ETV Bharat / sports

সৌরভের পরিবারে ফের বিয়ের সানাই, বান্ধবীর সঙ্গে চার হাত এক হচ্ছে স্নেহাশিসের - SNEHASISH GANGULY GETTING MARRIED - SNEHASISH GANGULY GETTING MARRIED

Snehasish Ganguly: শ্রাবণের সন্ধ্যায় ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ৷ দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে পাত্রী হিসাবে বেছে নিয়েছেন গঙ্গোপাধ্যায় পরিববারের জ্যেষ্ঠ পুত্র ৷

Snehasish Ganguly
স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 4:14 PM IST

Updated : Jul 20, 2024, 4:44 PM IST

কলকাতা, 20 জুলাই: বেহালার বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে বিয়ের হাওয়া। তবে নয়া প্রজন্মের নয়, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবির বর্তমান প্রেসিডেন্ট ব্যক্তিগত সূত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। তাছাড়াও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। আগামিকাল, 21 জুলাই অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন স্নেহাশিস।

7 অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর। ঘনিষ্ঠ বন্ধু এই দু'জনের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। স্নেহাশিসের ভাবী স্ত্রী অর্পিতা কলকাতার এক পরিচিত শিল্পপতির প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও সফল ব্যবসায়ী। ছত্তিশগড়ে তাঁর রাসায়নিকের ব্যবসা রয়েছে। একটি জনপ্রিয় জুতো প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে জড়িত।

স্নেহাশিস এবং তাঁর প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের মধ্যে অশান্তি চলছিল অনেকদিন ধরে। মোম গঙ্গোপাধ্যায় বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। গতবছর এফআইআর-ও দায়ের হয়েছিল। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। স্নেহাশিস এবং মোম গঙ্গোপাধ্যায়ের এক মেয়ে রয়েছে। বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং মোমের সম্পর্ক আইনিভাবে ভেঙে যাওয়ার পরেই দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত স্নেহাশিসের। স্নেহাশিস এবং অর্পিতার কোর্টশিপ নতুন নয়।

SNEHASISH GANGULY GETTING MARRIED
মায়ের সঙ্গে স্নেহাশিস ও তাঁর হবু বউ (ফাইল ছবি)

সোশাল মিডিয়াতেও বিভিন্ন সময় গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা গিয়েছে অর্পিতাকে। স্নেহাশিসের সঙ্গে অনেকদিন ধরেই বন্ধুত্ব রয়েছে অর্পিতার। আইপিএলের ম্যাচের সময়েও অর্পিতাকে ইডেনের কর্পোরেট বক্সে দেখা গিয়েছে। এমনকী মাঠে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি'র সভাপতি স্নেহাশিস। সচিব পদেও ছিলেন। ক্রিকেট জীবনে বাংলার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। বস্তুত, তিনি চোট পাওয়ায় তাঁর জায়গায় 1989-90 মরশুমে রঞ্জি ফাইনালে বাংলা দলে সুযোগ পেয়েছিলেন সৌরভ।

সেই ফাইনাল জিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। বাংলার হয়ে বহু ঐতিহাসিক ইনিংস রয়েছে স্নেহাশিসের। চোট-আঘাত তাঁর আর্ন্তজাতিক ক্রিকেট কেরিয়ারে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তী সময়ে প্রশাসকের চেয়ারে বসে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় একাধিক সংস্কার করেছেন ইডেনের। সাফল্যের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে সিএবি। তাঁর আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার হয়েছে। বাংলার ক্রিকেট কাঠামোয় বদল এসেছে। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-20 লিগ। এবার ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস ফের শুরু করতে চলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

মুখে হলুদ, পড়ছে জল-ফুলের পাপড়ি; লাল-সাদা শাড়িতে সিক্ত শোভন-সোহিনী

কলকাতা, 20 জুলাই: বেহালার বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে বিয়ের হাওয়া। তবে নয়া প্রজন্মের নয়, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবির বর্তমান প্রেসিডেন্ট ব্যক্তিগত সূত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। তাছাড়াও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। আগামিকাল, 21 জুলাই অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন স্নেহাশিস।

7 অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর। ঘনিষ্ঠ বন্ধু এই দু'জনের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। স্নেহাশিসের ভাবী স্ত্রী অর্পিতা কলকাতার এক পরিচিত শিল্পপতির প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও সফল ব্যবসায়ী। ছত্তিশগড়ে তাঁর রাসায়নিকের ব্যবসা রয়েছে। একটি জনপ্রিয় জুতো প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে জড়িত।

স্নেহাশিস এবং তাঁর প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের মধ্যে অশান্তি চলছিল অনেকদিন ধরে। মোম গঙ্গোপাধ্যায় বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। গতবছর এফআইআর-ও দায়ের হয়েছিল। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। স্নেহাশিস এবং মোম গঙ্গোপাধ্যায়ের এক মেয়ে রয়েছে। বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং মোমের সম্পর্ক আইনিভাবে ভেঙে যাওয়ার পরেই দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত স্নেহাশিসের। স্নেহাশিস এবং অর্পিতার কোর্টশিপ নতুন নয়।

SNEHASISH GANGULY GETTING MARRIED
মায়ের সঙ্গে স্নেহাশিস ও তাঁর হবু বউ (ফাইল ছবি)

সোশাল মিডিয়াতেও বিভিন্ন সময় গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা গিয়েছে অর্পিতাকে। স্নেহাশিসের সঙ্গে অনেকদিন ধরেই বন্ধুত্ব রয়েছে অর্পিতার। আইপিএলের ম্যাচের সময়েও অর্পিতাকে ইডেনের কর্পোরেট বক্সে দেখা গিয়েছে। এমনকী মাঠে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি'র সভাপতি স্নেহাশিস। সচিব পদেও ছিলেন। ক্রিকেট জীবনে বাংলার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। বস্তুত, তিনি চোট পাওয়ায় তাঁর জায়গায় 1989-90 মরশুমে রঞ্জি ফাইনালে বাংলা দলে সুযোগ পেয়েছিলেন সৌরভ।

সেই ফাইনাল জিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। বাংলার হয়ে বহু ঐতিহাসিক ইনিংস রয়েছে স্নেহাশিসের। চোট-আঘাত তাঁর আর্ন্তজাতিক ক্রিকেট কেরিয়ারে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তী সময়ে প্রশাসকের চেয়ারে বসে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় একাধিক সংস্কার করেছেন ইডেনের। সাফল্যের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে সিএবি। তাঁর আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার হয়েছে। বাংলার ক্রিকেট কাঠামোয় বদল এসেছে। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-20 লিগ। এবার ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস ফের শুরু করতে চলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

মুখে হলুদ, পড়ছে জল-ফুলের পাপড়ি; লাল-সাদা শাড়িতে সিক্ত শোভন-সোহিনী

Last Updated : Jul 20, 2024, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.