ETV Bharat / sports

প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন বক্সার অমিত পাঙ্ঘালের - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024: বক্সিংয়ে অলিম্পিকের দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জয় ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘালের ৷ সেই সঙ্গে আগামী জুলাই মাসের সামার অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেললেন ভারতীয় বক্সার ৷

ETV BHARAT
প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন বক্সার অমিত পাঙ্ঘালের ৷ (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jun 2, 2024, 5:03 PM IST

ব্যাংকক, 2 জুন: প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেললেন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী বক্সার অমিত আজ চিনের চুয়াং লিউকে 51 কেজি বিভাগে হারিয়েছেন ৷ রবিবার অলিম্পিকের দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার কঠিন লড়াইয়ে চিনের প্রতিপক্ষকে 5-0 পয়েন্টে হারিয়েছেন তিনি ৷ আজকের জয়ের পর কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র রুপো জয়ী বক্সার ৷ অমিতের পাশাপাশি, সচিন সিওয়াচ এবং জ্যাসমিন লামবোরিয়া প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন ৷

দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে মোট চারজন বক্সারের সামনে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল ৷ অর্থাৎ, প্রথম চারে যাঁরা শেষ করবেন, তাঁরাই প্যারিস অলিম্পিকের টিকিট পাবেন ৷ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতের তারকা বক্সার ৷ অমিত পাঙ্ঘাল আসন্ন অলিম্পিকে 51 কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নেবেন ৷ এর পাশাপাশি ভারতের হয়ে পুরুষদের বক্সিংয়ে প্রতিনিধিত্ব করবেন নিশান্ত দেব (71 কেজি বিভাগ) ৷ নিখাত জারিন (50 কেজি বিভাগ), প্রীতি পাওয়ার (54 কেজি বিভাগ) এবং লভলিনা বরগোগহাইন (75 কেজি বিভাগ) মেয়েদের বাউটে প্রতিনিধিত্ব করবেন ভারতের হয়ে ৷

উল্লেখ্য, অমিত পাঙ্ঘাল এর আগে দু’বার অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হয়েছিলেন ৷ প্রতিবারই যোগ্যতা অর্জনের মাত্র একধাপ দূরে এসে থেমে যেতে হয়েছিল তাঁকে ৷ দু’বারই স্বদেশীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী দীপক বোরিয়ার কাছে হেরেছিলেন ৷ শেষ সুযোগকে কাজে লাগিয়ে 2018 এশিয়াড চ্য়াম্পিয়ন তাঁর দ্বিতীয় অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন ৷ এদিন আরও দুই ভারতীয় সচিন সিওয়াচ ছেলেদের 57 কেজি বিভাগে এবং জ্যাসমিন লামবোরিয়া মেয়েদের 57 কেজি বিভাগে সামার অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন ৷

ব্যাংকক, 2 জুন: প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেললেন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী বক্সার অমিত আজ চিনের চুয়াং লিউকে 51 কেজি বিভাগে হারিয়েছেন ৷ রবিবার অলিম্পিকের দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার কঠিন লড়াইয়ে চিনের প্রতিপক্ষকে 5-0 পয়েন্টে হারিয়েছেন তিনি ৷ আজকের জয়ের পর কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র রুপো জয়ী বক্সার ৷ অমিতের পাশাপাশি, সচিন সিওয়াচ এবং জ্যাসমিন লামবোরিয়া প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন ৷

দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে মোট চারজন বক্সারের সামনে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল ৷ অর্থাৎ, প্রথম চারে যাঁরা শেষ করবেন, তাঁরাই প্যারিস অলিম্পিকের টিকিট পাবেন ৷ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতের তারকা বক্সার ৷ অমিত পাঙ্ঘাল আসন্ন অলিম্পিকে 51 কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নেবেন ৷ এর পাশাপাশি ভারতের হয়ে পুরুষদের বক্সিংয়ে প্রতিনিধিত্ব করবেন নিশান্ত দেব (71 কেজি বিভাগ) ৷ নিখাত জারিন (50 কেজি বিভাগ), প্রীতি পাওয়ার (54 কেজি বিভাগ) এবং লভলিনা বরগোগহাইন (75 কেজি বিভাগ) মেয়েদের বাউটে প্রতিনিধিত্ব করবেন ভারতের হয়ে ৷

উল্লেখ্য, অমিত পাঙ্ঘাল এর আগে দু’বার অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হয়েছিলেন ৷ প্রতিবারই যোগ্যতা অর্জনের মাত্র একধাপ দূরে এসে থেমে যেতে হয়েছিল তাঁকে ৷ দু’বারই স্বদেশীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী দীপক বোরিয়ার কাছে হেরেছিলেন ৷ শেষ সুযোগকে কাজে লাগিয়ে 2018 এশিয়াড চ্য়াম্পিয়ন তাঁর দ্বিতীয় অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন ৷ এদিন আরও দুই ভারতীয় সচিন সিওয়াচ ছেলেদের 57 কেজি বিভাগে এবং জ্যাসমিন লামবোরিয়া মেয়েদের 57 কেজি বিভাগে সামার অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.