ETV Bharat / sports

মেহিদি-শাকিবের ঘূর্ণিতে পাক 'বধ', রাওয়ালপিন্ডিতে ইতিহাস বাংলাদেশের - PAK vs BAN 1st TEST

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 4:25 PM IST

BANGLADESH REGISTERED HISTORIC TEST VICTORY: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ ৷ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চমদিন ভেল্কি দেখালেন বাংলাদেশ স্পিনাররা ৷ সৌজন্যে 10 উইকেটে প্রথম টেস্ট জিতে নিল নাজমুল শান্ত'র দল ৷

BANGLADESH WIN
বাংলাদেশ ক্রিকেটারদের উচ্ছ্বাস (AP Photo)

রাওয়ালপিন্ডি, 25 অগস্ট: রাওয়ালপিন্ডির বাইশ গজে পঞ্চমদিন ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিতে ফেঁসে গেলেন পাক ব্যাটাররা ৷ মেহিদি হাসান মিরাজ এবং শাকিব আল হাসানের স্পিনের জাদুতে প্রথম টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ৷ লাল বলের ক্রিকেটে প্রথমবার পাক 'বধ' করে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় তুলে নিল টাইগাররা ৷ প্রথম টেস্টে বাংলাদেশ জিতল 10 উইকেটে ৷

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম চারদিন যদি ব্য়াটারদের হয়ে থাকে, পঞ্চমদিন অবশ্যই বাংলাদেশ স্পিনারদের ৷ প্রথম ইনিংসে পাকিস্তানের 448/6 (ডিক্লেয়ার) রানের জবাবে চতুর্থদিন অর্থাৎ, শনিবার বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 565 রানে ৷ সৌজন্যে মুশফিকুর রহিমের 191 রানের দুরন্ত শতরান ৷ 117 রানে পিছিয়ে থেকে অন্তিমদিন পাকিস্তান চতুর্থদিনের খেলা শেষ করে এক উইকেটে 23 রান তুলে ৷ ম্যাচ যখন নিশ্চিত ড্র'য়ের দিকে এগোচ্ছে তখনই ম্য়াচের শেষদিন জ্বলে উঠলেন বাংলাদেশ স্পিনাররা ৷

মেহিদির 4 এবং শাকিবের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র 146 রানে ৷ আয়োজকদের হয়ে সর্বাধিক 51 রান করেন স্টাম্পার-ব্য়াটার মহম্মদ রিজওয়ান ৷ কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে এদিন ফিকে পাকিস্তানের অন্য়ান্য ব্য়াটাররা ৷ স্পিনারদের দুরন্ত পারফরম্য়ান্সে রাওয়ালপিন্ডিতে জয় তুলে নিতে বাংলাদেশের সামনে লক্ষ্য়মাত্রা দাঁড়ায় মাত্র 30 রান ৷

কোনও উইকেট না-হারিয়ে সহজেই সেই লক্ষ্যমাত্রায় দলকে পৌঁছে দেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং শাদমান ইসলাম ৷ প্রথম দেশ হিসেবে পাকিস্তানকে তাঁদের ঘরের মাটিতে 10 উইকেটে হারানোর নজিরও এদিন গড়ল নাজমুল হোসেন শান্ত'র বাংলাদেশ ৷ সেইসঙ্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকা বাদে টেস্ট খেলিয়ে সবক'টি দেশের বিরুদ্ধে জয় পেয়ে গেল তারা ৷

রাওয়ালপিন্ডি, 25 অগস্ট: রাওয়ালপিন্ডির বাইশ গজে পঞ্চমদিন ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিতে ফেঁসে গেলেন পাক ব্যাটাররা ৷ মেহিদি হাসান মিরাজ এবং শাকিব আল হাসানের স্পিনের জাদুতে প্রথম টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ৷ লাল বলের ক্রিকেটে প্রথমবার পাক 'বধ' করে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় তুলে নিল টাইগাররা ৷ প্রথম টেস্টে বাংলাদেশ জিতল 10 উইকেটে ৷

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম চারদিন যদি ব্য়াটারদের হয়ে থাকে, পঞ্চমদিন অবশ্যই বাংলাদেশ স্পিনারদের ৷ প্রথম ইনিংসে পাকিস্তানের 448/6 (ডিক্লেয়ার) রানের জবাবে চতুর্থদিন অর্থাৎ, শনিবার বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 565 রানে ৷ সৌজন্যে মুশফিকুর রহিমের 191 রানের দুরন্ত শতরান ৷ 117 রানে পিছিয়ে থেকে অন্তিমদিন পাকিস্তান চতুর্থদিনের খেলা শেষ করে এক উইকেটে 23 রান তুলে ৷ ম্যাচ যখন নিশ্চিত ড্র'য়ের দিকে এগোচ্ছে তখনই ম্য়াচের শেষদিন জ্বলে উঠলেন বাংলাদেশ স্পিনাররা ৷

মেহিদির 4 এবং শাকিবের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র 146 রানে ৷ আয়োজকদের হয়ে সর্বাধিক 51 রান করেন স্টাম্পার-ব্য়াটার মহম্মদ রিজওয়ান ৷ কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে এদিন ফিকে পাকিস্তানের অন্য়ান্য ব্য়াটাররা ৷ স্পিনারদের দুরন্ত পারফরম্য়ান্সে রাওয়ালপিন্ডিতে জয় তুলে নিতে বাংলাদেশের সামনে লক্ষ্য়মাত্রা দাঁড়ায় মাত্র 30 রান ৷

কোনও উইকেট না-হারিয়ে সহজেই সেই লক্ষ্যমাত্রায় দলকে পৌঁছে দেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং শাদমান ইসলাম ৷ প্রথম দেশ হিসেবে পাকিস্তানকে তাঁদের ঘরের মাটিতে 10 উইকেটে হারানোর নজিরও এদিন গড়ল নাজমুল হোসেন শান্ত'র বাংলাদেশ ৷ সেইসঙ্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকা বাদে টেস্ট খেলিয়ে সবক'টি দেশের বিরুদ্ধে জয় পেয়ে গেল তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.