ETV Bharat / sports

কলম্বিয়ার সামনে ফ্যাকাশে নেইমারহীন ব্রাজিল, ড্র করেও শেষ আটে ‘সেলেকাও’ - Copa America 2024 - COPA AMERICA 2024

Brazil in Copa America 2024: কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলেও কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল ৷ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সামনে পাঁচবারের বিশ্বজয়ীরা ৷

Brazil in Copa America 2024
কলম্বিয়ার সামনে ফ্যাকাশে নেইমারহীন ব্রাজিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 9:33 AM IST

Updated : Jul 3, 2024, 11:08 AM IST

ক্যালিফোর্নিয়া, 3 জুলাই: প্যারাগুয়ে ম্যাচের ‘সেলেকাও’রা গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের সামনে ফিরতেই ফ্যাকাশে ৷ ম্যাচের 12 মিনিটে অসাধারণ ফ্রি-কিকে সেলেকাওদের এগিয়ে দেন রাফিনহা ৷ বাকি সময়টা কার্যত কলম্বিয়াকে রুখতে খরচা করল 9 বারের কোপা জয়ীরা ৷ জিততে না-পারলেও, 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল ৷

এদিনও চোটের কারণে ছিলেন না নেইমার ও ক্যাসেমিরো ৷ দলের দুই স্তম্ভকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল পাঁচবারের বিশ্বজয়ীরা ৷ বল পজেশনে তুল্যমূল্য লড়াই চললেও ব্রাজিলের তেকাঠি লক্ষ্য করে জেমস রদরিগেজরা নিলেন 13টি শট ৷ তারমধ্যে লক্ষ্যে ছিল 6টি শট৷ সেখানে ব্রাজিল নিয়েছে মাত্র 7টি শট, তেকাঠির মধ্যে ছিল মাত্র 3টি ৷

12 মিনিটে পিছিয়ে যাওয়ার পরে আরও জমাট বাঁধল গ্রুপ টপারদের ডিফেন্স লাইন-আপ ৷ রক্ষণ আগলে বারবার আক্রমণে উঠে আসছিল 2001 কোপা জয়ীরা ৷ সেই আক্রমণের রেশ ধরেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল শোধ করে দেন ড্যানিয়েল মুনোজ ৷ ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি কলম্বিয়ার ডিফেন্ডার ৷

এই ড্র’য়ের ফলে গ্রুপ টপার হিসেবে শেষ আটে পৌঁছে গেল কলম্বিয়া ৷ অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে গিয়েছে ব্রাজিল ৷ শেষ আটে উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভিনিসিয়াস জুনিয়ররা ৷ গ্রুপ সি থেকে সব ম্যাচ জিতে পরের পর্বে গিয়েছে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিরা ৷ ফলে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে ব্রাজিলের জন্য ৷ শেষ আটের অন্য ম্যাচে পানামার মুখোমুখি হবে কলম্বিয়া ৷

ক্যালিফোর্নিয়া, 3 জুলাই: প্যারাগুয়ে ম্যাচের ‘সেলেকাও’রা গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের সামনে ফিরতেই ফ্যাকাশে ৷ ম্যাচের 12 মিনিটে অসাধারণ ফ্রি-কিকে সেলেকাওদের এগিয়ে দেন রাফিনহা ৷ বাকি সময়টা কার্যত কলম্বিয়াকে রুখতে খরচা করল 9 বারের কোপা জয়ীরা ৷ জিততে না-পারলেও, 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল ৷

এদিনও চোটের কারণে ছিলেন না নেইমার ও ক্যাসেমিরো ৷ দলের দুই স্তম্ভকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল পাঁচবারের বিশ্বজয়ীরা ৷ বল পজেশনে তুল্যমূল্য লড়াই চললেও ব্রাজিলের তেকাঠি লক্ষ্য করে জেমস রদরিগেজরা নিলেন 13টি শট ৷ তারমধ্যে লক্ষ্যে ছিল 6টি শট৷ সেখানে ব্রাজিল নিয়েছে মাত্র 7টি শট, তেকাঠির মধ্যে ছিল মাত্র 3টি ৷

12 মিনিটে পিছিয়ে যাওয়ার পরে আরও জমাট বাঁধল গ্রুপ টপারদের ডিফেন্স লাইন-আপ ৷ রক্ষণ আগলে বারবার আক্রমণে উঠে আসছিল 2001 কোপা জয়ীরা ৷ সেই আক্রমণের রেশ ধরেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল শোধ করে দেন ড্যানিয়েল মুনোজ ৷ ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি কলম্বিয়ার ডিফেন্ডার ৷

এই ড্র’য়ের ফলে গ্রুপ টপার হিসেবে শেষ আটে পৌঁছে গেল কলম্বিয়া ৷ অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে গিয়েছে ব্রাজিল ৷ শেষ আটে উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভিনিসিয়াস জুনিয়ররা ৷ গ্রুপ সি থেকে সব ম্যাচ জিতে পরের পর্বে গিয়েছে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিরা ৷ ফলে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে ব্রাজিলের জন্য ৷ শেষ আটের অন্য ম্যাচে পানামার মুখোমুখি হবে কলম্বিয়া ৷

Last Updated : Jul 3, 2024, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.