ETV Bharat / sports

বুমরা-সিরাজদের নয়া ‘স্যর’ ! টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের দায়িত্বে গম্ভীর ‘ঘনিষ্ট’ প্রোটিয়া পেসার - Team India Bowling Coach - TEAM INDIA BOWLING COACH

Morne Morkel Appointed as Team India Bowling Coach: টিম ইন্ডিয়ার নয়া বোলিং কোচের দায়িত্বে এলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা পেসার মর্নি মর্কেল ৷ গৌতম গম্ভীরের সঙ্গে লখনউ সুপার জায়ান্টে কাজ করেছেন তিনি ৷

Team India Bowling Coach
বুমরা-সিরাজদের নয়া ‘স্যর’ ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 4:06 PM IST

Updated : Aug 14, 2024, 4:41 PM IST

মুম্বই, 14 অগস্ট: টিম ইন্ডিয়ার নয়া বোলিং কোচের দায়িত্বভার প্রাক্তন দক্ষিণ আফ্রিকা পেসার মর্নি মর্কেলের উপর সঁপল বিসিসিআই ৷ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় ছিলেন 39 বছর বয়সি মর্কেল ৷ তাঁকেই এবার বুমরা-সিরাজদের চিফ করা হল ৷ 544 আন্তর্জাতিক উইকেটের মালিক 1 সেপ্টেম্বর থেকে দায়ভার গ্রহণ করবেন ৷

গৌতম গম্ভীরের সঙ্গে এর আগে লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন মর্নি ৷ শুধু তাই নয়, 2014 মরশুমে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ ওই দলের সদস্য ছিলেন মর্কেল ৷ দেশের জার্সিতে 86টি টেস্ট, 117টি ওডিআই এবং 44টি টি-20 খেলা পেসারের উপরের ভরসা রাখল বোর্ড ৷

প্রসঙ্গত, গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর, নিজের পছন্দের কোচিং প্যানেল তৈরি করতে চাইছেন ৷ সেইমতো, বিসিসিআই'কে নিজের পছন্দের তালিকাও দিয়েছিলেন তিনি ৷ যে তালিকায় ছিল মর্নি মর্কেলের নাম ৷ লখনউ সুপার জায়ান্টসে তাঁর কোচিং দলের সদস্য মর্নি মর্কেলকে ভারতের বোলিং কোচ হিসেবে চেয়েছিলেন গৌতম গম্ভীর ৷

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভারতকে বিশ্বজয়ের স্বাদ দিয়েছিলেন এক প্রোটিয়াই ৷ সেই গ্যারি কার্স্টেনের পর বিদেশি কোচ হিসেবে ডানকান ফ্লেচারকে আনা হয়েছিল ৷ কিন্তু, তিনি সফল হননি ৷ গ্রেগ চ্যাপেল 'পর্ব'ও ভারতীয় ক্রিকেটে ভালো বিজ্ঞাপন ছিল না ৷ ফলে বিদেশি কোচ আনায় আপত্তি ছিল বোর্ডের ৷ লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার এবং জাহির খানের নাম বোলিং কোচ হিসেবে প্রস্তাব করা হয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের নামেই সিলমোহর দিল বিসিসিআই ৷

মুম্বই, 14 অগস্ট: টিম ইন্ডিয়ার নয়া বোলিং কোচের দায়িত্বভার প্রাক্তন দক্ষিণ আফ্রিকা পেসার মর্নি মর্কেলের উপর সঁপল বিসিসিআই ৷ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় ছিলেন 39 বছর বয়সি মর্কেল ৷ তাঁকেই এবার বুমরা-সিরাজদের চিফ করা হল ৷ 544 আন্তর্জাতিক উইকেটের মালিক 1 সেপ্টেম্বর থেকে দায়ভার গ্রহণ করবেন ৷

গৌতম গম্ভীরের সঙ্গে এর আগে লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন মর্নি ৷ শুধু তাই নয়, 2014 মরশুমে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ ওই দলের সদস্য ছিলেন মর্কেল ৷ দেশের জার্সিতে 86টি টেস্ট, 117টি ওডিআই এবং 44টি টি-20 খেলা পেসারের উপরের ভরসা রাখল বোর্ড ৷

প্রসঙ্গত, গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর, নিজের পছন্দের কোচিং প্যানেল তৈরি করতে চাইছেন ৷ সেইমতো, বিসিসিআই'কে নিজের পছন্দের তালিকাও দিয়েছিলেন তিনি ৷ যে তালিকায় ছিল মর্নি মর্কেলের নাম ৷ লখনউ সুপার জায়ান্টসে তাঁর কোচিং দলের সদস্য মর্নি মর্কেলকে ভারতের বোলিং কোচ হিসেবে চেয়েছিলেন গৌতম গম্ভীর ৷

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভারতকে বিশ্বজয়ের স্বাদ দিয়েছিলেন এক প্রোটিয়াই ৷ সেই গ্যারি কার্স্টেনের পর বিদেশি কোচ হিসেবে ডানকান ফ্লেচারকে আনা হয়েছিল ৷ কিন্তু, তিনি সফল হননি ৷ গ্রেগ চ্যাপেল 'পর্ব'ও ভারতীয় ক্রিকেটে ভালো বিজ্ঞাপন ছিল না ৷ ফলে বিদেশি কোচ আনায় আপত্তি ছিল বোর্ডের ৷ লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার এবং জাহির খানের নাম বোলিং কোচ হিসেবে প্রস্তাব করা হয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের নামেই সিলমোহর দিল বিসিসিআই ৷

Last Updated : Aug 14, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.