প্যারিস, 31 জুলাই: লোলুপ দৃষ্টি কিংবা বাঁকা কোনও নজর নয় ৷ পুরুষ অ্যাথলিটদের সমান চোখেই মহিলা অ্যাথলিটদের দেখুক ফটোগ্রাফার কিংবা ক্যামেরা অপারেটরার ৷ এই মর্মে নয়া গাইডলাইন জারি করল প্যারিস অলিম্পিক্সের অফিসিয়াল ব্রডকাস্টার ৷ 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এর 128 বছরের ইতিহাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে লিঙ্গ সমতার বার্তা দেওয়া হয়েছে ৷ মহিলাদের স্পোর্টিং ইভেন্টও সমানতালে সম্প্রচারিত হচ্ছে পুরুষদের সঙ্গে ৷ এমন সময় ব্রডকাস্টারদের এহেন গাইডলাইন শিরোনামে এসেছে গেমসে ৷
প্যারিস অলিম্পিক্স আপাতত মধ্যগগনে ৷ এমন সময় ক্যামেরা অপারেটরদের জন্য ওবিএস (Olympic Broadcasting Services)-এর তরফে জারি হল বিশেষ নির্দেশিকা ৷ যেহেতু অলিম্পিক্সের টেলিভিশন কভারেজের দায়িত্ব তাদের কাঁধে এবং তাদের মাধ্যমেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন স্বত্ত্বাধিকারীদের মধ্যে ছড়িয়ে পড়ছে গেমসের বিভিন্ন ছবি; তাই সাবধানী পদক্ষেপ হিসেবে নয়া গাইডলাইন সামনে আনল ওবিএস ৷ পাছে প্যারিস অলিম্পিক্সে লিঙ্গ সমতার বার্তা অর্থহীন হয়ে পড়ে ৷
এই প্রসঙ্গে ওবিএসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ইয়ানিস এক্সারকোস সাংবাদিকদের বলেছেন, "কিছু কিছু ইভেন্টে মহিলা অ্যাথলিটদের স্টিরিওটাইপ এবং বাঁকা নজরে দেখানো হচ্ছে ৷ ঘটনাক্রমে কিছু ক্যামেরা অপারেটর পুরুষ এবং মহিলা অ্যাথলিটদের ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ক্যামেরাবন্দি করছেন ৷" ইয়ানিস আরও বলেন, "মহিলা অ্যাথলিটরা দেখতে শুনতে আকর্ষণীয় বলে অলিম্পিক্সে তারা আসেননি, তারা এসেছেন এলিট অ্যাথলিট হিসেবে ৷" তাঁর অভিযোগ, পুরুষদের তুলনায় মহিলাদের ক্লোজ-আপ ছবি দেখাচ্ছেন ক্যামেরা অপারেটররা ৷
খেলাধুলোয় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্যারিস অলিম্পিক্স গেমস কর্তৃপক্ষ ৷ সেখানে সম্প্রচারের সময়ে যেমন সমতা আনা হয়েছে তেমনই সূচিতেও আনা হয়েছে বেশ কিছু বদল ৷ যেমন প্রথার বিপরীতে হেঁটে পুরুষদের রেসের পরিবর্তে মহিলাদের ম্যারাথন দিয়ে সমাপ্তি হবে প্যারিস গেমসের ৷