ETV Bharat / sports

জাপানকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহিলা দল - PV Sindhu

Badminton Asia Championships: টানটান উত্তেজনায় ভরা ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয় ভারতীয় মহিলা দলের ৷ জাপানকে হারিয়ে টু্র্নামেন্টের ফাইনালে উঠেছেন ভারতের মেয়েরা ৷

Image Courtesy: SAI Media X
Image Courtesy: SAI Media X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 3:27 PM IST

মালয়েশিয়া, 17 ফেব্রুয়ারি: ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা ৷ প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল ৷ আজ প্রতিপক্ষ জাপানকে 3-2 স্কোরে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছেন পিভি সিন্ধুরা ৷ যদিও, ভারতের তারকা শাটলার প্রথম ম্যাচে আয়া ওহরির কাছে স্ট্রেট গেমে হেরেছেন ৷ তবে, পরের চার ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন তৃষা, গায়েত্রী, অস্মিতারা ৷ ফাইনালের প্রবেশের সঙ্গেই টুর্নামেন্টে রুপো নিশ্চিত করে ফেলেছে ভারত ৷

আজ সেমিফাইনালে জাপানের আয়া ওহরির বিরুদ্ধে সিঙ্গলসে খেলতে নামেন পিভি সিন্ধু ৷ অলিম্পিক পদক জয়ী তারকা শাটলার শুরুটা দারুণ করেছিলেন ৷ ওহরির বিরুদ্ধে শুরুতেই লিড নেন তিনি ৷ কিন্তু, প্রথম গেমে শেষের দিকে হঠাৎই ছন্দ হারান সিন্ধু ৷ ফলে ওহরি সুযোগ পান কামব্যাক করার এবং 21-17 পয়েন্ট সিন্ধুকে প্রথম গেমে হারান তিনি ৷ দ্বিতীয় গেমে সিন্ধু ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, 22-20 পয়েন্টে দ্বিতীয় ও ম্যাচ স্ট্রেট গেমে হেরে যান তিনি ৷

দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন ডাবলস জুটি তৃষা এবং গায়েত্রী ৷ তাঁরা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালের স্কোরলাইন 1-1 করে দেন ৷ ম্যাচে জাপানের ডাবলস জুটি মাতসুয়ামা-শিদাকে 21-17, 16-21, 22-20 গেমে হারিয়েছেন ভারতীয় জুটি ৷ ভারতকে এই জয়ের ধারা বজায় রাখতেই হত ৷ আর সেটাই করে দেখান অস্মিতা চালিহা ৷ তিনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারার বিরুদ্ধে স্ট্রেট গেমে 21-17, 21-14 পয়েন্টে একপেশে ম্যাচ জেতেন ৷ ফলে ভারত তৃতীয় ম্যাচের শেষে 2-1 এগিয়ে যায় ৷

তবে, চতুর্থ ম্যাচে ফের কামব্যাক করে জাপান ৷ এবারেও ভারতের তারকা জুটি সিন্ধু-পোনাপ্পাকে একপেশে হারায় জাপানের মিয়াউরা-সাকুরামোতো জুটি ৷ তাঁদের আগুনে সার্ভ ও রিটার্নে ধরাশায়ী হয়ে যান ভারতের দুই তারকা শাটলার ৷ চতুর্থ ম্যাচ জাপান 21-14, 21-11 ফলাফলে জেতে ৷ এরপর ফের একবার স্কোরলাইন 2-2 টাই হয়ে যায় ৷ ফলে পঞ্চম তথা ফাইনাল ম্যাচে সেমিফাইনালের ফলাফল গড়ায় ৷ যেখানে কোয়ার্টারের মতো ফের আনমোল খারবকে ফাইনাল ফ্রন্টিয়ারে দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ আর সবসময়ের মতো নিজের কাজটা নিষ্ঠার সঙ্গে করলেন তিনি ৷ জাপানের নিদাইরা নাৎসুকিকে 21-14, 21-18 স্ট্রেট গেমে হারিয়ে ভারতকে প্রথমবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল তোলেন আনমোল ৷

আরও পড়ুন:

  1. ইডেনে সবুজ তোতা, সংগ্রহশালায় ঘুরে দেখলেন ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি
  2. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  3. বিধ্বংসী সিরাজ! প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড টিম ইন্ডিয়ার

মালয়েশিয়া, 17 ফেব্রুয়ারি: ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা ৷ প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল ৷ আজ প্রতিপক্ষ জাপানকে 3-2 স্কোরে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছেন পিভি সিন্ধুরা ৷ যদিও, ভারতের তারকা শাটলার প্রথম ম্যাচে আয়া ওহরির কাছে স্ট্রেট গেমে হেরেছেন ৷ তবে, পরের চার ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন তৃষা, গায়েত্রী, অস্মিতারা ৷ ফাইনালের প্রবেশের সঙ্গেই টুর্নামেন্টে রুপো নিশ্চিত করে ফেলেছে ভারত ৷

আজ সেমিফাইনালে জাপানের আয়া ওহরির বিরুদ্ধে সিঙ্গলসে খেলতে নামেন পিভি সিন্ধু ৷ অলিম্পিক পদক জয়ী তারকা শাটলার শুরুটা দারুণ করেছিলেন ৷ ওহরির বিরুদ্ধে শুরুতেই লিড নেন তিনি ৷ কিন্তু, প্রথম গেমে শেষের দিকে হঠাৎই ছন্দ হারান সিন্ধু ৷ ফলে ওহরি সুযোগ পান কামব্যাক করার এবং 21-17 পয়েন্ট সিন্ধুকে প্রথম গেমে হারান তিনি ৷ দ্বিতীয় গেমে সিন্ধু ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, 22-20 পয়েন্টে দ্বিতীয় ও ম্যাচ স্ট্রেট গেমে হেরে যান তিনি ৷

দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন ডাবলস জুটি তৃষা এবং গায়েত্রী ৷ তাঁরা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালের স্কোরলাইন 1-1 করে দেন ৷ ম্যাচে জাপানের ডাবলস জুটি মাতসুয়ামা-শিদাকে 21-17, 16-21, 22-20 গেমে হারিয়েছেন ভারতীয় জুটি ৷ ভারতকে এই জয়ের ধারা বজায় রাখতেই হত ৷ আর সেটাই করে দেখান অস্মিতা চালিহা ৷ তিনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারার বিরুদ্ধে স্ট্রেট গেমে 21-17, 21-14 পয়েন্টে একপেশে ম্যাচ জেতেন ৷ ফলে ভারত তৃতীয় ম্যাচের শেষে 2-1 এগিয়ে যায় ৷

তবে, চতুর্থ ম্যাচে ফের কামব্যাক করে জাপান ৷ এবারেও ভারতের তারকা জুটি সিন্ধু-পোনাপ্পাকে একপেশে হারায় জাপানের মিয়াউরা-সাকুরামোতো জুটি ৷ তাঁদের আগুনে সার্ভ ও রিটার্নে ধরাশায়ী হয়ে যান ভারতের দুই তারকা শাটলার ৷ চতুর্থ ম্যাচ জাপান 21-14, 21-11 ফলাফলে জেতে ৷ এরপর ফের একবার স্কোরলাইন 2-2 টাই হয়ে যায় ৷ ফলে পঞ্চম তথা ফাইনাল ম্যাচে সেমিফাইনালের ফলাফল গড়ায় ৷ যেখানে কোয়ার্টারের মতো ফের আনমোল খারবকে ফাইনাল ফ্রন্টিয়ারে দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ আর সবসময়ের মতো নিজের কাজটা নিষ্ঠার সঙ্গে করলেন তিনি ৷ জাপানের নিদাইরা নাৎসুকিকে 21-14, 21-18 স্ট্রেট গেমে হারিয়ে ভারতকে প্রথমবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল তোলেন আনমোল ৷

আরও পড়ুন:

  1. ইডেনে সবুজ তোতা, সংগ্রহশালায় ঘুরে দেখলেন ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি
  2. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  3. বিধ্বংসী সিরাজ! প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড টিম ইন্ডিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.