ETV Bharat / sports

তিন ম্য়াচ পর জয়, রদ্রিগোর গোলে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল ব্রাজিল - BRAZIL FOOTBALL - BRAZIL FOOTBALL

BRAZIL BEAT ECUADOR: টানা তিন ম্য়াচে হারের পর জয়ে ফিরল ব্রাজিল ৷ সেই সঙ্গে বিশ্বকাপে প্রবেশের লক্ষ্যে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল দ্রোভিয়াল জুনিয়রের ছেলেরা ৷ জিতে কত নম্বরে এল সেলেকা'রা ৷

BRAZIL BEAT ECUADOR
জিতল ব্রাজিল (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 7, 2024, 4:29 PM IST

সাও পাওলো, 7 সেপ্টেম্বর: টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বে জয়ে ফিরল ব্রাজিল ৷ উরুগুয়ে, কলম্বিয়া এবং আর্জেন্তিনার বিরুদ্ধে হারের শনিবার ইকুয়েডরকে একমাত্র গোলে হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল সেলেকাও ৷ ঘরের মাঠে ব্রাজিলের হয়ে এদিন একমাত্র গোলটি করেন রদ্রিগো ৷

যোগ্যতা-অর্জন পর্বে লাতিন আমেরিকা গ্রুপের প্রথম ছ'টি দেশ সরাসরি মূলপর্বে জায়গা করে নেবে 2026 বিশ্বকাপের ৷ সপ্তম স্থানাধিকারীকে যেতে হবে প্লে-অফের মধ্যে দিয়ে ৷ এমতাবস্থায় শনিবারের ম্যাচে নামার আগে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ছ'য়ে অবস্থান করছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ ইকুয়েডরের বিরুদ্ধে জয় না-এলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের যোগ্যতা অর্জন নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিত ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইয়েলো ব্রিগেডের এদিন ত্রাতা হয়ে উঠলেন রদ্রিগো ৷

ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে রদ্রিগোর নেওয়া বক্সের বাইরে থেকে শট বিপক্ষ ডিফেন্ডারে পায়ে লেগে গোলের পথ খুঁজে নেয় ৷ 30 মিনিটে জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ৷ বাকি সময়টা গোলদুর্গ অক্ষত রেখে চলতি যোগ্যতা অর্জন পর্বে চার ম্য়াচ পর দ্বিতীয় জয়টি পেল ব্রাজিল ৷ এই জয়ের ফলে সাত ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দু'ধাপ এগিয়ে চারে উঠে গেল তারা ৷ প্রথম তিনটি স্থান রয়েছে যথাক্রমে আর্জেন্তিনা (18), উরুগুয়ে (14) এবং কলম্বিয়া (13) ৷

আর্জেন্তিনা জিতলেও দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ে অবশ্য এদিন ড্র করল প্য়ারাগুয়ের বিরুদ্ধে ৷ লুইস সুয়ারেজের শেষ আন্তর্জাতিক ম্য়াচে উরুগুয় বনাম প্যারাগুয়ে ম্য়াচ গোলশূন্য ড্র হল ৷ বিদায়ী ম্যাচে নিষ্প্রভ রইলেন সুয়ারেজ ৷ দিনকয়েক আগে সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন উরুগুয়ের সর্বাধিক (69) গোলদাতা ৷

সাও পাওলো, 7 সেপ্টেম্বর: টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বে জয়ে ফিরল ব্রাজিল ৷ উরুগুয়ে, কলম্বিয়া এবং আর্জেন্তিনার বিরুদ্ধে হারের শনিবার ইকুয়েডরকে একমাত্র গোলে হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল সেলেকাও ৷ ঘরের মাঠে ব্রাজিলের হয়ে এদিন একমাত্র গোলটি করেন রদ্রিগো ৷

যোগ্যতা-অর্জন পর্বে লাতিন আমেরিকা গ্রুপের প্রথম ছ'টি দেশ সরাসরি মূলপর্বে জায়গা করে নেবে 2026 বিশ্বকাপের ৷ সপ্তম স্থানাধিকারীকে যেতে হবে প্লে-অফের মধ্যে দিয়ে ৷ এমতাবস্থায় শনিবারের ম্যাচে নামার আগে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ছ'য়ে অবস্থান করছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ ইকুয়েডরের বিরুদ্ধে জয় না-এলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের যোগ্যতা অর্জন নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিত ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইয়েলো ব্রিগেডের এদিন ত্রাতা হয়ে উঠলেন রদ্রিগো ৷

ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে রদ্রিগোর নেওয়া বক্সের বাইরে থেকে শট বিপক্ষ ডিফেন্ডারে পায়ে লেগে গোলের পথ খুঁজে নেয় ৷ 30 মিনিটে জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ৷ বাকি সময়টা গোলদুর্গ অক্ষত রেখে চলতি যোগ্যতা অর্জন পর্বে চার ম্য়াচ পর দ্বিতীয় জয়টি পেল ব্রাজিল ৷ এই জয়ের ফলে সাত ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দু'ধাপ এগিয়ে চারে উঠে গেল তারা ৷ প্রথম তিনটি স্থান রয়েছে যথাক্রমে আর্জেন্তিনা (18), উরুগুয়ে (14) এবং কলম্বিয়া (13) ৷

আর্জেন্তিনা জিতলেও দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ে অবশ্য এদিন ড্র করল প্য়ারাগুয়ের বিরুদ্ধে ৷ লুইস সুয়ারেজের শেষ আন্তর্জাতিক ম্য়াচে উরুগুয় বনাম প্যারাগুয়ে ম্য়াচ গোলশূন্য ড্র হল ৷ বিদায়ী ম্যাচে নিষ্প্রভ রইলেন সুয়ারেজ ৷ দিনকয়েক আগে সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন উরুগুয়ের সর্বাধিক (69) গোলদাতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.