ETV Bharat / sports

কান্তিরাভায় নিভল মশাল, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের - ISL 2024 25 - ISL 2024 25

EAST BENGAL LOST: বদলাল না পরিসংখ্যান ৷ জয় দিয়ে আইএসএল শুরু করা হল না ইস্টবেঙ্গলের ৷ কান্তিরাভায় বেঙ্গালুরুর কাছে হার লাল-হলুদ ব্রিগেডের ৷

EAST BENGAL LOST
হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের (EAST BENGAL FC TWITTER)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 9:36 PM IST

Updated : Sep 14, 2024, 10:04 PM IST

বেঙ্গালুরু, 14 সেপ্টেম্বর: আইএসএলে কখনও জয় দিয়ে শুরু করতে পারেনি ইস্টবেঙ্গল ৷ কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার পর চলতি মরশুমে চিত্রটা বদলাবে বলে মনে করেছিলেন লাল-হলুদ সমর্থকেরা ৷ কিন্তু তাঁদের প্রত্যাশায় সিলমোহর দিতে ব্যর্থ ফুটবলাররা ৷ অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র কাছে হেরে আইএসএল শুরু করল ইস্টবেঙ্গল ৷ কান্তিরাভায় কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা হারল 0-1 গোলে ৷ বেঙ্গালুরুর হয়ে জয়ের একমাত্র গোলটি বিনীথ ভেঙ্কটেশের ৷

ক্লেইটন সিলভা এবং নয়া রিক্রুট মাদিহ তালালকে একাদশের বাইরে রেখে চার বিদেশি হিসেবে কুয়াদ্রাত এদিন রেখেছিলেন হেক্টর ইয়ুস্তে, হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং নবাগত দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ৷ প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলায় বোঝাপড়ার অভাব স্পষ্ট ৷ লেফট-ব্য়াকে নিশু কুমারের অভাব বোধ হচ্ছিল প্রতিপদে ৷ পরিবর্তে অনভ্যস্ত জায়গায় বেমানান লালচুংনুঙ্গা ৷ তারইমধ্যে ম্যাচ শুরু অল্প সময়ের মধ্যেই একাধিক হলুদ কার্ড দেখে বসেন ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার ৷ পরিবর্তে অনেক বেশি গোছানো বেঙ্গালুরু গোল পায় 25 মিনিটে ৷

এডগার মেন্ডেজের থেকে বল পেয়ে বক্সের মধ্যে কোনাকুনি শটে প্রভসুখন গিলকে পরাস্ত করেন বিনীথ ৷ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেঙ্গালুরু ৷ জিকসন সিংয়ের একটি শট ছাড়া প্রথমার্ধে ইস্টবেঙ্গলের পক্ষে বলার কিছু নেই ৷ তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে অনেকটা উজ্জ্বল লাল-হলুদ ৷ তালাল, আমন সিকে, পিভি বিষ্ণুদের অন্তর্ভুক্তিতে আক্রমণে ঝাঁঝ বাড়ে কলকাতা জায়ান্টদের ৷ একাধিকবার গোলমুখে পৌঁছে গেলেও বল জালে প্রবেশ করাতে ব্যর্থ ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ বল পজেশন, গোল লক্ষ্য করে শট কিংবা কর্নারে এগিয়ে থাকলেও কাজের কাজ করে তিন পয়েন্ট বের করে নিয়ে যায় 'ব্লুজ' ৷

গোদের উপর বিষফোঁড়ার মত 87 মিনিটে জোড়া হলুদ কার্ডে লাল কার্ড দেখে বেরিয়ে যান লালচুংনুঙ্গা ৷ ফলত আগামী ম্য়াচে ফের নতুন পরিকল্পনা করতে হবে কুয়াদ্রাতকে ৷ পাশাপাশি গোল করতে না-পারার বিষয়টিও চিন্তায় রাখবে তাঁকে ৷ সবমিলিয়ে 22 সেপ্টেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচের আগে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ স্প্যানিশ কোচের সামনে ৷

বেঙ্গালুরু, 14 সেপ্টেম্বর: আইএসএলে কখনও জয় দিয়ে শুরু করতে পারেনি ইস্টবেঙ্গল ৷ কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার পর চলতি মরশুমে চিত্রটা বদলাবে বলে মনে করেছিলেন লাল-হলুদ সমর্থকেরা ৷ কিন্তু তাঁদের প্রত্যাশায় সিলমোহর দিতে ব্যর্থ ফুটবলাররা ৷ অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র কাছে হেরে আইএসএল শুরু করল ইস্টবেঙ্গল ৷ কান্তিরাভায় কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা হারল 0-1 গোলে ৷ বেঙ্গালুরুর হয়ে জয়ের একমাত্র গোলটি বিনীথ ভেঙ্কটেশের ৷

ক্লেইটন সিলভা এবং নয়া রিক্রুট মাদিহ তালালকে একাদশের বাইরে রেখে চার বিদেশি হিসেবে কুয়াদ্রাত এদিন রেখেছিলেন হেক্টর ইয়ুস্তে, হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং নবাগত দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ৷ প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলায় বোঝাপড়ার অভাব স্পষ্ট ৷ লেফট-ব্য়াকে নিশু কুমারের অভাব বোধ হচ্ছিল প্রতিপদে ৷ পরিবর্তে অনভ্যস্ত জায়গায় বেমানান লালচুংনুঙ্গা ৷ তারইমধ্যে ম্যাচ শুরু অল্প সময়ের মধ্যেই একাধিক হলুদ কার্ড দেখে বসেন ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার ৷ পরিবর্তে অনেক বেশি গোছানো বেঙ্গালুরু গোল পায় 25 মিনিটে ৷

এডগার মেন্ডেজের থেকে বল পেয়ে বক্সের মধ্যে কোনাকুনি শটে প্রভসুখন গিলকে পরাস্ত করেন বিনীথ ৷ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেঙ্গালুরু ৷ জিকসন সিংয়ের একটি শট ছাড়া প্রথমার্ধে ইস্টবেঙ্গলের পক্ষে বলার কিছু নেই ৷ তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে অনেকটা উজ্জ্বল লাল-হলুদ ৷ তালাল, আমন সিকে, পিভি বিষ্ণুদের অন্তর্ভুক্তিতে আক্রমণে ঝাঁঝ বাড়ে কলকাতা জায়ান্টদের ৷ একাধিকবার গোলমুখে পৌঁছে গেলেও বল জালে প্রবেশ করাতে ব্যর্থ ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ বল পজেশন, গোল লক্ষ্য করে শট কিংবা কর্নারে এগিয়ে থাকলেও কাজের কাজ করে তিন পয়েন্ট বের করে নিয়ে যায় 'ব্লুজ' ৷

গোদের উপর বিষফোঁড়ার মত 87 মিনিটে জোড়া হলুদ কার্ডে লাল কার্ড দেখে বেরিয়ে যান লালচুংনুঙ্গা ৷ ফলত আগামী ম্য়াচে ফের নতুন পরিকল্পনা করতে হবে কুয়াদ্রাতকে ৷ পাশাপাশি গোল করতে না-পারার বিষয়টিও চিন্তায় রাখবে তাঁকে ৷ সবমিলিয়ে 22 সেপ্টেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচের আগে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ স্প্যানিশ কোচের সামনে ৷

Last Updated : Sep 14, 2024, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.