ETV Bharat / sports

'বঞ্চিত হলাম', দেশের অনুরাগীদের সামনে বিশ্বকাপ খেলতে না-পেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক - WOMENS T20 WORLD CUP - WOMENS T20 WORLD CUP

NIGAR SULTANA DISAPPOINTED: বাংলাদেশ থেকে মেয়েদের টি-20 বিশ্বকাপ সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীত ৷ ঘটনায় হতাশ বাংলাদেশ অধিনায়িকা নিগার সুলতানা ৷ যদিও বোর্ডের নয়া সভাপতি নির্বাচনে খুশি তিনি ৷

NIGAR SULTANA
নিগার সুলতানা (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 4:02 PM IST

ঢাকা, 24 অগস্ট: রাজনৈতিক অস্থিরতার জেরে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে বেশ কিছু অংশগ্রহণকারী দেশের ৷ এমন আবহে সেদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপের ভেন্যু বদল করেছে আইসিসি ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ বাংলাদেশ অধিনায়িকা নিগার সুলতানা ৷

জল্পনা সত্যি করে গত 20 অগস্ট বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে মেয়েদের সংক্ষিপ্ত ফর্ম্য়াটের বিশ্বকাপ আয়োজনের ঘোষণা করেছে আইসিসি ৷ আর তারপর থেকেই মনমরা সুলতানা ৷ জানালেন, ঘরের মাঠে নিজেদের অনুরাগীদের সামনে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলাম ৷

সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ৷ আর সেই সংরক্ষণের জেরে সেদেশে সরকার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন ৷ এসবের জেরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে বিশ্বকাপ আয়োজন নিয়ে দোলাচলে ছিল আইসিসি ৷ শেষমেশ সবদিক বিবেচনা করে তারা ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে ৷

আইসিসি'র এই সিদ্ধান্ত নিয়ে স্টাম্পার-ব্যাটার সুলতানা জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, "আমি একা নই, দলের সকলেই দেশের অনুরাগীদের সামনে বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিল ৷ আমাদের পরিবারের সদস্যরাও অপেক্ষায় ছিলেন ৷ সকলেই প্রস্ততি নিচ্ছিল ৷ ক্রিকেটার হিসাবে মনে হয় দেশের অনুরাগীদের সামনে বিশ্বকাপ খেলতে পারার যে গর্ব, সেটা হাতছাড়া হল ৷"

যদিও নাজমুল হাসান পাপনকে সরিয়ে ফারুখ আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় খুশি সুলতানা ৷ অধিনায়িকা জানান, প্রাক্তন ক্রিকেটার হওয়ায় তিনি নিশ্চয় আমাদের চাহিদা বুঝবেন বলে মনে হয় ৷ উল্লেখ্য, 3 অক্টোবর থেকে 20 অক্টোবর আমিরশাহীতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ ৷ (IANS Input)

ঢাকা, 24 অগস্ট: রাজনৈতিক অস্থিরতার জেরে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে বেশ কিছু অংশগ্রহণকারী দেশের ৷ এমন আবহে সেদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপের ভেন্যু বদল করেছে আইসিসি ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ বাংলাদেশ অধিনায়িকা নিগার সুলতানা ৷

জল্পনা সত্যি করে গত 20 অগস্ট বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে মেয়েদের সংক্ষিপ্ত ফর্ম্য়াটের বিশ্বকাপ আয়োজনের ঘোষণা করেছে আইসিসি ৷ আর তারপর থেকেই মনমরা সুলতানা ৷ জানালেন, ঘরের মাঠে নিজেদের অনুরাগীদের সামনে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলাম ৷

সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ৷ আর সেই সংরক্ষণের জেরে সেদেশে সরকার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন ৷ এসবের জেরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে বিশ্বকাপ আয়োজন নিয়ে দোলাচলে ছিল আইসিসি ৷ শেষমেশ সবদিক বিবেচনা করে তারা ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে ৷

আইসিসি'র এই সিদ্ধান্ত নিয়ে স্টাম্পার-ব্যাটার সুলতানা জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, "আমি একা নই, দলের সকলেই দেশের অনুরাগীদের সামনে বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিল ৷ আমাদের পরিবারের সদস্যরাও অপেক্ষায় ছিলেন ৷ সকলেই প্রস্ততি নিচ্ছিল ৷ ক্রিকেটার হিসাবে মনে হয় দেশের অনুরাগীদের সামনে বিশ্বকাপ খেলতে পারার যে গর্ব, সেটা হাতছাড়া হল ৷"

যদিও নাজমুল হাসান পাপনকে সরিয়ে ফারুখ আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় খুশি সুলতানা ৷ অধিনায়িকা জানান, প্রাক্তন ক্রিকেটার হওয়ায় তিনি নিশ্চয় আমাদের চাহিদা বুঝবেন বলে মনে হয় ৷ উল্লেখ্য, 3 অক্টোবর থেকে 20 অক্টোবর আমিরশাহীতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ ৷ (IANS Input)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.