কলকাতা, 18 সেপ্টেম্বর: কলকাতা লিগ খেতাবের আরও কাছে ইস্টবেঙ্গল। বুধবার ডায়মন্ড হারবার এফসি বনাম ভবানীপুর ক্লাবের মধ্যে ম্য়াচ 1-1 অমীমাংসিত শেষ হওয়ায় খেতাবের আরও কাছে বিনো জর্জের ছেলেরা। এদিন দু'দলের কেউই জয় তুলে নিতে না-পারায় লাল-হলুদকে লিগ খেতাবের আরও কাছে ঠেলে দিল। এই মুহূর্তে 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে সবার উপরে ইস্টবেঙ্গল। 13টি ম্যাচেই জয় তুলে নিয়েছেন জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্যায়রা।
অন্যদিকে বুধবার ড্র'য়ের ফলে ডায়মন্ড হারবার এবং ভবানীপুর ক্লাবের 14 ম্যাচে পয়েন্ট যথাক্রমে 36 এবং 32। গোল পার্থক্যেও ইস্টবেঙ্গল অনেক এগিয়ে। 14 ম্যাচে 39টি গোল করেছে বিনোর ছেলেরা। শুক্রবার ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিংয়ের। আগামী মঙ্গলবার লাল-হলুদের প্রতিপক্ষ কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। খেতাবের গন্ধ জোরালো হলেও ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানাচ্ছেন, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তাঁরা। ফুটবলাররা পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। ছেলেদের ভাবনায় শুধুমাত্র এখন আগামী শুক্রবার মহমেডান স্পোর্টিং ম্যাচ।
এদিকে আইএসএলে রবিবার কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে প্রস্তুতিতে মগ্ন কার্লেস কুয়াদ্রাত। প্রথম ম্যাচে কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি'র কাছে হারের পরে সমালোচনার ঝড় বইছে। রবিবার কেরালার মাটিতে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ডুরান্ড কাপ, এএফসি, আইএসএলের প্রথম ম্যাচে রক্ষণভাগের ব্যর্থতা বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তাই প্র্যাকটিসের মাঝেই বেশ কয়েকটি বদলের ইঙ্গিত পাওয়া। হিজাজি মাহেরকে সম্ভবত কেরালা ম্যাচে বাইরে রেখে ইস্টবেঙ্গল মাঠে নামতে পারে। হেক্টর ইউস্তের সঙ্গে জুটি বাঁধতে পারেন জিকসন সিং। দুই সাইডব্যাক গুরসিমরত সিং গিল, মার্ক জোথানপুইয়া
মাঝমাঠে সাউল ক্রেসপোর সঙ্গে শুরু করতে পারেন মাদিহ তালাল, সৌভিক চক্রবর্তী। দুই উইংয়ে নন্দকুমার এবং নাওরেম মহেশ সিং। আক্রমণে ক্লেটন সিলভা। তবে আনোয়ার আলির দলবদল বিতর্কে সুরাহা হলে এই একাদশে বদল হতে পারে। সেক্ষেত্রে আনোয়ার সমৃদ্ধ রক্ষণ সাজিয়ে পয়েন্টের খোঁজে নামবে ইস্টবেঙ্গল।