ETV Bharat / sports

অধিনায়কের 'নির্বুদ্ধিতা'তেই পরাজয়! দ্বিতীয় ম্যাচে হারের পর সূর্যর নেতৃত্ব নিয়ে প্রশ্নচিহ্ন - SOUTH AFRICA VS INDIA 2ND T20I

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত সিরিজের দ্বিতীয় ম্য়াচ হারায় অধিনায়ক সূর্যকুমারকে কাঠগড়ায় তুলছেন অনেকে ৷ এমন কী ভুল করলেন 'স্কাই'?

SURYAKUMAR YADAV
সূর্যকুমার যাদব (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 4:50 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: স্কোরবোর্ডে স্বল্প রান তুলেও বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটে রবিবার দ্বিতীয় টি-20 ম্য়াচে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত ৷ শেষ চার ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 37 রান ৷ সেখান থেকে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় প্রোটিয়াব্রিগেড ৷ আর তারপরই প্রশ্ন উঠছে চাপের মুখে সূর্যকুমার যাদবের নেতৃত্ব নিয়ে ৷ নেটাগরিকদের মতে বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্য়র্থ 'স্কাই' ৷

আর প্রশ্নটা উঠছে তিন ওভার বাকি থাকা সত্ত্বেও অক্ষর প্য়াটেলকে দিয়ে সূর্য বল না-করানোয় ৷ স্পিনার বরুণ চক্রবর্তী দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের নাস্তানাবুদ করলেও আরেক স্পিনারকে শেষদিকে ব্যবহারই করা হল না? প্রশ্ন তুলছেন অনুরাগীরা ৷ প্রোটিয়া ব্যাটাররা স্পিন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না দেখেও ভারত অধিনায়ক এদিন অক্ষর প্য়াটেলকে দিয়ে মাত্র এক ওভার বল করান ৷ যে ওভারে মাত্র 2 রান খরচ করেছিলেন বাঁ-হাতি স্পিনার ৷

শেষ চার ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 37 রান ৷ স্পিন আক্রমণের সামনে ক্রিজে অপরাজিত দুই ব্যাটার ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েৎজে এত সহজে রান তুলতে পারতেন কি না, জানা নেই ৷ তবে ভারতীয় পেস বোলারদের বিরুদ্ধে শেষদিকে রান তোলা অনেকটাই সহজ হয়ে যায় দুই প্রোটিয়া ব্যাটারের জন্য ৷ যা দেখে এক নেটাগরিক লিখেছেন, "সূর্যকুমারের অধিনায়কত্ব চোখ কপালে তুলে দিয়েছে ৷ সবচেয়ে ইকোনমিক হওয়া সত্ত্বেও অক্ষরকে বল দেওয়া হল না ৷ অথচ সবচেয়ে বেশি ওকে প্রয়োজন ছিল ওই সময়েই ৷ সুযোগের অপচয় নাকি ভুল ট্যাকটিক্স?"

আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, "দক্ষিণ আফ্রিকা স্পিনারদের খেলতে গিয়ে সমস্য়ায় পড়ছে দেখেও কেন সূর্যকুমার অক্ষরকে ডাকলেন না? খুবই খারাপ অধিনায়কত্ব ৷" ভারতের হারের কারণ হিসেবে এভাবে সূর্যকুমারের নেতৃত্বকে কাঠগড়ায় তুলে দেন বহু অনুরাগী ৷ গেবেরহায় রবিবার দ্বিতীয় ম্য়াচে টস জিতে ভারতকে প্রথমে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৷

হার্দিক পান্ডিয়ার 39 রান, অক্ষরের 21 বলে 27 রানে ভর করে ভারত স্কোরবোর্ডে তোলে 124 রান ৷ জবাবে বরুণ চক্রবর্তীর 17 রানে পাঁচ উইকেট একসময় 86 রানে সাত উইকেট হারিয়েও ম্যাচ বের করে নেয় প্রোটিয়ারা ৷ স্টাবসের 41 বলে 43 এবং শেষদিকে কোয়েৎজের 9 বলে 19 রানের ক্য়ামিও সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে দক্ষিণ আফ্রিকাকে ৷

হায়দরাবাদ, 11 নভেম্বর: স্কোরবোর্ডে স্বল্প রান তুলেও বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটে রবিবার দ্বিতীয় টি-20 ম্য়াচে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত ৷ শেষ চার ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 37 রান ৷ সেখান থেকে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় প্রোটিয়াব্রিগেড ৷ আর তারপরই প্রশ্ন উঠছে চাপের মুখে সূর্যকুমার যাদবের নেতৃত্ব নিয়ে ৷ নেটাগরিকদের মতে বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্য়র্থ 'স্কাই' ৷

আর প্রশ্নটা উঠছে তিন ওভার বাকি থাকা সত্ত্বেও অক্ষর প্য়াটেলকে দিয়ে সূর্য বল না-করানোয় ৷ স্পিনার বরুণ চক্রবর্তী দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের নাস্তানাবুদ করলেও আরেক স্পিনারকে শেষদিকে ব্যবহারই করা হল না? প্রশ্ন তুলছেন অনুরাগীরা ৷ প্রোটিয়া ব্যাটাররা স্পিন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না দেখেও ভারত অধিনায়ক এদিন অক্ষর প্য়াটেলকে দিয়ে মাত্র এক ওভার বল করান ৷ যে ওভারে মাত্র 2 রান খরচ করেছিলেন বাঁ-হাতি স্পিনার ৷

শেষ চার ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 37 রান ৷ স্পিন আক্রমণের সামনে ক্রিজে অপরাজিত দুই ব্যাটার ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েৎজে এত সহজে রান তুলতে পারতেন কি না, জানা নেই ৷ তবে ভারতীয় পেস বোলারদের বিরুদ্ধে শেষদিকে রান তোলা অনেকটাই সহজ হয়ে যায় দুই প্রোটিয়া ব্যাটারের জন্য ৷ যা দেখে এক নেটাগরিক লিখেছেন, "সূর্যকুমারের অধিনায়কত্ব চোখ কপালে তুলে দিয়েছে ৷ সবচেয়ে ইকোনমিক হওয়া সত্ত্বেও অক্ষরকে বল দেওয়া হল না ৷ অথচ সবচেয়ে বেশি ওকে প্রয়োজন ছিল ওই সময়েই ৷ সুযোগের অপচয় নাকি ভুল ট্যাকটিক্স?"

আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, "দক্ষিণ আফ্রিকা স্পিনারদের খেলতে গিয়ে সমস্য়ায় পড়ছে দেখেও কেন সূর্যকুমার অক্ষরকে ডাকলেন না? খুবই খারাপ অধিনায়কত্ব ৷" ভারতের হারের কারণ হিসেবে এভাবে সূর্যকুমারের নেতৃত্বকে কাঠগড়ায় তুলে দেন বহু অনুরাগী ৷ গেবেরহায় রবিবার দ্বিতীয় ম্য়াচে টস জিতে ভারতকে প্রথমে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৷

হার্দিক পান্ডিয়ার 39 রান, অক্ষরের 21 বলে 27 রানে ভর করে ভারত স্কোরবোর্ডে তোলে 124 রান ৷ জবাবে বরুণ চক্রবর্তীর 17 রানে পাঁচ উইকেট একসময় 86 রানে সাত উইকেট হারিয়েও ম্যাচ বের করে নেয় প্রোটিয়ারা ৷ স্টাবসের 41 বলে 43 এবং শেষদিকে কোয়েৎজের 9 বলে 19 রানের ক্য়ামিও সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে দক্ষিণ আফ্রিকাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.