ETV Bharat / sports

ময়দানে গড়াপেটা, রিপোর্ট চেয়ে বুধে বৈঠক সিএবি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 9:19 PM IST

Updated : Mar 1, 2024, 8:07 AM IST

Match Fixing in Kolkata Maidan: নজিরবিহীন ঘটনা ময়দানে ৷ টাউন ক্লাব বনাম মহমেডান স্পোর্টিংয়ের ‘গট-আপ’ ম্যাচ ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে ৷ শনিবার জরুরি মিটিং ডাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে বুধবার হবে বলে জানিয়েছে সিএবি ৷

Etv Bharat
Etv Bharat

রিপোর্ট চেয়ে শনিতে বৈঠক সিএবি'র

কলকাতা, 29 ফেব্রুয়ারি: যত কাণ্ড সিএবি লিগে । ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে সিএবি । প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,“অভিযোগ পেয়েছি । আমরা আম্পায়ার এবং অবজার্ভারের রিপোর্ট চেয়ে পাঠিয়েছি । বুধবার অর্থাৎ 6 মার্চ বৈঠক ডাকা হয়েছে । সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।” টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নীতিশ রঞ্জন (অনু) দত্ত জানিয়েছেন, আম্পায়ার এবং অবজার্ভারের কাছ থেকে রিপোর্ট চেয়েছি ৷

ময়দানের অভিযোগ, কলুসিত ম্যাচে জড়িত সিএবি যুগ্ম-সচিবের ক্লাব । স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত টাউন ক্লাবের চাপেই নাকি মহমেডান স্পোর্টিং এই কাজ করতে বাধ্য হয়েছে । কারণ, সাদা-কালো শিবিরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নাকি হর্ষিত সাইনি বলে একজন অবৈধ ক্রিকেটারকে খেলাচ্ছে । তাঁর বিরুদ্ধে টাউন ক্লাব অভিযোগ জমা করে । বলা হয়, হরিয়ানার ক্রিকেটার হর্ষিতকে সিএবির আইন না-মেনে খেলাচ্ছে মহমেডান স্পোর্টিং ।

এরপর থেকেই চাপের খেলা শুরু হয় । যুগ্ম-সচিবের ক্লাবের তরফে পয়েন্ট ছাড়ার প্রস্তাব দেওয়া হয় । না-হলে ভুগতে হবে বলে কার্যত হুমকিও দেওয়া হয় । যদিও সিএবির যুগ্ম-সচিব এবং টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাস জানিয়েছেন, তিনি প্রথম দিকে কিছুক্ষণ মাঠে থেকে চলে এসেছিলেন । তারপর কি হয়েছে জানা নেই । তবে বিষয়টি নিয়ে খবর নেবেন । সিএবির নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ডিভিশন লিগে প্রথম ইনিংসে কোনও দল এগিয়ে থাকলে তারা সাত পয়েন্ট পায় । প্রতিপক্ষ যদি দ্বিতীয় ইনিংসে আড়াইশো রান করে তাহলে তারা বোনাস হিসেবে এক পয়েন্ট পায় । সেক্ষেত্রে প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য বিজয়ী দল ছয় পয়েন্ট পাবে । তেমনই দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের পাঁচ উইকেট ফেলে দিতে পারলে বোনাস হিসেবে এক পয়েন্ট পাওয়া যায় । বুধবার মহমেডানের যখন দুশো রানের কাছাকাছি লিড ছিল তখন ডিক্লেয়ার করা হয়নি । ডিক্লেয়ার করা হয় পরের ওভারে আরও একটি উইকেট পড়ে যাওয়ার পরে । এখানেই প্রশ্ন । বলা হচ্ছে প্রতিপক্ষ টাউন ক্লাবকে বাড়তি এক পয়েন্ট দিতেই এই কাজ করা হয়েছে ।

অন্যদিকে, গত দু'দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার কলকাতার প্রথম ডিভিশন লিগে যা হয়েছে তা দেখে ক্ষুব্ধ-লজ্জিত বাংলার প্রাক্তন উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী । তাঁর এই ক্ষোভ যে সারবত্তাহীন নয়, তা সিএবির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে । কলকাতা ক্রিকেট লিগে গড়াপেটার ঘটনা আগেও শোনা গিয়েছে । কিন্তু তার নির্লজ্জ প্রকাশ দেখা যায়নি । যা দেখা গিয়েছে মহমেডান স্পোর্টিং বনাম টাউন ক্লাবের ম্যাচে । যেখানে মহমেডান স্পোর্টিংয়ের ব্যাটাররা কেউ দেখেশুনে ‘জাজমেন্ট’ দিতে গিয়ে বোল্ড হয়েছেন । কেউ ‘ইচ্ছাকৃতভাবে’ স্ট্যাম্পড হয়েছেন । আবার কেউ ক্লোজ ইন ফিল্ডারের হাতে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন । যা দেখে বুধবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন শ্রীবৎস । যেখানে তিনি লেখেন,“নিজেকে ক্রিকেটার বলে পরিচয় দিতে লজ্জা করছে ।” দেশের হয়ে অনুর্ধ-19 বিশ্বকাপজয়ী সামাজিক মাধ্যমে লিখেছেন,“কেউ বলতে পারবে এটা কি চলছে এখানে? এটা কলকাতা ক্লাব ক্রিকেটের সুপার ডিভিশন ম্যাচের ছবি । দু'টো বড় দল এই জিনিস করছে । ক্রিকেট আমার হৃদয়ে । কিন্তু এই জিনিস দেখার পরে ক্রিকেট খেলেছিলাম বলে আমার লজ্জা করছে । আমার মনে এটাকে গট-আপ বলে ।”

শাকির আলি গান্ধির 223 রানে ভর করে টাউন ক্লাব 446 রান তুলেছিল । মহমেডান স্পোর্টিং ক্লাব প্রত্তুতরে নয় উইকেটে 281 রান তোলে । জয়জিত বসু 100 রান করে ফিরে যান । তারপর থেকেই মহমেডান স্পোর্টিংয়ের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মত ভেঙে পড়ে । সন্দেহজনক কিছু ঘটছে আঁচ করে প্রেমজিত চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ দু'জনেই ধন্ধে পড়ে যান । বিসিসিআই প্যানেল আম্পায়ার প্রেমজিৎ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত মাঠ ছেড়ে চলে যান । খেলা সম্পূর্ণ করতে নামেন রিজার্ভে থাকা আম্পায়ার কাজল মুখোপাধ্যায় । তারপেরই নড়েচড়ে বসে সিএবি ।

আরও পড়ুন:

রিপোর্ট চেয়ে শনিতে বৈঠক সিএবি'র

কলকাতা, 29 ফেব্রুয়ারি: যত কাণ্ড সিএবি লিগে । ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে সিএবি । প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,“অভিযোগ পেয়েছি । আমরা আম্পায়ার এবং অবজার্ভারের রিপোর্ট চেয়ে পাঠিয়েছি । বুধবার অর্থাৎ 6 মার্চ বৈঠক ডাকা হয়েছে । সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।” টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নীতিশ রঞ্জন (অনু) দত্ত জানিয়েছেন, আম্পায়ার এবং অবজার্ভারের কাছ থেকে রিপোর্ট চেয়েছি ৷

ময়দানের অভিযোগ, কলুসিত ম্যাচে জড়িত সিএবি যুগ্ম-সচিবের ক্লাব । স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত টাউন ক্লাবের চাপেই নাকি মহমেডান স্পোর্টিং এই কাজ করতে বাধ্য হয়েছে । কারণ, সাদা-কালো শিবিরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নাকি হর্ষিত সাইনি বলে একজন অবৈধ ক্রিকেটারকে খেলাচ্ছে । তাঁর বিরুদ্ধে টাউন ক্লাব অভিযোগ জমা করে । বলা হয়, হরিয়ানার ক্রিকেটার হর্ষিতকে সিএবির আইন না-মেনে খেলাচ্ছে মহমেডান স্পোর্টিং ।

এরপর থেকেই চাপের খেলা শুরু হয় । যুগ্ম-সচিবের ক্লাবের তরফে পয়েন্ট ছাড়ার প্রস্তাব দেওয়া হয় । না-হলে ভুগতে হবে বলে কার্যত হুমকিও দেওয়া হয় । যদিও সিএবির যুগ্ম-সচিব এবং টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাস জানিয়েছেন, তিনি প্রথম দিকে কিছুক্ষণ মাঠে থেকে চলে এসেছিলেন । তারপর কি হয়েছে জানা নেই । তবে বিষয়টি নিয়ে খবর নেবেন । সিএবির নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ডিভিশন লিগে প্রথম ইনিংসে কোনও দল এগিয়ে থাকলে তারা সাত পয়েন্ট পায় । প্রতিপক্ষ যদি দ্বিতীয় ইনিংসে আড়াইশো রান করে তাহলে তারা বোনাস হিসেবে এক পয়েন্ট পায় । সেক্ষেত্রে প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য বিজয়ী দল ছয় পয়েন্ট পাবে । তেমনই দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের পাঁচ উইকেট ফেলে দিতে পারলে বোনাস হিসেবে এক পয়েন্ট পাওয়া যায় । বুধবার মহমেডানের যখন দুশো রানের কাছাকাছি লিড ছিল তখন ডিক্লেয়ার করা হয়নি । ডিক্লেয়ার করা হয় পরের ওভারে আরও একটি উইকেট পড়ে যাওয়ার পরে । এখানেই প্রশ্ন । বলা হচ্ছে প্রতিপক্ষ টাউন ক্লাবকে বাড়তি এক পয়েন্ট দিতেই এই কাজ করা হয়েছে ।

অন্যদিকে, গত দু'দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার কলকাতার প্রথম ডিভিশন লিগে যা হয়েছে তা দেখে ক্ষুব্ধ-লজ্জিত বাংলার প্রাক্তন উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী । তাঁর এই ক্ষোভ যে সারবত্তাহীন নয়, তা সিএবির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে । কলকাতা ক্রিকেট লিগে গড়াপেটার ঘটনা আগেও শোনা গিয়েছে । কিন্তু তার নির্লজ্জ প্রকাশ দেখা যায়নি । যা দেখা গিয়েছে মহমেডান স্পোর্টিং বনাম টাউন ক্লাবের ম্যাচে । যেখানে মহমেডান স্পোর্টিংয়ের ব্যাটাররা কেউ দেখেশুনে ‘জাজমেন্ট’ দিতে গিয়ে বোল্ড হয়েছেন । কেউ ‘ইচ্ছাকৃতভাবে’ স্ট্যাম্পড হয়েছেন । আবার কেউ ক্লোজ ইন ফিল্ডারের হাতে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন । যা দেখে বুধবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন শ্রীবৎস । যেখানে তিনি লেখেন,“নিজেকে ক্রিকেটার বলে পরিচয় দিতে লজ্জা করছে ।” দেশের হয়ে অনুর্ধ-19 বিশ্বকাপজয়ী সামাজিক মাধ্যমে লিখেছেন,“কেউ বলতে পারবে এটা কি চলছে এখানে? এটা কলকাতা ক্লাব ক্রিকেটের সুপার ডিভিশন ম্যাচের ছবি । দু'টো বড় দল এই জিনিস করছে । ক্রিকেট আমার হৃদয়ে । কিন্তু এই জিনিস দেখার পরে ক্রিকেট খেলেছিলাম বলে আমার লজ্জা করছে । আমার মনে এটাকে গট-আপ বলে ।”

শাকির আলি গান্ধির 223 রানে ভর করে টাউন ক্লাব 446 রান তুলেছিল । মহমেডান স্পোর্টিং ক্লাব প্রত্তুতরে নয় উইকেটে 281 রান তোলে । জয়জিত বসু 100 রান করে ফিরে যান । তারপর থেকেই মহমেডান স্পোর্টিংয়ের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মত ভেঙে পড়ে । সন্দেহজনক কিছু ঘটছে আঁচ করে প্রেমজিত চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ দু'জনেই ধন্ধে পড়ে যান । বিসিসিআই প্যানেল আম্পায়ার প্রেমজিৎ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত মাঠ ছেড়ে চলে যান । খেলা সম্পূর্ণ করতে নামেন রিজার্ভে থাকা আম্পায়ার কাজল মুখোপাধ্যায় । তারপেরই নড়েচড়ে বসে সিএবি ।

আরও পড়ুন:

Last Updated : Mar 1, 2024, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.