ETV Bharat / sports

সুপার সিক্স নিয়ে ভাবতে নারাজ কুয়াদ্রাত, নজরে শুধুই কলকাতা ডার্বি

East Bengal vs Mohun Bagan Kolkata Derby: ইস্টবেঙ্গলের সুপার সিক্সের লড়াই এখনও বেশ জটিল ৷ তাই সেসব নিয়ে এখনই ভাবতে নারাজ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তার আগে গত 3 এপ্রিল মাঠে ফেলে আসা জয়ের গ্লানি ঘুচিয়ে, ফিরতি ডার্বিকে নিজেদের নামে করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 10:59 AM IST

কলকাতা, 8 মার্চ: আইএসএলের সুপার সিক্সে যাওয়ার আশা খাতায়কলমে এখনও টিকে রয়েছে ইস্টবেঙ্গলের ৷ তবে, শুধু লাল-হলুদ দলের নয়, পয়েন্ট টেবিলের শেষ পাঁচটি দলেরই প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে ৷ কিন্তু, ইস্টবেঙ্গল আদতে কি পারবে প্রথম ছয়ে যেতে ? এই প্রশ্ন উঠছেই ৷ কারণ, আইএসএলের দ্বিতীয় পর্বের প্রতিটি ম্যাচে হতশ্রী পারফরম্যান্স ৷ হায়দরাবাদ এফসিকে হারালেও ওই ম্যাচেও ইস্টবেঙ্গল দাপুটে জয় তুলে নিয়েছে, তা বলার মতো অবস্থা নেই ৷ তাই সুপার সিক্স নয় ৷ কার্লেস কুয়াদ্রাত শুধুই কলকাতা ডার্বি নিয়ে ভাবছেন ৷

এফসি গোয়ার বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স দেখে রবিবারের ডার্বিতে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়েই সংশয় রয়েছে ৷ যদিও কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন ডার্বির জন্য আলাদা মোটিভেশনের দরকার নেই ৷ প্রত্যেক ফুটবলার এই ম্যাচটি খেলতে চান ৷ এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শারীরিক এবং মানসিকভাবে স্বাভাবিক জায়গায় ফিরে আসা জরুরি বলে মনে করেন তিনি ৷ গোয়া থেকে ফিরে বৃহস্পতিবার প্র্যাকটিস করেননি ক্লেটন সিলভারা ৷

শুক্রবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু হবে ৷ ভুল শুধরে জয়ের খোঁজই এখন চ্যালেঞ্জ কোচ এবং ফুটবলারদের কাছে ৷ ডার্বির কথা মাথায় রেখেই হয়তো সাউল ক্রেসপোকে গোয়ার বিরুদ্ধে খেলানো হয়নি ৷ কিন্তু, সত্যিই কি ইস্টবেঙ্গলের সামনে সুপার সিক্সে যাওয়ার সুযোগ রয়েছে ৷ ঠিক কোথায় রয়েছে ইস্টবেঙ্গল ?

লাল-হলুদ ক্লাবকে সুপার সিক্সে যেতে গেলে, শুধু নিজেদের বাকি ম্যাচগুলি জিতলেই হবে না ৷ বেঙ্গালুরু, জামশেদপুর, নর্থ-ইস্ট ইউনাইটেডকে পয়েন্ট নষ্ট করতে হবে ৷ কারণ, এক ম্যাচ কম খেলে 20 পয়েন্টে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ সম সংখ্যাক ম্যাচ খেলে 20 পয়েন্ট জামশেদপুর এফসি-র ৷ বেঙ্গালুরু 18টি ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে ৷

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে, টপকে যেতে পারত বেঙ্গালুরুকে ৷ ফলে ষষ্ঠ স্থানে জায়গা করা সহজ হত কার্লেস কুয়াদ্রাতের দলের ৷ 18 পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল ৷ ডার্বি-সহ চারটে ম্যাচ জিততে পারলে তারা পৌঁছে যাবে 30 পয়েন্টে ৷ তাতেও সুপার সিক্সে জায়গা হওয়ার ব্যাপারটি পরনির্ভরশীল ৷ তাই ধাপে ধাপে এগোনোর কথা বলে ডার্বির চ্যালেঞ্জ টপকানোকে পাখির চোখ করছেন কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. সম্পর্কের ভাঙন গুজব, একজোট হয়ে চলার বার্তা কল্যাণ-স্টিমাচের
  2. ডার্বি টিকিটে দামের বৈষম্য, বয়কটের সিদ্ধান্ত মোহনবাগানের
  3. ভুল স্বীকার মহমেডান স্পোর্টিংয়ের, 11 মার্চ অ্যাপেক্স কমিটির হাতে বিতর্কিত ম্যাচের রায়

কলকাতা, 8 মার্চ: আইএসএলের সুপার সিক্সে যাওয়ার আশা খাতায়কলমে এখনও টিকে রয়েছে ইস্টবেঙ্গলের ৷ তবে, শুধু লাল-হলুদ দলের নয়, পয়েন্ট টেবিলের শেষ পাঁচটি দলেরই প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে ৷ কিন্তু, ইস্টবেঙ্গল আদতে কি পারবে প্রথম ছয়ে যেতে ? এই প্রশ্ন উঠছেই ৷ কারণ, আইএসএলের দ্বিতীয় পর্বের প্রতিটি ম্যাচে হতশ্রী পারফরম্যান্স ৷ হায়দরাবাদ এফসিকে হারালেও ওই ম্যাচেও ইস্টবেঙ্গল দাপুটে জয় তুলে নিয়েছে, তা বলার মতো অবস্থা নেই ৷ তাই সুপার সিক্স নয় ৷ কার্লেস কুয়াদ্রাত শুধুই কলকাতা ডার্বি নিয়ে ভাবছেন ৷

এফসি গোয়ার বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স দেখে রবিবারের ডার্বিতে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়েই সংশয় রয়েছে ৷ যদিও কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন ডার্বির জন্য আলাদা মোটিভেশনের দরকার নেই ৷ প্রত্যেক ফুটবলার এই ম্যাচটি খেলতে চান ৷ এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শারীরিক এবং মানসিকভাবে স্বাভাবিক জায়গায় ফিরে আসা জরুরি বলে মনে করেন তিনি ৷ গোয়া থেকে ফিরে বৃহস্পতিবার প্র্যাকটিস করেননি ক্লেটন সিলভারা ৷

শুক্রবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু হবে ৷ ভুল শুধরে জয়ের খোঁজই এখন চ্যালেঞ্জ কোচ এবং ফুটবলারদের কাছে ৷ ডার্বির কথা মাথায় রেখেই হয়তো সাউল ক্রেসপোকে গোয়ার বিরুদ্ধে খেলানো হয়নি ৷ কিন্তু, সত্যিই কি ইস্টবেঙ্গলের সামনে সুপার সিক্সে যাওয়ার সুযোগ রয়েছে ৷ ঠিক কোথায় রয়েছে ইস্টবেঙ্গল ?

লাল-হলুদ ক্লাবকে সুপার সিক্সে যেতে গেলে, শুধু নিজেদের বাকি ম্যাচগুলি জিতলেই হবে না ৷ বেঙ্গালুরু, জামশেদপুর, নর্থ-ইস্ট ইউনাইটেডকে পয়েন্ট নষ্ট করতে হবে ৷ কারণ, এক ম্যাচ কম খেলে 20 পয়েন্টে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ সম সংখ্যাক ম্যাচ খেলে 20 পয়েন্ট জামশেদপুর এফসি-র ৷ বেঙ্গালুরু 18টি ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে ৷

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে, টপকে যেতে পারত বেঙ্গালুরুকে ৷ ফলে ষষ্ঠ স্থানে জায়গা করা সহজ হত কার্লেস কুয়াদ্রাতের দলের ৷ 18 পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল ৷ ডার্বি-সহ চারটে ম্যাচ জিততে পারলে তারা পৌঁছে যাবে 30 পয়েন্টে ৷ তাতেও সুপার সিক্সে জায়গা হওয়ার ব্যাপারটি পরনির্ভরশীল ৷ তাই ধাপে ধাপে এগোনোর কথা বলে ডার্বির চ্যালেঞ্জ টপকানোকে পাখির চোখ করছেন কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. সম্পর্কের ভাঙন গুজব, একজোট হয়ে চলার বার্তা কল্যাণ-স্টিমাচের
  2. ডার্বি টিকিটে দামের বৈষম্য, বয়কটের সিদ্ধান্ত মোহনবাগানের
  3. ভুল স্বীকার মহমেডান স্পোর্টিংয়ের, 11 মার্চ অ্যাপেক্স কমিটির হাতে বিতর্কিত ম্যাচের রায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.