ETV Bharat / sports

বাবরদের দুরমুশ করে ইতিহাসে বাংলাদেশ, নিজেদের দেশে হোয়াইট-ওয়াশ পাকিস্তান - PAK vs BAN 2nd TEST

BANGLADESH SCRIPTS HISTORY: রাওয়ালপিন্ডিতে গত ম্যাচে জয় ছিল লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জেতা বাংলাদেশের প্রথম টেস্ট ৷ দ্বিতীয় টেস্টেও জয় ছিনিয়ে নিয়ে এবার পাকিস্তানের মাটিতে তাঁদের ক্লিন-স্যুইপ করল বাংলাদেশ ৷ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতল 6 উইকেটে ৷

BANGLADESH SCRIPTS HISTORY
পাকিস্তানে সিরিজ জয় বাংলাদেশের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 5:34 PM IST

রাওয়ালপিন্ডি, 3 সেপ্টেম্বর: প্রথম ম্য়াচ জিতেই নজির গড়ে ফেলেছিল নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং ৷ সেই জয় যে ফ্লুক ছিল না, রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার দ্বিতীয় টেস্ট জিতে তা প্রমাণ করল বাংলাদেশ ৷ 6 উইকেটে বাবরদের হারিয়ে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ ৷ এশিয়ার প্রথম প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল তারা ৷ একইসঙ্গে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দেশ হিসেবে পাকিস্তানকে লাল বলের ক্রিকেটে হারাল বাংলাদেশ ৷

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট ম্য়াচ এবং একইসঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল 185 রান ৷ চতুর্থদিন বিনা উইকেটে 42 রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশে ৷ চার উইকেট হারিয়েই এদিন প্রয়োজনীয় রান তুলে নেয় সফরকারী দল ৷ এদিন উইনিং শট শাকিব আল হাসানের ব্যাট থেকে এলেও দ্বিতীয় টেস্টে টাইগার্সের জয়ের নায়ক লিটন দাস ৷ প্রথম ইনিংসে তাঁর 138 রানে ভর করেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৷

প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রানের জবাবে একসময় 26 রানে 6 উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ ৷ সেখান থেকে সপ্তম উইকেটে মেহিদি মিরাজের সঙ্গে লিটনের 165 রানের জুটিই ম্যাচে ফেরায় শান্ত অ্যান্ড কোং'কে ৷ লিটনের শতরানের পাশাপাশি 78 রান আসে মিরাজের ব্যাটে ৷ যদিও প্রথম ইনিংসে 12 রানে এগিয়েছিল পাকিস্তান ৷ কিন্তু দ্বিতীয় ইনিংস বাংলাদেশ বোলারদের দাপটে দু'শোর মধ্যেই গুটিয়ে যায় হোম টিম ৷

জোরে বোলার হাসান মাহমুদের 5 উইকেট এবং নাহিদ রানার 4 উইকেটে দ্বিতীয় উইকেটে 172 রানে গুটিয়ে যায় শান মাসুদের দল ৷ বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 185 রান ৷ 4 উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ ৷ সেইসঙ্গে নিশ্চিত হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় ৷ দ্বিতীয় ইনিংসে সর্বাধিক 40 রান করেন ওপেনার জাকির হাসান ৷ 38 রান আসে অধিনায়ক শান্তর ব্য়াটে ৷

রাওয়ালপিন্ডি, 3 সেপ্টেম্বর: প্রথম ম্য়াচ জিতেই নজির গড়ে ফেলেছিল নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং ৷ সেই জয় যে ফ্লুক ছিল না, রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার দ্বিতীয় টেস্ট জিতে তা প্রমাণ করল বাংলাদেশ ৷ 6 উইকেটে বাবরদের হারিয়ে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ ৷ এশিয়ার প্রথম প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল তারা ৷ একইসঙ্গে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দেশ হিসেবে পাকিস্তানকে লাল বলের ক্রিকেটে হারাল বাংলাদেশ ৷

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট ম্য়াচ এবং একইসঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল 185 রান ৷ চতুর্থদিন বিনা উইকেটে 42 রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশে ৷ চার উইকেট হারিয়েই এদিন প্রয়োজনীয় রান তুলে নেয় সফরকারী দল ৷ এদিন উইনিং শট শাকিব আল হাসানের ব্যাট থেকে এলেও দ্বিতীয় টেস্টে টাইগার্সের জয়ের নায়ক লিটন দাস ৷ প্রথম ইনিংসে তাঁর 138 রানে ভর করেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৷

প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রানের জবাবে একসময় 26 রানে 6 উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ ৷ সেখান থেকে সপ্তম উইকেটে মেহিদি মিরাজের সঙ্গে লিটনের 165 রানের জুটিই ম্যাচে ফেরায় শান্ত অ্যান্ড কোং'কে ৷ লিটনের শতরানের পাশাপাশি 78 রান আসে মিরাজের ব্যাটে ৷ যদিও প্রথম ইনিংসে 12 রানে এগিয়েছিল পাকিস্তান ৷ কিন্তু দ্বিতীয় ইনিংস বাংলাদেশ বোলারদের দাপটে দু'শোর মধ্যেই গুটিয়ে যায় হোম টিম ৷

জোরে বোলার হাসান মাহমুদের 5 উইকেট এবং নাহিদ রানার 4 উইকেটে দ্বিতীয় উইকেটে 172 রানে গুটিয়ে যায় শান মাসুদের দল ৷ বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 185 রান ৷ 4 উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ ৷ সেইসঙ্গে নিশ্চিত হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় ৷ দ্বিতীয় ইনিংসে সর্বাধিক 40 রান করেন ওপেনার জাকির হাসান ৷ 38 রান আসে অধিনায়ক শান্তর ব্য়াটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.