ETV Bharat / sports

কবে মাঠে ফিরছেন শামি-পন্ত, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ - Jay Shah on Shami and Pant

Mohammed Shami and Rishabh Pant: সেপ্টেম্বরে ভারতে আসছে বাংলাদেশ ৷ ওই সিরিজেই মাঠে ফিরতে পারেন শামি ৷ ফিটনেস সমস্যা কাটিয়ে উঠতে পারলে আইপিএলের মঞ্চেই বাইশ গজে প্রত্যাবর্তন হবে পন্তের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 11, 2024, 7:34 PM IST

মুম্বই, 11 মার্চ: সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সিরিজেই মাঠে ফিরবেন মহম্মদ শামি ৷ দলের তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই সভাপতি জয় শাহ ৷ এই মুহূর্তে অ্যাকিলিস টেন্ডন (পায়ের পেছনের দিকের পেশি) ও গোড়ালির চোটে মাঠের বাইরে রয়েছেন বাংলার জোরে বোলার ৷

বিশ্বকাপের প্রথম দিকে একাদশে সুযোগ পাননি ৷ হার্দিক পান্ডিয়া চোটে ছিটকে যাওয়ার পর মাঠে নেমে নিজেকে উজার করে দিয়েছিলেন বাংলার বোলার ৷ অনবদ্য পারফর্ম্যান্সে বিশ্বকাপে একাধিক রেকর্ডও পকেটে পুরেছিলেন শামি ৷ তারপর থেকেই ভুগছেন গোড়ালির চোটে ৷ সদ্য অস্ত্রোপচার হয়েছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ছিলেন না, নামা হবে না আইপিএলেও ৷

সেপ্টেম্বরে দু’টি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচ খেলতে ভারতে আসছে বাংলাদেশ ৷ ওই সিরিজেই মাঠে ফিরতে পারেন শামি ৷ জয় শাহ বলেন, ‘‘অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এসেছে শামি ৷ সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধেই মাঠে নামবে ৷’’ একই সঙ্গে শাহ জানিয়েছেন, রিহ্যাব শুরু করেছেন কেএল রাহুলও ৷ আইপিএলেই মাঠে ফিরবেন কর্ণাটকী ব্যাটার ৷ ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিবের এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা ৷

কবে ফিরছেন পন্ত ?

2022 সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্ত ৷ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা পন্ত পুরোদমে অনুশীলন শুরু করেছেন ৷ ফিটনেস সমস্যা কাটিয়ে উঠতে পারলে আইপিএলের মঞ্চেই বাইশ গজে প্রত্যাবর্তন হবে পন্তের ৷

জয় শাহ বলেন, ‘‘ঋষভ নেটে ব্যাটিং এবং কিপিং, দুই’ই শুরু করেছে ৷ আমরা খুব তাড়াতাড়িই ওকে ফিট ঘোষণা করব ৷ ও টি-20 বিশ্বকাপে খেললে তা আমাদের জন্য অ্যাডভান্টেজ হবে ৷ ও আইপিএলে দস্তানা হাতে উইকেটের পেছনে কেমন খেলছে সেদিকেই আমাদের নজর থাকবে ৷’’

আরও পড়ুন:

  1. রঞ্জি ফাইনালে বোলারদের দাপট উপভোগ করছেন সচিন
  2. বিরাট-রোহিতদের টেস্ট খেলার টাকা বাড়াল বিসিসিআই, দেওয়া হল শর্ত
  3. জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে: সৌরভ

মুম্বই, 11 মার্চ: সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সিরিজেই মাঠে ফিরবেন মহম্মদ শামি ৷ দলের তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই সভাপতি জয় শাহ ৷ এই মুহূর্তে অ্যাকিলিস টেন্ডন (পায়ের পেছনের দিকের পেশি) ও গোড়ালির চোটে মাঠের বাইরে রয়েছেন বাংলার জোরে বোলার ৷

বিশ্বকাপের প্রথম দিকে একাদশে সুযোগ পাননি ৷ হার্দিক পান্ডিয়া চোটে ছিটকে যাওয়ার পর মাঠে নেমে নিজেকে উজার করে দিয়েছিলেন বাংলার বোলার ৷ অনবদ্য পারফর্ম্যান্সে বিশ্বকাপে একাধিক রেকর্ডও পকেটে পুরেছিলেন শামি ৷ তারপর থেকেই ভুগছেন গোড়ালির চোটে ৷ সদ্য অস্ত্রোপচার হয়েছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ছিলেন না, নামা হবে না আইপিএলেও ৷

সেপ্টেম্বরে দু’টি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচ খেলতে ভারতে আসছে বাংলাদেশ ৷ ওই সিরিজেই মাঠে ফিরতে পারেন শামি ৷ জয় শাহ বলেন, ‘‘অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এসেছে শামি ৷ সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধেই মাঠে নামবে ৷’’ একই সঙ্গে শাহ জানিয়েছেন, রিহ্যাব শুরু করেছেন কেএল রাহুলও ৷ আইপিএলেই মাঠে ফিরবেন কর্ণাটকী ব্যাটার ৷ ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিবের এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা ৷

কবে ফিরছেন পন্ত ?

2022 সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্ত ৷ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা পন্ত পুরোদমে অনুশীলন শুরু করেছেন ৷ ফিটনেস সমস্যা কাটিয়ে উঠতে পারলে আইপিএলের মঞ্চেই বাইশ গজে প্রত্যাবর্তন হবে পন্তের ৷

জয় শাহ বলেন, ‘‘ঋষভ নেটে ব্যাটিং এবং কিপিং, দুই’ই শুরু করেছে ৷ আমরা খুব তাড়াতাড়িই ওকে ফিট ঘোষণা করব ৷ ও টি-20 বিশ্বকাপে খেললে তা আমাদের জন্য অ্যাডভান্টেজ হবে ৷ ও আইপিএলে দস্তানা হাতে উইকেটের পেছনে কেমন খেলছে সেদিকেই আমাদের নজর থাকবে ৷’’

আরও পড়ুন:

  1. রঞ্জি ফাইনালে বোলারদের দাপট উপভোগ করছেন সচিন
  2. বিরাট-রোহিতদের টেস্ট খেলার টাকা বাড়াল বিসিসিআই, দেওয়া হল শর্ত
  3. জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে: সৌরভ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.