ETV Bharat / sports

ড্র'য়ে পিছিয়ে পড়ল ফ্রান্স, ডাচদের হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নক-আউটে অস্ট্রিয়া - EURO 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 7:56 AM IST

AUSTRIA BEAT NETHERLANDS: দু'বারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে গ্রুপ শীর্ষে শেষ করল অস্ট্রিয়া ৷ নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ 'ডি'র টপার হিসেবে নক-আউটে যাচ্ছেন সাবিৎজাররা ৷ পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করে দু'য়ে শেষ করল ফ্রান্স ৷ হেরেও পরের রাউন্ডে ডাচ'রা ৷

AUSTRIA BEAT NETHERLANDS
গোলের উচ্ছ্বাস অস্ট্রিয়ার (অস্ট্রিয়া ফুটবল -এক্স)

বার্লিন/ডর্টমুন্ড, 26 জুন: শীর্ষে ওঠার লড়াইয়ে তিনটি দল ৷ অন্যদিকে মাঠে নামার আগেই কার্যত বিদায় একটি দলের ৷ এমতাবস্থায় মঙ্গলবার গ্রুপ 'ডি'র একটি ম্যাচে বার্লিনে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া ৷ আরেকটি ম্যাচে ডর্টমুন্ডে ফ্রান্স মুখোমুখি হয়েছিল কার্যত ছিটকে যাওয়া পোল্যান্ডের ৷ পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপে এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে 1-1 অবস্থায় শেষ হল দ্বিতীয় ম্য়াচটি ৷ ফলে গ্রুপ শীর্ষে থেকে নক-আউটে যাওয়ার সুযোগ হাতছাড়া করল ফরাসিরা ৷ কারণ অন্য ম্যাচে ডাচদের 3-2 গোলে পরাস্ত করে শীর্ষস্থান নিশ্চিত করল অস্ট্রিয়া ৷

বার্লিনে মঙ্গলবার পেন্ডুলামের মতো দুলল নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া ম্যাচের ভাগ্য ৷ দু'বার পিছিয়ে পড়েও ম্যাচে সমতায় ফিরেছিল ডাচ'রা ৷ কিন্তু নাছোড় অস্ট্রিয়ার কাছে হেরেই মাঠ ছাড়তে হল মেম্ফিস ডিপাই, কডি গাকপোদের ৷ ম্যাচের 6 মিনিটে এদিন 'আনফোর্সড এরর' করে বসে অরেঞ্জ ব্রিগেড ৷ আপাত নিরীহ একটা সেন্টার ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন নেদারল্যান্ডসের ডনিয়েল মালেন ৷

দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্ত জাভি সিমন্সের পাস ধরে দুরন্ত গোলে দলকে সমতায় ফেরান গাকপো ৷ মিনিট 12 স্থায়ী হয় তা ৷ 59 মিনিটে অস্ট্রিয়াকে ফের এগিয়ে দেন রোমানো শ্মিড ৷ 75 মিনিটে বক্সের মধ্যে দুরন্ত লবে ফের সেই গোল শোধ করেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ডিপাই ৷ দু'বার লিড হাতছাড়া করেও দমে যায়নি অস্ট্রিয়া ৷ 80 মিনিটে ক্রিস্টোফ বাউমগার্টনারের থ্রু বল ধরে কোনাকুনি শটে অস্ট্রিয়াকে তৃতীয়বারের জন্য লিড এনে দেন মার্সেল সাবিৎজার ৷ সেই লিড ঘোচানো আর সম্ভব হয়নি ডাচদের ৷ শেষমেশ দ্বিতীয় জয় তুলে নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ করে অস্ট্রিয়া ৷

তিন ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ 'ডি' থেকে দ্বিতীয়স্থানে শেষ করে ফ্রান্স ৷ 4 পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে শেষ করে হেরেও নক-আউট নিশ্চিত করে রোনান্ড কোম্যান প্রশিক্ষণাধীন নেদারল্যান্ডস ৷

বার্লিন/ডর্টমুন্ড, 26 জুন: শীর্ষে ওঠার লড়াইয়ে তিনটি দল ৷ অন্যদিকে মাঠে নামার আগেই কার্যত বিদায় একটি দলের ৷ এমতাবস্থায় মঙ্গলবার গ্রুপ 'ডি'র একটি ম্যাচে বার্লিনে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া ৷ আরেকটি ম্যাচে ডর্টমুন্ডে ফ্রান্স মুখোমুখি হয়েছিল কার্যত ছিটকে যাওয়া পোল্যান্ডের ৷ পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপে এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে 1-1 অবস্থায় শেষ হল দ্বিতীয় ম্য়াচটি ৷ ফলে গ্রুপ শীর্ষে থেকে নক-আউটে যাওয়ার সুযোগ হাতছাড়া করল ফরাসিরা ৷ কারণ অন্য ম্যাচে ডাচদের 3-2 গোলে পরাস্ত করে শীর্ষস্থান নিশ্চিত করল অস্ট্রিয়া ৷

বার্লিনে মঙ্গলবার পেন্ডুলামের মতো দুলল নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া ম্যাচের ভাগ্য ৷ দু'বার পিছিয়ে পড়েও ম্যাচে সমতায় ফিরেছিল ডাচ'রা ৷ কিন্তু নাছোড় অস্ট্রিয়ার কাছে হেরেই মাঠ ছাড়তে হল মেম্ফিস ডিপাই, কডি গাকপোদের ৷ ম্যাচের 6 মিনিটে এদিন 'আনফোর্সড এরর' করে বসে অরেঞ্জ ব্রিগেড ৷ আপাত নিরীহ একটা সেন্টার ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন নেদারল্যান্ডসের ডনিয়েল মালেন ৷

দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্ত জাভি সিমন্সের পাস ধরে দুরন্ত গোলে দলকে সমতায় ফেরান গাকপো ৷ মিনিট 12 স্থায়ী হয় তা ৷ 59 মিনিটে অস্ট্রিয়াকে ফের এগিয়ে দেন রোমানো শ্মিড ৷ 75 মিনিটে বক্সের মধ্যে দুরন্ত লবে ফের সেই গোল শোধ করেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ডিপাই ৷ দু'বার লিড হাতছাড়া করেও দমে যায়নি অস্ট্রিয়া ৷ 80 মিনিটে ক্রিস্টোফ বাউমগার্টনারের থ্রু বল ধরে কোনাকুনি শটে অস্ট্রিয়াকে তৃতীয়বারের জন্য লিড এনে দেন মার্সেল সাবিৎজার ৷ সেই লিড ঘোচানো আর সম্ভব হয়নি ডাচদের ৷ শেষমেশ দ্বিতীয় জয় তুলে নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ করে অস্ট্রিয়া ৷

তিন ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ 'ডি' থেকে দ্বিতীয়স্থানে শেষ করে ফ্রান্স ৷ 4 পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে শেষ করে হেরেও নক-আউট নিশ্চিত করে রোনান্ড কোম্যান প্রশিক্ষণাধীন নেদারল্যান্ডস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.