ হাবাস । 36 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গল চির প্রতিপক্ষ অর্ধেক পয়েন্ট (18) নিয়ে 10 নম্বরে । দু’দলের কোচই হলুদ কার্ড দেখলেন । ফের দ্বিতীয় হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নেই কুয়াদ্রাত ।
আরও পড়ুন: