দুবাই, 8 ডিসেম্বর: ব্যর্থ বৈভব সূর্যবংশী ৷ আইপিএলে 13 বছর বয়সে কোটিপতি হয়ে সাড়া জাগানো ব্যাটার করলেন মাত্র 9 রান ৷ এসিসি অনুর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে পর্যদুস্ত ভারত ৷ পড়শি দেশের দেওয়া ‘মাত্র’ 199 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ‘মেন ইন ব্লু’র ছোটরা গুটিয়ে গেল 139 রানে ৷
প্রথমে ব্যাট করতে নেমে 198 রানে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ৷ তারকা ব্যাটিং লাইন-আপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল পকেটে পোরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত ৷ মেগা ম্যাচে নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে ৷ আইপিএলে 13 বছরের ব্যাটারকে রাজস্থান রয়্যালস নিয়েছে 1.3 কোটি টাকা খরচ করে ৷ নিরাশ করলেন বিহারের বিস্ময় বালক ৷ 7 বল খেলে মাত্র 9 রানে ফিরলেন বৈভব ৷
বাকিরাও দাঁড়াতে পারেননি ৷ ওপেনার আয়ুষ মাত্রে করেন 1 রান ৷ আন্দ্রে সিদ্ধার্থ (35 বলে 20), কার্তিকেয় কেপি (43 বলে 21) ও অধিনায়ক মহম্মদ আমান (65 বলে 26) খানিক চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারেননি ৷ কাজে আসেনি শেষদিকে নেমে মহম্মদ ইনানের 22 বলে 30 রানের ঝোড়ো ইনিংস ৷ 59 রানে হেরে এশিয়া সেরা হল না ভারতের ৷
অনুর্ধ্ব-19 এশিয়া কাপ ভারতে এসেছে 8 বার ৷ বাকি তিনবার ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ৷ ফাইনালে উঠে একবার হারেনি টিম ইন্ডিয়া ৷ স্বাভাবিকভাবে এদিন ফেভারিট ছিল ‘মেন ইন ব্লু’ ৷ যাবতীয় পাশা উলটে দিল ভারতের ব্যাটাররা ৷ বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়লেন বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা ৷
অ্যাডিলেডে 10 উইকেটে লজ্জার হারের দেড় ঘণ্টাও পেরোয়নি ৷ ফের অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হল ভারত ৷ অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে 123 রানের বিরাট ব্যবধানে হেরে সিরিজ খুয়েছে ‘উইমেন ইন ব্লু’ ৷ মনে হয়েছিল, নবমবার এশিয়া কাপ ঘরে তুলে দাদা-দিদিদের যন্ত্রনায় খানিক প্রলেপ দেবে ভাইয়েরা ৷ উলটে তথৈবচ পারফর্ম্যান্সে লজ্জা বাড়াল দেশের অনুর্ধ্ব-19 দল ৷