ETV Bharat / sports

ঝুঁকি নিতে ব্যর্থ লক্ষ্মীর দল, কেরল ম্যাচ থেকে বাংলার প্রাপ্তি এক পয়েন্ট - RANJI TROPHY 2024 25

প্রত্যাশামতই নির্বিষ ড্র হল রঞ্জিতে বাংলা-কেরল ম্য়াচ ৷ তবে তিন পয়েন্টের জন্য যে ঝুঁকি নেওয়া প্রয়োজন ছিল, বাংলা তা না-নেওয়ায় উঠছে প্রশ্ন ৷

BENGAL vs KERALA
বাংলা বনাম কেরল ম্যাচ ড্র (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 7:59 PM IST

কলকাতা, 29 অক্টোবর: কথায় আছে সাহসীদের প্রতি নাকি সর্বশক্তিমান বাড়তি সদয় থাকেন সবসময় ৷ কিন্তু বর্তমান বাংলা দলে সেই সাহসী মানসিকতারই অভাব। সাত উইকেটে 267 রান নিয়ে অন্তিমদিন খেলা শুরু করা কেরল মঙ্গলবার ইনিংস ডিক্লেয়ার করে নয় উইকেটে 356 রান তুলে ৷ সলমন নিজার 95 রানে অপরাজিত থাকেন। গতকালের আরেক অপরাজিত ব্যাটার মহম্মদ আজহারউদ্দিন এদিন আউট হন 84 রানে। তাঁর 11টি বাউন্ডারি ও বিশাল জোড়া ছক্কায় সাড়ে তিনশো পার করে দক্ষিণের রাজ্যটি। তবে শতরান থেকে সলমন পাঁচ রান দূরে থাকা অবস্থায় কেরলের ইনিংসের পরিসমাপ্তি বিস্ময়ের।

বাংলার হয়ে ঈশান পোড়েল হাফডজন উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি। কিন্তু তা কাজে এল কই? বৃষ্টি কাঁটায় দেড়দিন নষ্ট হওয়ার পর ম্য়াচে নিষ্ফলা ড্রয়ের নীল নকশা তৈরিই ছিল। তবুও মনে হয়েছিল বাংলা রান তাড়া করে নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফেরাবে। কিন্তু সে পথে হাঁটলই না লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা ৷ মন্দ আলোর কারণে খেলা শেষ হওয়ার আগে 63 ওভার ব্যাট করে তিন উইকেটে 181 রান তোলে বাংলা। অভিষেক ম্যাচে ওপেনার শুভম দে'র 67 রান উল্লেখযোগ্য। আরেক ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটে আবারও অর্ধশতরান ৷ করলেন 57 রান ৷ যা স্বস্তিতে রাখবে কোচ ও অধিনায়ককে ৷

তিন নম্বরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি 31 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার অপরাজিত থাকেন 21 রানে। শুভম রান পেলেও আরেক অভিষেককারী অভিলীন ঘোষ ব্যর্থ। মাত্র চার রানে সাজঘরে ফিরলেন তিনি। নিষ্প্রাণ পিচে রান তাড়া না-করার চেষ্টা নিয়ে অবশ্য লক্ষ্মী জানালেন, পরিস্থিতি অনুযায়ী সাড়ে তিনশো প্লাস রান তাড়া সম্ভব নয়। তিন পয়েন্টের চক্করে এক পয়েন্টও হাতছাড়া হত। পাশাপাশি ঈশানের আগুনে বোলিংয়ের প্রশংসায় তিনি। একইভাবে অভিমন্যু ঈশ্বরণের অনুপস্থিতিতে শুভমের অর্ধশতরানের প্রশংসাও তাঁর মুখে।

পাশাপাশি আম্পায়ারিংয়ের সমালোচনা করে বাংলা কোচ জানান, সিএবিকে কড়া রিপোর্ট দিতে যাচ্ছেন তাঁরা। সবমিলিয়ে বৃষ্টিতে বাংলার রঞ্জি অভিযান টানা দু'টো ম্যাচে বিঘ্নিত। যা পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আপাতত তিন ম্য়াচে পাঁচ পয়েন্ট ঝুলিতে। সামনে কর্ণাটক, মধ্যপ্রদেশ ম্যাচ খেলতে যাবে বাংলা। এরপর জানুয়ারি মাসে ফের ঘরের মাঠে খেলবে বাংলা। তবে সেই ম্যাচ যে কল্যাণীতে হবে, তা জানিয়েই দেওয়া হল বাংলা শিবিরের তরফে। কারণ, নিষ্প্রাণ পিচে খেলে পয়েন্ট নষ্টের খেসারত দিতে নারাজ লক্ষ্মীর দল।

কলকাতা, 29 অক্টোবর: কথায় আছে সাহসীদের প্রতি নাকি সর্বশক্তিমান বাড়তি সদয় থাকেন সবসময় ৷ কিন্তু বর্তমান বাংলা দলে সেই সাহসী মানসিকতারই অভাব। সাত উইকেটে 267 রান নিয়ে অন্তিমদিন খেলা শুরু করা কেরল মঙ্গলবার ইনিংস ডিক্লেয়ার করে নয় উইকেটে 356 রান তুলে ৷ সলমন নিজার 95 রানে অপরাজিত থাকেন। গতকালের আরেক অপরাজিত ব্যাটার মহম্মদ আজহারউদ্দিন এদিন আউট হন 84 রানে। তাঁর 11টি বাউন্ডারি ও বিশাল জোড়া ছক্কায় সাড়ে তিনশো পার করে দক্ষিণের রাজ্যটি। তবে শতরান থেকে সলমন পাঁচ রান দূরে থাকা অবস্থায় কেরলের ইনিংসের পরিসমাপ্তি বিস্ময়ের।

বাংলার হয়ে ঈশান পোড়েল হাফডজন উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি। কিন্তু তা কাজে এল কই? বৃষ্টি কাঁটায় দেড়দিন নষ্ট হওয়ার পর ম্য়াচে নিষ্ফলা ড্রয়ের নীল নকশা তৈরিই ছিল। তবুও মনে হয়েছিল বাংলা রান তাড়া করে নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফেরাবে। কিন্তু সে পথে হাঁটলই না লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা ৷ মন্দ আলোর কারণে খেলা শেষ হওয়ার আগে 63 ওভার ব্যাট করে তিন উইকেটে 181 রান তোলে বাংলা। অভিষেক ম্যাচে ওপেনার শুভম দে'র 67 রান উল্লেখযোগ্য। আরেক ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটে আবারও অর্ধশতরান ৷ করলেন 57 রান ৷ যা স্বস্তিতে রাখবে কোচ ও অধিনায়ককে ৷

তিন নম্বরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি 31 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার অপরাজিত থাকেন 21 রানে। শুভম রান পেলেও আরেক অভিষেককারী অভিলীন ঘোষ ব্যর্থ। মাত্র চার রানে সাজঘরে ফিরলেন তিনি। নিষ্প্রাণ পিচে রান তাড়া না-করার চেষ্টা নিয়ে অবশ্য লক্ষ্মী জানালেন, পরিস্থিতি অনুযায়ী সাড়ে তিনশো প্লাস রান তাড়া সম্ভব নয়। তিন পয়েন্টের চক্করে এক পয়েন্টও হাতছাড়া হত। পাশাপাশি ঈশানের আগুনে বোলিংয়ের প্রশংসায় তিনি। একইভাবে অভিমন্যু ঈশ্বরণের অনুপস্থিতিতে শুভমের অর্ধশতরানের প্রশংসাও তাঁর মুখে।

পাশাপাশি আম্পায়ারিংয়ের সমালোচনা করে বাংলা কোচ জানান, সিএবিকে কড়া রিপোর্ট দিতে যাচ্ছেন তাঁরা। সবমিলিয়ে বৃষ্টিতে বাংলার রঞ্জি অভিযান টানা দু'টো ম্যাচে বিঘ্নিত। যা পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আপাতত তিন ম্য়াচে পাঁচ পয়েন্ট ঝুলিতে। সামনে কর্ণাটক, মধ্যপ্রদেশ ম্যাচ খেলতে যাবে বাংলা। এরপর জানুয়ারি মাসে ফের ঘরের মাঠে খেলবে বাংলা। তবে সেই ম্যাচ যে কল্যাণীতে হবে, তা জানিয়েই দেওয়া হল বাংলা শিবিরের তরফে। কারণ, নিষ্প্রাণ পিচে খেলে পয়েন্ট নষ্টের খেসারত দিতে নারাজ লক্ষ্মীর দল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.