ETV Bharat / sports

আরজি কর কাণ্ডে রং বাঁচিয়ে প্রতিবাদে ময়দানের প্রাক্তনীরা, মিছিলে গুরুবক্স সিং-বুলা চৌধুরী-গৌতম সরকার - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Bengal Sports Fraternity Protest on RG Kar Incident: ডার্বি বাতিলের প্রতিবাদ মঞ্চে হাজির হয়ে সরব হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু । সমাজমাধ্যমে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাসরা । এবার পথে নামলেন ময়দানের প্রাক্তনীরা ৷

Bengal Sports Fraternity
পথে নামলেন ময়দানের প্রাক্তনীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 21, 2024, 5:29 PM IST

Updated : Aug 21, 2024, 6:52 PM IST

কলকাতা, 21 অগস্ট: বাঙালির ফুটবল শুধু খেলা নয়, প্রতিবাদের মঞ্চ ৷ ব্রিটিশবিরোধী শক্তির আস্ফালন এই চামড়ার বলকে ঘিরেই ৷ আরজি করে নৃশংস ধর্ষণ, হত্য়াকাণ্ডে ন্যায় চেয়ে প্রতিবাদে পথে নামল ময়দান ৷ তিন প্রধানের সমর্থকরা রাস্তায় নেমেছিলেন, ম্যাচের মাঝেই প্রতিবাদ জানিয়েছেন মহমেডান ও ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা ৷ এবার পথে নামলেন প্রাক্তনীরা ৷ মিছিলে পা মেলালেন গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, গুরবক্স সিং, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অনীত ঘোষ, দেবজিৎ ঘোষ, রমা দাস শান্তি মল্লিক, সোমা বিশ্বাস, বুলা চৌধুরী-সহ বিভিন্ন খেলার দিকপালরা ৷

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ময়দানের প্রাক্তনীরা (ইটিভি ভারত)

প্রতিবাদের সুর বুধবারের সারাদিন ধরে বেজেছে কলকাতার বুকে ৷ চিকিৎসকদের স্বাস্থ্যভবন এবং সিজিও কমপ্লেক্স অভিযান, বিরোধী দলের শ্যামবাজারে ধর্না, কলেজ স্ট্রিটে প্রতিবাদের মিছিলে কলকাতা যেন সত্যিই মিছিল নগরী ৷ সেই প্রতিবাদের মিছিলে পিছিয়ে থাকল না কলকাতা ময়দানও । গোষ্ট পালের মূর্তির পাদদেশে বাংলার সব খেলার ক্রীড়াবিদদের সিংহভাগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন । সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি । যদিও মিছিলের আয়োজকরা বলছেন, সৌরভের আসার কথা তাঁরাও জানতেন না ।

রবিবার বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷

ডার্বি বাতিলের প্রতিবাদ মঞ্চে হাজির হয়ে সরব হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু । সমাজমাধ্যমে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাসরা । প্রতিবাদীদের তালিকায় যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের সদস্য সেনেন আলভারেজ ৷ এমনকী এআইএফএফ সচিব কল্যাণ চৌবেও যুবভারতীর সামনে প্রতিবাদে সামিল হয়েছেন ৷ এদিনও প্রতিবাদ মিছিলে হাঁটলেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ ৷

কলকাতা, 21 অগস্ট: বাঙালির ফুটবল শুধু খেলা নয়, প্রতিবাদের মঞ্চ ৷ ব্রিটিশবিরোধী শক্তির আস্ফালন এই চামড়ার বলকে ঘিরেই ৷ আরজি করে নৃশংস ধর্ষণ, হত্য়াকাণ্ডে ন্যায় চেয়ে প্রতিবাদে পথে নামল ময়দান ৷ তিন প্রধানের সমর্থকরা রাস্তায় নেমেছিলেন, ম্যাচের মাঝেই প্রতিবাদ জানিয়েছেন মহমেডান ও ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা ৷ এবার পথে নামলেন প্রাক্তনীরা ৷ মিছিলে পা মেলালেন গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, গুরবক্স সিং, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অনীত ঘোষ, দেবজিৎ ঘোষ, রমা দাস শান্তি মল্লিক, সোমা বিশ্বাস, বুলা চৌধুরী-সহ বিভিন্ন খেলার দিকপালরা ৷

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ময়দানের প্রাক্তনীরা (ইটিভি ভারত)

প্রতিবাদের সুর বুধবারের সারাদিন ধরে বেজেছে কলকাতার বুকে ৷ চিকিৎসকদের স্বাস্থ্যভবন এবং সিজিও কমপ্লেক্স অভিযান, বিরোধী দলের শ্যামবাজারে ধর্না, কলেজ স্ট্রিটে প্রতিবাদের মিছিলে কলকাতা যেন সত্যিই মিছিল নগরী ৷ সেই প্রতিবাদের মিছিলে পিছিয়ে থাকল না কলকাতা ময়দানও । গোষ্ট পালের মূর্তির পাদদেশে বাংলার সব খেলার ক্রীড়াবিদদের সিংহভাগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন । সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি । যদিও মিছিলের আয়োজকরা বলছেন, সৌরভের আসার কথা তাঁরাও জানতেন না ।

রবিবার বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷

ডার্বি বাতিলের প্রতিবাদ মঞ্চে হাজির হয়ে সরব হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু । সমাজমাধ্যমে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাসরা । প্রতিবাদীদের তালিকায় যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের সদস্য সেনেন আলভারেজ ৷ এমনকী এআইএফএফ সচিব কল্যাণ চৌবেও যুবভারতীর সামনে প্রতিবাদে সামিল হয়েছেন ৷ এদিনও প্রতিবাদ মিছিলে হাঁটলেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ ৷

Last Updated : Aug 21, 2024, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.