ETV Bharat / sports

অনুশীলনে আহত মুস্তাফিজুর, রক্তাক্ত অবস্থায় ভরতি হাসপাতালে - BPL

Bangladesh Pacer Mustafizur Rahman Hospitalised: অনুশীলনে মাথায় চোট পেলেন বাংলাদেশের তারকা মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমান ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By PTI

Published : Feb 18, 2024, 6:45 PM IST

ঢাকা, 18 ফেব্রুয়ারি: রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় গুরুতর আঘাত পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ৷ অনুশীলনে তাঁর মাথায় বল লেগেছে ৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ সেখানে তাঁর স্ক্যান করানো হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ মুস্তাফিজুরের সিটি স্ক্যান করানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই বোঝা যাবে বড় কোনও চোট লেগেছে কিনা ৷

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিনি ৷ এদিন সকালে জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে অনুশীলন করছিলেন ৷ তিনি বল করার পর, নিজের বোলিং মার্কে ফিরছিলেন ৷ সেই সময় আচমকা বল এসে তাঁর মাথায় লাগে ৷ তৎক্ষণা মাথা ধরে বসে পড়েন ৷ মাথায় বলের আঘাত লেগেছে দেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ছুটে যান ৷ দেখা যায় মাথা ফেটে রক্ত বেরোচ্ছে ৷ দ্রুত প্রাথমিক চিকিৎসার পর, বাংলাদেশ মিডিয়াম পেসারকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয় ৷ তাঁর মাথা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল ৷

হাসপাতালে পৌঁছে দ্রুত তাঁর রক্ত বেরনো বন্ধ করেন চিকিৎসকরা ৷ এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ জানা গিয়েছে, নেটে সেই সময় কুমিল্লার বিদেশি ক্রিকেটার ম্যাথু ফোর্ড নেটে ব্যাট করছিলেন ৷ তাঁর মারা শট মুস্তাফিজুরের মাথায় লাগে ৷ স্ক্যান রিপোর্ট এলেই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ৷ তবে, রক্তক্ষরণ বন্ধ হয়ে গিয়েছে বলে আপাতত বিপদের আশঙ্কা নেই ৷ তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন ৷

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 9 ম্যাচ খেলে ফেলেছে ৷ যার মধ্যে 7 ম্যাচে জয় পেয়েছে ৷ আর এক ম্যাচ জিততে পারলে নকআউটে কোয়ালিফাই করে যাবেন লিটন দাসরা ৷ উল্লেখ্য, সৌদি আরবের টি-20 লিগ খেলে দুই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন কুমিল্লা ভিক্টোরিান্স দলে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত
  2. মুকেশের 10 উইকেট, জয়ের গন্ধ মেখে বিদায়বেলায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়লেন মনোজ
  3. প্রয়াত প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার মাইক প্রোক্টর

ঢাকা, 18 ফেব্রুয়ারি: রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় গুরুতর আঘাত পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ৷ অনুশীলনে তাঁর মাথায় বল লেগেছে ৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ সেখানে তাঁর স্ক্যান করানো হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ মুস্তাফিজুরের সিটি স্ক্যান করানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই বোঝা যাবে বড় কোনও চোট লেগেছে কিনা ৷

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিনি ৷ এদিন সকালে জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে অনুশীলন করছিলেন ৷ তিনি বল করার পর, নিজের বোলিং মার্কে ফিরছিলেন ৷ সেই সময় আচমকা বল এসে তাঁর মাথায় লাগে ৷ তৎক্ষণা মাথা ধরে বসে পড়েন ৷ মাথায় বলের আঘাত লেগেছে দেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ছুটে যান ৷ দেখা যায় মাথা ফেটে রক্ত বেরোচ্ছে ৷ দ্রুত প্রাথমিক চিকিৎসার পর, বাংলাদেশ মিডিয়াম পেসারকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয় ৷ তাঁর মাথা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল ৷

হাসপাতালে পৌঁছে দ্রুত তাঁর রক্ত বেরনো বন্ধ করেন চিকিৎসকরা ৷ এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ জানা গিয়েছে, নেটে সেই সময় কুমিল্লার বিদেশি ক্রিকেটার ম্যাথু ফোর্ড নেটে ব্যাট করছিলেন ৷ তাঁর মারা শট মুস্তাফিজুরের মাথায় লাগে ৷ স্ক্যান রিপোর্ট এলেই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ৷ তবে, রক্তক্ষরণ বন্ধ হয়ে গিয়েছে বলে আপাতত বিপদের আশঙ্কা নেই ৷ তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন ৷

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 9 ম্যাচ খেলে ফেলেছে ৷ যার মধ্যে 7 ম্যাচে জয় পেয়েছে ৷ আর এক ম্যাচ জিততে পারলে নকআউটে কোয়ালিফাই করে যাবেন লিটন দাসরা ৷ উল্লেখ্য, সৌদি আরবের টি-20 লিগ খেলে দুই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন কুমিল্লা ভিক্টোরিান্স দলে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত
  2. মুকেশের 10 উইকেট, জয়ের গন্ধ মেখে বিদায়বেলায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়লেন মনোজ
  3. প্রয়াত প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার মাইক প্রোক্টর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.