ETV Bharat / sports

29শে বোর্ডের বার্ষিক সভা, আলোচনা হবে না নয়া সচিব ইস্যুতে - BCCI ANNUAL GENERAL MEETING - BCCI ANNUAL GENERAL MEETING

BCCI AGM DATE ANNOUNCED: জয় শাহের পরবর্তী বিসিসিআই সচিব কে হতে চলেছেন? চলতি মাসের 29 তারিখ বোর্ডের বার্ষিক সভায় তা নির্ধারণ হবে না কোনওভাবেই ৷ সচিব ঠিক করতে বসবে বিশেষ বৈঠক ৷ এমনটাই খবর সূত্রের ৷

BCCI OFFICE
বিসিসিআই হেডকোয়ার্টার (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 4:47 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট বোর্ডের 93তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 29 সেপ্টেম্বর ৷ বৃহস্পতিবার সকালে বোর্ডের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বার্ষিক সাধারণ সভার দিন ঘোষিত হয় ৷ যদিও বিদায়ী সচিব জয় শাহের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া সচিব কে হচ্ছেন, সে বিষয়ে 29শে'র বার্ষিক সভায় কোনও আলোচনা হবে না বলেই জানানো হয়েছে ৷ বৈঠক অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে ৷

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআই'য়ের বিদায়ী সচিব জয় শাহ ৷ আগামী 1 ডিসেম্বর থেকে কার্যভার গ্রহণ করবেন তিনি ৷ কিন্তু জয় শাহ পরবর্তী বোর্ডের সচিব কে হবেন, তা নিয়ে চর্চা চলছে ৷ ইটিভি ভারতের তরফে আগেই জানানো হয়েছিল আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গেই ঘোরাফেরা করছে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির নাম ৷ যিনি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র ৷

মনে করা হয়েছিল বোর্ডের আসন্ন বার্ষিক সভায় চূড়ান্ত হয়ে যাবে জয় শাহের উত্তরসূরির নাম ৷ কিন্তু সেটা হচ্ছে না ৷ সূত্রের খবর, নয়া সচিব বাছতে বোর্ডের তরফে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে আলাদাভাবে ৷ তাহলে 29 সেপ্টেম্বরের সভায় কোন কোন বিষয়ে আলোচনা হবে, জানা গিয়েছে সে বিষয়েও ৷

আইপিএল গভর্নিং কাউন্সিলের জেনারেল বডি'র দুই প্রতিনিধি নির্বাচন এবং তাঁদের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হবে ওইদিনের সভায় ৷ বোর্ডের অম্বুডসম্যান এবং এথিক্স অফিসার নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বার্ষিক সাধারণ সভায় আলোচিত হবে ৷ এছাড়া ক্রিকেট কমিটি, স্ট্য়ান্ডিং কমিটি এবং আম্পায়ার কমিটিতে নিয়োগের বিষয়টিও হবে এজিএমের অন্যতম আলোচনার বিষয় ৷

মুম্বই, 5 সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট বোর্ডের 93তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 29 সেপ্টেম্বর ৷ বৃহস্পতিবার সকালে বোর্ডের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বার্ষিক সাধারণ সভার দিন ঘোষিত হয় ৷ যদিও বিদায়ী সচিব জয় শাহের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া সচিব কে হচ্ছেন, সে বিষয়ে 29শে'র বার্ষিক সভায় কোনও আলোচনা হবে না বলেই জানানো হয়েছে ৷ বৈঠক অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে ৷

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআই'য়ের বিদায়ী সচিব জয় শাহ ৷ আগামী 1 ডিসেম্বর থেকে কার্যভার গ্রহণ করবেন তিনি ৷ কিন্তু জয় শাহ পরবর্তী বোর্ডের সচিব কে হবেন, তা নিয়ে চর্চা চলছে ৷ ইটিভি ভারতের তরফে আগেই জানানো হয়েছিল আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গেই ঘোরাফেরা করছে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির নাম ৷ যিনি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র ৷

মনে করা হয়েছিল বোর্ডের আসন্ন বার্ষিক সভায় চূড়ান্ত হয়ে যাবে জয় শাহের উত্তরসূরির নাম ৷ কিন্তু সেটা হচ্ছে না ৷ সূত্রের খবর, নয়া সচিব বাছতে বোর্ডের তরফে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে আলাদাভাবে ৷ তাহলে 29 সেপ্টেম্বরের সভায় কোন কোন বিষয়ে আলোচনা হবে, জানা গিয়েছে সে বিষয়েও ৷

আইপিএল গভর্নিং কাউন্সিলের জেনারেল বডি'র দুই প্রতিনিধি নির্বাচন এবং তাঁদের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হবে ওইদিনের সভায় ৷ বোর্ডের অম্বুডসম্যান এবং এথিক্স অফিসার নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বার্ষিক সাধারণ সভায় আলোচিত হবে ৷ এছাড়া ক্রিকেট কমিটি, স্ট্য়ান্ডিং কমিটি এবং আম্পায়ার কমিটিতে নিয়োগের বিষয়টিও হবে এজিএমের অন্যতম আলোচনার বিষয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.