ETV Bharat / sports

বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে সর্বাধিক রান রোহিতদের, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার চাই 206 - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

Australia vs India in T20 World Cup 2024: একাধিক মাইলফলক গড়লেও শতরান না-করতে পারার আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ তবে মেন ইন ব্লু এদিন ব্যাগি গ্রিনকে লড়াকু রানের লক্ষ্য়মাত্রা দেয় ৷ সেইসঙ্গে টি-20 বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন সর্বাধিক রান তোলে টিম ইন্ডিয়া ৷ আজ অজি 'বধ' করলেই ভারত শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলবে।

Rohit Sharma
বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে মারমুখী রোহিত শর্মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:19 PM IST

Updated : Jun 24, 2024, 10:56 PM IST

সেন্ট লুসিয়া, 24 জুন: 2023 ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। স্বাভাবিকভাবেই চলতি টি-20 বিশ্বকাপের আসরে সেই হারের বদলার কথা মাথায় রয়েছে ভারতীয় সমর্থকদের মনে। রোহিত-বাহিনীও মরিয়া এই হারের বদলা নিতে ৷ শুধু প্রতিশোধ নয়, বরং সেমিফাইনালের টিকিটের উপরেই স্থির রয়েছে। তবে এদিন টি-20 বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান তোলেন রোহিতরা ৷

টি-20 বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে টস হেরে ব্যাট করতে নামে রোহিত ব্রিগেড ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রান তোলে টিম ইন্ডিয়া ৷ আজ টি-20 বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বাধিক দলগত রানও তোলে ভারত ৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রানের পাহাড় খাড়া করে ৷ এর আগে ভারত সর্বাধিক দলগত রান তুলেছিল 2007 টি-20 বিশ্বকাপে ৷ 4 উইকেটে 218 রান তুলেছিল ভারত ৷ পরে 2021 টি-20 বিশ্বকাপে 2 উইকেটে 210 রান তুলেছিল টিম ইন্ডিয়া ৷ এরপর আজ সেন্ট লুসিয়ায় 200 রানের গণ্ডি পেরোলেন রোহিতরা ৷ অজিদের বিরুদ্ধে 205 রান তুললেন তাঁরা ৷

এদিন অজি অধিনায়কের সিদ্ধান্ত মতো প্রথমে ব্যাট করতে নেমে শূন্যতেই সাজঘরে ফেরেন কিং কোহলি ৷ ভারতের করা 205 রানের মধ্যে একাই 92 রান করেন অধিনায়ক রোহিত ৷ 41 বলের 92 রানের ঝোড়ো ইনিংসে তিনি মাইলফলকও গড়েন একাধিক ৷ ঋষভ পন্ত 14 বলে 15 রান করে প্যাভিলিয়নমুখী হন ৷ 16 বলে 31 রান করেন সূর্যকুমার ৷ 22 বলে 28 রান করেন শিবম দুবে ৷ পরে পাওয়ার হিটার ও ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া 17 বলে 27 রানে অপরাজিত থাকেন ৷ 9 বলে অপরাজিত থাকেন অলরাউন্ডার জাদেজা ৷ তাতেই শেষ হয় 20 ওভার ৷ 5 উইকেট হারিয়ে 205 রান তোলে রোহিত বাহিনী ৷

এদিকে অজি বাহিনীর মিচেল স্টার্ক হাত ঘুরিয়ে নেন 2 উইকেট ৷ 4 ওভারে তিনি 45 রান দেন ৷ মার্কাস স্টোয়নিস 4 ওভারে 56 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ 4 ওভার ডেলিভারিতে 14 রান দিয়ে একটি উইকেট নেন হ্য়াজেলউড ৷

সেন্ট লুসিয়া, 24 জুন: 2023 ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। স্বাভাবিকভাবেই চলতি টি-20 বিশ্বকাপের আসরে সেই হারের বদলার কথা মাথায় রয়েছে ভারতীয় সমর্থকদের মনে। রোহিত-বাহিনীও মরিয়া এই হারের বদলা নিতে ৷ শুধু প্রতিশোধ নয়, বরং সেমিফাইনালের টিকিটের উপরেই স্থির রয়েছে। তবে এদিন টি-20 বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান তোলেন রোহিতরা ৷

টি-20 বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে টস হেরে ব্যাট করতে নামে রোহিত ব্রিগেড ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রান তোলে টিম ইন্ডিয়া ৷ আজ টি-20 বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বাধিক দলগত রানও তোলে ভারত ৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রানের পাহাড় খাড়া করে ৷ এর আগে ভারত সর্বাধিক দলগত রান তুলেছিল 2007 টি-20 বিশ্বকাপে ৷ 4 উইকেটে 218 রান তুলেছিল ভারত ৷ পরে 2021 টি-20 বিশ্বকাপে 2 উইকেটে 210 রান তুলেছিল টিম ইন্ডিয়া ৷ এরপর আজ সেন্ট লুসিয়ায় 200 রানের গণ্ডি পেরোলেন রোহিতরা ৷ অজিদের বিরুদ্ধে 205 রান তুললেন তাঁরা ৷

এদিন অজি অধিনায়কের সিদ্ধান্ত মতো প্রথমে ব্যাট করতে নেমে শূন্যতেই সাজঘরে ফেরেন কিং কোহলি ৷ ভারতের করা 205 রানের মধ্যে একাই 92 রান করেন অধিনায়ক রোহিত ৷ 41 বলের 92 রানের ঝোড়ো ইনিংসে তিনি মাইলফলকও গড়েন একাধিক ৷ ঋষভ পন্ত 14 বলে 15 রান করে প্যাভিলিয়নমুখী হন ৷ 16 বলে 31 রান করেন সূর্যকুমার ৷ 22 বলে 28 রান করেন শিবম দুবে ৷ পরে পাওয়ার হিটার ও ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া 17 বলে 27 রানে অপরাজিত থাকেন ৷ 9 বলে অপরাজিত থাকেন অলরাউন্ডার জাদেজা ৷ তাতেই শেষ হয় 20 ওভার ৷ 5 উইকেট হারিয়ে 205 রান তোলে রোহিত বাহিনী ৷

এদিকে অজি বাহিনীর মিচেল স্টার্ক হাত ঘুরিয়ে নেন 2 উইকেট ৷ 4 ওভারে তিনি 45 রান দেন ৷ মার্কাস স্টোয়নিস 4 ওভারে 56 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ 4 ওভার ডেলিভারিতে 14 রান দিয়ে একটি উইকেট নেন হ্য়াজেলউড ৷

Last Updated : Jun 24, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.