ETV Bharat / sports

পুনেতে কি আদৌ খেলবেন চোটগ্রস্ত পন্ত? বড় আপডেট দিলেন সহকারি কোচ - INDIA VS NEW ZEALAND 2ND TEST

বেঙ্গালুরুতে চোট নিয়ে ব্যাটিং করলেও দৌড়নোর সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন ঋষভ পন্ত ৷ তাহলে কি পুনে টেস্টে খেলবেন তিনি? জানালেন গৌতম গম্ভীরের ডেপুটি ৷

RISHABH PANT
বেঙ্গালুরু টেস্টে চোট পাওয়ার পর ঋষভ পন্ত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 22, 2024, 3:29 PM IST

পুনে, 22 অক্টোবর: বেঙ্গালুরু টেস্টে হাঁটুতে অস্ত্রোপচারের জায়গায় চোট পেয়েছিলেন ৷ তা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মূল্যবান 99 রানের ইনিংস খেললেও উইকেটের পিছনে দাঁড়াতে পারেননি ঋষভ পন্ত ৷ আগামী 24 অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কি তাহলে আদৌ খেলতে পারবেন স্টাম্পার-ব্যাটার ৷ ম্য়াচ শুরুর 48 ঘণ্টা আগে দলের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে জানালেন, তিনি আশাবাদী যে পুনে টেস্টে ঋষভ পন্তই দলের উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন ৷

পুনেতে এদিন প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে দুশখাতে বলেন, "আমার মনে হয় দলের সকলেই মোটামুটি সুস্থ রয়েছে ৷ প্রথম টেস্টে খুব বেশি বোলিং করতে হয়নি, ফলত ফাস্ট বোলাররাও শারীরিকভাবে সুস্থ ৷ ঋষভও ভালোই রয়েছে ৷ ব্য়াটিংয়ের শেষদিকে (বেঙ্গালুরু টেস্টে) দৌড়নোর সময় হাঁটুতে ওর সামান্য অস্বস্তি হচ্ছিল বটে তবে মনে হয়ে দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ে কোনও সমস্যা হবে না ৷" একইসঙ্গে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না-পারা টপ-অর্ডার ব্যাটার শুভমন গিলেরও আপডেট দেন প্রাক্তন ডাচ ক্রিকেটার ৷

দুশখাতে বলেন, "বেঙ্গালুরুতে গত সপ্তাহে একাধিক নেট সেশনে ব্য়াট করেছে শুভমন ৷ সামান্য সমস্যা থাকলেও আমার মনে হয় দ্বিতীয় টেস্ট খেলতে কোনও সমস্যা হবে না ওর ৷" পাশাপাশি চিন্নাস্বামী টেস্টের চতুর্থ ওভারে মাত্র দু'ওভার হাত ঘোরানো রবিচন্দ্রন অশ্বিনের কি চোট রয়েছে? উত্তরে দুশখাতে জানান, দক্ষিণী পেসার সম্পূর্ণ সুস্থ ৷

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে কিউয়িদের বিরুদ্ধে স্কোয়াডেও জায়গা করে নেওয়া আকাশদীপকে নিয়েও এদিন কথা বলেন গৌতম গম্ভীরের ডেপুটি ৷ পুনেতে বঙ্গ পেসারের খেলার সম্ভাবনা কতটা? রোহিতদের সহকারি কোচ জানান, নেটে অক্লান্ত পরিশ্রমের সঙ্গে ভালো পারফরম্যান্সও করছে আকাশদীপ ৷ তবে পুনের পিচ দেখেই আকাশদীপকে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

পুনে, 22 অক্টোবর: বেঙ্গালুরু টেস্টে হাঁটুতে অস্ত্রোপচারের জায়গায় চোট পেয়েছিলেন ৷ তা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মূল্যবান 99 রানের ইনিংস খেললেও উইকেটের পিছনে দাঁড়াতে পারেননি ঋষভ পন্ত ৷ আগামী 24 অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কি তাহলে আদৌ খেলতে পারবেন স্টাম্পার-ব্যাটার ৷ ম্য়াচ শুরুর 48 ঘণ্টা আগে দলের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে জানালেন, তিনি আশাবাদী যে পুনে টেস্টে ঋষভ পন্তই দলের উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন ৷

পুনেতে এদিন প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে দুশখাতে বলেন, "আমার মনে হয় দলের সকলেই মোটামুটি সুস্থ রয়েছে ৷ প্রথম টেস্টে খুব বেশি বোলিং করতে হয়নি, ফলত ফাস্ট বোলাররাও শারীরিকভাবে সুস্থ ৷ ঋষভও ভালোই রয়েছে ৷ ব্য়াটিংয়ের শেষদিকে (বেঙ্গালুরু টেস্টে) দৌড়নোর সময় হাঁটুতে ওর সামান্য অস্বস্তি হচ্ছিল বটে তবে মনে হয়ে দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ে কোনও সমস্যা হবে না ৷" একইসঙ্গে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না-পারা টপ-অর্ডার ব্যাটার শুভমন গিলেরও আপডেট দেন প্রাক্তন ডাচ ক্রিকেটার ৷

দুশখাতে বলেন, "বেঙ্গালুরুতে গত সপ্তাহে একাধিক নেট সেশনে ব্য়াট করেছে শুভমন ৷ সামান্য সমস্যা থাকলেও আমার মনে হয় দ্বিতীয় টেস্ট খেলতে কোনও সমস্যা হবে না ওর ৷" পাশাপাশি চিন্নাস্বামী টেস্টের চতুর্থ ওভারে মাত্র দু'ওভার হাত ঘোরানো রবিচন্দ্রন অশ্বিনের কি চোট রয়েছে? উত্তরে দুশখাতে জানান, দক্ষিণী পেসার সম্পূর্ণ সুস্থ ৷

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে কিউয়িদের বিরুদ্ধে স্কোয়াডেও জায়গা করে নেওয়া আকাশদীপকে নিয়েও এদিন কথা বলেন গৌতম গম্ভীরের ডেপুটি ৷ পুনেতে বঙ্গ পেসারের খেলার সম্ভাবনা কতটা? রোহিতদের সহকারি কোচ জানান, নেটে অক্লান্ত পরিশ্রমের সঙ্গে ভালো পারফরম্যান্সও করছে আকাশদীপ ৷ তবে পুনের পিচ দেখেই আকাশদীপকে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.