ETV Bharat / sports

অলিম্পিকের স্বপ্ন ছুঁতে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা - ঐহিকা মুখোপাধ্যায়

Ayhika Mukherjee: প্যারিস অলিম্পিকসে মেয়েদের টেবিল টেনিসে দলগত ইভেন্টে যোগ্যতা অর্জন করেছে ভারত ৷ আগামী মাসে অলিম্পিকসের দল ঘোষণা করতে পারে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ সেই দলেই এখন জায়গা পাওয়া প্রধান লক্ষ্য বাঙালি প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায়ের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 2:09 PM IST

প্যারিস অলিম্পিক্সের আগে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা মুখোপাধ্যায়

কলকাতা, 25 ফেব্রুয়ারি: গতবছর এশিয়ান গেমসে ডাবলসে ব্রোঞ্জ ৷ অর্জুন পুরস্কার। চলতি বছরের শুরুতেই বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর সান ইয়াংশাকে হারিয়েছেন বাংলার প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায় ৷ এই প্রতিযোগিতায় চাইনিজ-তাইপে দলের কাছে ভারতের মহিলা দল হেরে গিয়েছিল রাউন্ড 16-এর ম্যাচে ৷

তবে, সবমিলিয়ে ঐহিকার পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল ৷ স্পেনের বিরুদ্ধে টিম গেমে ভারত যখন 0-2 অবস্থায় পিছিয়ে ছিল, সেই অবস্থায় খেলতে নেমে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ৷ ঐহিকা প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন করেছেন দলগত ইভেন্টে ৷ শুক্রবার রাতে বুসান থেকে কলকাতায় ফিরেছেন ৷ আর শনিবার সৌম্যদীপ ও পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমিতে সংবর্ধনা দেওয়া হল ঐহিকা মুখোপাধ্যায়কে ৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গে করে এনেছিলেন তাঁর পাওয়া অর্জুন পুরস্কার ৷

চলতি বছরেই প্যারিস অলিম্পিক ৷ মাত্র কয়েকমাস বাকি ৷ তবে, ঐহিকা অলিম্পিক নিয়ে এখনই ভাবছেন না ৷ সামনের মাসে একটি প্রতিযোগিতা রয়েছে ৷ সেদিকেই মনোনিবেশ করছেন ৷ সেখানে সাফল্য পেলে, তাঁর জন্য ভালো হবে বলে মনে করেন ভারতীয় প্যাডলার ৷ অর্থাৎ, প্যারিস অলিম্পিকসে পৌঁছতে সাহায্য করবে বলে জানালেন তিনি ৷ অলিম্পিকের দল খুব শীঘ্রই ঘোষণা করবে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ সম্ভবত মার্চ মাসের পাঁচ তারিখ সেই দল ঘোষণা হবে ৷

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নকআউটে ওঠার সুবাদে ভারতীয় দল বিশ্ব ক্রমতালিকায় 15 নম্বর স্থান থেকে আরও উপরে উঠবে ৷ অলিম্পিকসে ভারতীয় দলে কারা প্রতিনিধিত্ব করবেন, তা এখনও ঠিক হয়নি ৷ ঐহিকা বলছেন, "অলিম্পিকের দল ঘোষণা হওয়ার পরেই প্রস্তুতি নিয়ে ভাবনাচিন্তা করব ৷ অলিম্পিকসে পদকের রং পরিবর্তন করার চেষ্টা করব ৷ আমাদের কোচরা দারুণ কাজ করছেন ৷ সৌম্যদীপ দা ও পৌলমী দি সবসময় সমর্থন করে ৷ খুবই ভালো ওরা ৷"

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সিঙ্গলসে ইয়াংশাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ঐহিকা ৷ বললেন, "ইয়াংশার বিরুদ্ধে নামার আগে ভাবিইনি, বিশ্বের ক্রমতালিকায় ও কত নম্বরে রয়েছে ৷ নিজেদের দক্ষতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি ৷ সেদিন যেভাবে খেলছিলাম, যা শট খেলছিলাম, সব ঠিকঠাক হচ্ছিল ৷ খেলতে খেলতে বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলেছে ৷ টেবিল টেনিসে বিশ্ব শাসন করে চিনের প্যাডলাররা ৷ তাঁদের বিরুদ্ধে জয় পাওয়া মানে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া ৷ আগামী দিনে আরও ভয়ডরহীন খেলতে সাহায্য করবে ৷"

ঐহিকা আরও জানিয়েছেন, "বড় খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নামলে তিন বছর আগেও আমাদের মানসিক সমস্যা হত ৷ সেটা এখন আর হয় না ৷ আমরা কাটিয়ে উঠতে পেরেছি ৷ আগামী প্রজন্মের খেলোয়াড়দের এই সমস্যাটা থাকবে না আশা করি ৷ যেভাবে মেন্টাল ট্রেনিং হচ্ছে, তাতে আমরা উপকৃত হচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ইতালিকে হারিয়ে বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে ভারতের মহিলা প্যাডলাররা
  2. খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, মৃত্যু টিটি প্লেয়ার অর্পিতা নন্দীর
  3. থাইল্যান্ডের বিরুদ্ধে জয়, ব্যাডমিন্টনে প্রথমবার এশিয়া সেরা ভারতের মেয়েরা

প্যারিস অলিম্পিক্সের আগে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা মুখোপাধ্যায়

কলকাতা, 25 ফেব্রুয়ারি: গতবছর এশিয়ান গেমসে ডাবলসে ব্রোঞ্জ ৷ অর্জুন পুরস্কার। চলতি বছরের শুরুতেই বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর সান ইয়াংশাকে হারিয়েছেন বাংলার প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায় ৷ এই প্রতিযোগিতায় চাইনিজ-তাইপে দলের কাছে ভারতের মহিলা দল হেরে গিয়েছিল রাউন্ড 16-এর ম্যাচে ৷

তবে, সবমিলিয়ে ঐহিকার পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল ৷ স্পেনের বিরুদ্ধে টিম গেমে ভারত যখন 0-2 অবস্থায় পিছিয়ে ছিল, সেই অবস্থায় খেলতে নেমে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ৷ ঐহিকা প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন করেছেন দলগত ইভেন্টে ৷ শুক্রবার রাতে বুসান থেকে কলকাতায় ফিরেছেন ৷ আর শনিবার সৌম্যদীপ ও পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমিতে সংবর্ধনা দেওয়া হল ঐহিকা মুখোপাধ্যায়কে ৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গে করে এনেছিলেন তাঁর পাওয়া অর্জুন পুরস্কার ৷

চলতি বছরেই প্যারিস অলিম্পিক ৷ মাত্র কয়েকমাস বাকি ৷ তবে, ঐহিকা অলিম্পিক নিয়ে এখনই ভাবছেন না ৷ সামনের মাসে একটি প্রতিযোগিতা রয়েছে ৷ সেদিকেই মনোনিবেশ করছেন ৷ সেখানে সাফল্য পেলে, তাঁর জন্য ভালো হবে বলে মনে করেন ভারতীয় প্যাডলার ৷ অর্থাৎ, প্যারিস অলিম্পিকসে পৌঁছতে সাহায্য করবে বলে জানালেন তিনি ৷ অলিম্পিকের দল খুব শীঘ্রই ঘোষণা করবে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ সম্ভবত মার্চ মাসের পাঁচ তারিখ সেই দল ঘোষণা হবে ৷

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নকআউটে ওঠার সুবাদে ভারতীয় দল বিশ্ব ক্রমতালিকায় 15 নম্বর স্থান থেকে আরও উপরে উঠবে ৷ অলিম্পিকসে ভারতীয় দলে কারা প্রতিনিধিত্ব করবেন, তা এখনও ঠিক হয়নি ৷ ঐহিকা বলছেন, "অলিম্পিকের দল ঘোষণা হওয়ার পরেই প্রস্তুতি নিয়ে ভাবনাচিন্তা করব ৷ অলিম্পিকসে পদকের রং পরিবর্তন করার চেষ্টা করব ৷ আমাদের কোচরা দারুণ কাজ করছেন ৷ সৌম্যদীপ দা ও পৌলমী দি সবসময় সমর্থন করে ৷ খুবই ভালো ওরা ৷"

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সিঙ্গলসে ইয়াংশাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ঐহিকা ৷ বললেন, "ইয়াংশার বিরুদ্ধে নামার আগে ভাবিইনি, বিশ্বের ক্রমতালিকায় ও কত নম্বরে রয়েছে ৷ নিজেদের দক্ষতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি ৷ সেদিন যেভাবে খেলছিলাম, যা শট খেলছিলাম, সব ঠিকঠাক হচ্ছিল ৷ খেলতে খেলতে বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলেছে ৷ টেবিল টেনিসে বিশ্ব শাসন করে চিনের প্যাডলাররা ৷ তাঁদের বিরুদ্ধে জয় পাওয়া মানে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া ৷ আগামী দিনে আরও ভয়ডরহীন খেলতে সাহায্য করবে ৷"

ঐহিকা আরও জানিয়েছেন, "বড় খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নামলে তিন বছর আগেও আমাদের মানসিক সমস্যা হত ৷ সেটা এখন আর হয় না ৷ আমরা কাটিয়ে উঠতে পেরেছি ৷ আগামী প্রজন্মের খেলোয়াড়দের এই সমস্যাটা থাকবে না আশা করি ৷ যেভাবে মেন্টাল ট্রেনিং হচ্ছে, তাতে আমরা উপকৃত হচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ইতালিকে হারিয়ে বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে ভারতের মহিলা প্যাডলাররা
  2. খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, মৃত্যু টিটি প্লেয়ার অর্পিতা নন্দীর
  3. থাইল্যান্ডের বিরুদ্ধে জয়, ব্যাডমিন্টনে প্রথমবার এশিয়া সেরা ভারতের মেয়েরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.