ETV Bharat / sports

বিশ্বজয়ী ভারতীয় দলকে 125 কোটি আর্থিক পুরস্কার বোর্ডের - BCCI ANNOUNCES PRIZE MONEY - BCCI ANNOUNCES PRIZE MONEY

BCCI GIFTS 125 CRORES TO TEAM INDIA: বিশ্বকাপ জয়ের পরদিন ভারতীয় দলের জন্য বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘোষণা করল বিসিসিআই ৷ ইতিমধ্যেই আইসিসি'র তরফে প্রায় 21 কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে ভারতীয় দল ৷ এবার বোর্ডের তরফে তারা পাবে 125 কোটি ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 8:47 PM IST

Updated : Jun 30, 2024, 9:33 PM IST

মুম্বই, 30 জুন: আইসিসি'র 21 কোটি (2.45 মিলিয়ন ডলার) তো ছিলই, টি-20 বিশ্বজয়ের জন্য ভারতীয় দলের জন্য এবার বিশাল অঙ্কের পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই ৷ রোহিত শর্মা নেতৃত্বাধীন 'মেন ইন ব্লু'র জন্য 125 কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ ৷

বিশ্বকাপ জয়ের পরদিন সোশাল মিডিয়ায় আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে জয় শাহ লেখেন, "2024 টি-20 বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের জন্য 125 কোটি টাকা পুরস্কার মূল্য আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ৷ টুর্নামেন্টজুড়ে এই দলটা ব্যতিক্রমী প্রতিভা, একাগ্রতা এবং স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েছে ৷ অসামান্য এই কৃতিত্বের জন্য দলের সকল ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন ৷"

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি'র ঘোষণা অনুযায়ী শনিবার ট্রফি জিতে 2.45 মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পেয়েছে 'মেন ইন বল্ু' ৷ ভারতীয় মুদ্রায় যা 20.42 কোটি টাকা ৷ রানার্স-আপ হয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে 1.28 মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা 10.67 কোটি টাকা ৷ কিন্তু আইসিসি'কে বহুগুণে ছাপিয়ে রোহিত-সূর্যদের জন্য 125 কোটির পুরস্কার মূল্য ঘোষণা করে তাক লাগিয়ে দিল বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড ৷

শনিবার রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জিতে আইসিসি ইভেন্টে 11 বছরের ট্রফিখরা কাটিয়েছে ভারত ৷ কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 2007 সালের পর সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বসেরা হয়েছে ভারতীয় দল ৷ আইসিসি ট্রফি বলতে এর আগে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল ৷ যদিও গতকাল জয়ের পর টি-20 ক্রিকেটকে একে একে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের তিন সিনিয়র তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ৷

মুম্বই, 30 জুন: আইসিসি'র 21 কোটি (2.45 মিলিয়ন ডলার) তো ছিলই, টি-20 বিশ্বজয়ের জন্য ভারতীয় দলের জন্য এবার বিশাল অঙ্কের পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই ৷ রোহিত শর্মা নেতৃত্বাধীন 'মেন ইন ব্লু'র জন্য 125 কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ ৷

বিশ্বকাপ জয়ের পরদিন সোশাল মিডিয়ায় আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে জয় শাহ লেখেন, "2024 টি-20 বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের জন্য 125 কোটি টাকা পুরস্কার মূল্য আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ৷ টুর্নামেন্টজুড়ে এই দলটা ব্যতিক্রমী প্রতিভা, একাগ্রতা এবং স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েছে ৷ অসামান্য এই কৃতিত্বের জন্য দলের সকল ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন ৷"

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি'র ঘোষণা অনুযায়ী শনিবার ট্রফি জিতে 2.45 মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পেয়েছে 'মেন ইন বল্ু' ৷ ভারতীয় মুদ্রায় যা 20.42 কোটি টাকা ৷ রানার্স-আপ হয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে 1.28 মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা 10.67 কোটি টাকা ৷ কিন্তু আইসিসি'কে বহুগুণে ছাপিয়ে রোহিত-সূর্যদের জন্য 125 কোটির পুরস্কার মূল্য ঘোষণা করে তাক লাগিয়ে দিল বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড ৷

শনিবার রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জিতে আইসিসি ইভেন্টে 11 বছরের ট্রফিখরা কাটিয়েছে ভারত ৷ কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 2007 সালের পর সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বসেরা হয়েছে ভারতীয় দল ৷ আইসিসি ট্রফি বলতে এর আগে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল ৷ যদিও গতকাল জয়ের পর টি-20 ক্রিকেটকে একে একে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের তিন সিনিয়র তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ৷

Last Updated : Jun 30, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.