ETV Bharat / sports

দুঃস্বপ্নের অ্যাডিলেডে ‘বিধ্বস্ত’ ভারত ! আরও কঠিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল - INDIA VS AUSTRALIA

গোলাপি বল টেস্টে লজ্জার হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ‘কার্যত’ অনিশ্চিত ৷ পারথে প্রথম টেস্টে জেতার পর দ্বিতীয় টেস্টেই ‘ফর্মে’ ফিরল ভারত ৷

India vs Australia
দুঃস্বপ্নের অ্যাডিলেডে ‘বিধ্বস্ত’ ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 8, 2024, 11:09 AM IST

Updated : Dec 8, 2024, 11:26 AM IST

অ্যাডিলেড, 8 ডিসেম্বর: জিততে দরকার ছিল 19 রান ৷ অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া সেই রান তুলতে সময় নিল 13 মিনিট ৷ নাথান ম্যাকসুইনি ও তারিক উসমান খোয়াজার ব্যাটে 10 উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ব্যাগি গ্রিন ৷ পারথে হারের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল অজিরা ৷ ভারত নেমে গেল তৃতীয় স্থানে ৷

2020-21 সালে এই মাঠে 36 রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত ৷ এবার সেই লজ্জা না-ফিরলেও দু’ইনিংসেই 200 পেরতে পারল না টিম ইন্ডিয়ার তারকা-সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ ৷ প্রথম ইনিংসে 180, দ্বিতীয় ইনিংসে 175 ৷ নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্থ খানিক লড়াই না-দিলে আরও বড় লজ্জার সামনে পড়ত ভারত ৷

WTC Points Table
আরও কঠিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC)

অ্যাডিলেড ওভালে কোনও ছাপই ফেলতে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার ৷ দলের স্বার্থে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন রোহিত শর্মা ৷ মিডল অর্ডারে নেমেছিলেন হিটম্যাট ৷ ইনিংসের গোড়াপত্তন করার গুরুদায়িত্ব ছিল যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের উপর ৷ গোটা ম্যাচে দলের ওপেনিং জুটি করল 12 রান ৷ ‘স্বার্থত্যাগ’ করা রোহিত করলেন 9 রান (প্রথম ইনিংসে 3, দ্বিতীয় ইনিংসে 6) ৷ অ্যাডিলেড কোহলির জন্য পয়া মাঠ ৷ দু’ইনিংস মিলিয়ে রান-মেশিনের অবদান 18 রান ৷

রোহিত-বিরাটের থেকে খানিক ভালো খেললেও দলকে ভরসা যোগাতে ব্যর্থ শুভমন গিলও ৷ দু’ইনিংস মিলিয়ে 100 রান করতে পারেননি কোনও ব্যাটারই ৷ যদিও টপ-অর্ডারের তথৈবচ পারফর্ম্যান্সে খানিক আশার আলো জুগিয়েছিল ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডির জুটি ৷ দক্ষিণী ব্যাটারের দু’ইনিংস মিলিয়ে 84 রান ইনিংস হারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ভারতকে ৷ তাঁকে সঙ্গ দিয়েছেন 49 রান করা পন্থ ৷

আরও পড়ুন

  1. অ্যাডিলেডে ‘লিড’ ভারতের ! ব্যাটিং ব্যর্থতায় হার স্রেফ সময়ের অপেক্ষা
  2. নিউজিল্যান্ড ‘বধ’ ! দ্রাবিড়কে ছুঁলেন রুট; সচিনকে টপকাতে আর কতদিন ?

অ্যাডিলেড, 8 ডিসেম্বর: জিততে দরকার ছিল 19 রান ৷ অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া সেই রান তুলতে সময় নিল 13 মিনিট ৷ নাথান ম্যাকসুইনি ও তারিক উসমান খোয়াজার ব্যাটে 10 উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ব্যাগি গ্রিন ৷ পারথে হারের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল অজিরা ৷ ভারত নেমে গেল তৃতীয় স্থানে ৷

2020-21 সালে এই মাঠে 36 রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত ৷ এবার সেই লজ্জা না-ফিরলেও দু’ইনিংসেই 200 পেরতে পারল না টিম ইন্ডিয়ার তারকা-সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ ৷ প্রথম ইনিংসে 180, দ্বিতীয় ইনিংসে 175 ৷ নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্থ খানিক লড়াই না-দিলে আরও বড় লজ্জার সামনে পড়ত ভারত ৷

WTC Points Table
আরও কঠিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC)

অ্যাডিলেড ওভালে কোনও ছাপই ফেলতে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার ৷ দলের স্বার্থে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন রোহিত শর্মা ৷ মিডল অর্ডারে নেমেছিলেন হিটম্যাট ৷ ইনিংসের গোড়াপত্তন করার গুরুদায়িত্ব ছিল যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের উপর ৷ গোটা ম্যাচে দলের ওপেনিং জুটি করল 12 রান ৷ ‘স্বার্থত্যাগ’ করা রোহিত করলেন 9 রান (প্রথম ইনিংসে 3, দ্বিতীয় ইনিংসে 6) ৷ অ্যাডিলেড কোহলির জন্য পয়া মাঠ ৷ দু’ইনিংস মিলিয়ে রান-মেশিনের অবদান 18 রান ৷

রোহিত-বিরাটের থেকে খানিক ভালো খেললেও দলকে ভরসা যোগাতে ব্যর্থ শুভমন গিলও ৷ দু’ইনিংস মিলিয়ে 100 রান করতে পারেননি কোনও ব্যাটারই ৷ যদিও টপ-অর্ডারের তথৈবচ পারফর্ম্যান্সে খানিক আশার আলো জুগিয়েছিল ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডির জুটি ৷ দক্ষিণী ব্যাটারের দু’ইনিংস মিলিয়ে 84 রান ইনিংস হারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ভারতকে ৷ তাঁকে সঙ্গ দিয়েছেন 49 রান করা পন্থ ৷

আরও পড়ুন

  1. অ্যাডিলেডে ‘লিড’ ভারতের ! ব্যাটিং ব্যর্থতায় হার স্রেফ সময়ের অপেক্ষা
  2. নিউজিল্যান্ড ‘বধ’ ! দ্রাবিড়কে ছুঁলেন রুট; সচিনকে টপকাতে আর কতদিন ?
Last Updated : Dec 8, 2024, 11:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.