অ্যালবিয়ন, 8 ডিসেম্বর: অ্যাডিলেডে 10 উইকেটে লজ্জার হারের দেড় ঘণ্টাও পেরোয়নি ৷ ফের অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হল ভারত ৷ অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে 123 রানের বিরাট ব্যবধানে হেরে সিরিজ খোয়াল ‘উইমেন ইন ব্লু’ ৷ সকালেই অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্ট হেরেছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ এবার দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতকে হারাল অজি মহিলারা ৷
এলিস পেরি ও জর্জিয়া ভলের সেঞ্চুরিতে ভারতকে 372 রানের বিশাল টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ৷ অ্যালান বর্ডার ফিল্ডে পাহাড়প্রমাণ টার্গেট পেরতে অসাধ্যসাধন করতে হতো স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউরদের ৷ তা করতে পারল না ভারতের প্রমীলা বাহিনী ৷ রান তাড়া করতে নেমে ব্যক্তিগত 9 রানে ক্রিজ ছাড়েন মন্ধনা ৷ ব্যর্থ হরলিন দেওল (22 বলে 12) ৷
প্রাথমিক ধাক্কা সামলে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিল হরমনপ্রীত কউর ও রিচা ঘোষের জুটি ৷ ওপেন করতে নামা বাঙালি স্টাম্পার-ব্যাটার ফেরেন 72 বলে 54 রানের ইনিংস খেলে ৷ অধিনায়ক হরমনপ্রীতের অবদান 42 বলে 38 রান ৷ 39 বলে 43 রানের ঝোড়ো ইনিংসে খানিক চেষ্টা করেছিলেন জেমাইমা রদ্রিগেজ ৷ যদিও বিরাট রানের লক্ষ্যমাত্রা থাকায় কোনও কিছুই কাজে আসেনি ৷ ফলে শেষদিকে নেমে মিন্নু মানির 45 বলে 47 রানের আপ্রাণ চেষ্টাতেও জয় পেল না ভারত ৷ শেষ পর্যন্ত 249 রানে থামল ‘উইমেন ইন ব্লু’র ইনিংস ৷
Win for Australia in the 2nd #AUSvIND ODI!
— BCCI Women (@BCCIWomen) December 8, 2024
The third & final match of the series to be played on December 11 in Perth.
Scorecard ▶️ https://t.co/gRsQoSo5LR #TeamIndia pic.twitter.com/Q9KDFjbSFH
একনজরে রেকর্ড:
- এলিস পেরি অস্ট্রেলিয়ার মহিলা দলের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বাধিক ছক্কার (42) রেকর্ড গড়েছেন ৷ টপকে গিয়েছেন সতীর্থ মেগ ল্যানিংয়ের 40 ছক্কার রেকর্ডকে ৷
- প্রিয়া মিশ্র ওডিআই ম্যাচের এক ইনিংসে সর্বাধিক 88 রান দিয়েছেন ৷ লজ্জার রেকর্ডে ছাড়িয়ে গিয়েছেন সুলতানার 72 রানকে ৷
- অস্ট্রেলিয়ার মহিলা দলের হয়ে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড ভেঙেছেন এলিস পেরি ৷ এদিন তিনি মেরেছেন 6টি ছয় ৷ ছাড়িয়ে গিয়েছেন আলানা কিংকে (5টি) ।
- অস্ট্রেলিয়ার মহিলা দল ও ভারতের মহিলা দলের এই ম্যাচে উঠল 620 রান ৷