নয়াদিল্লি, 30 অগস্ট: আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান ৷ কয়েক লক্ষ কোটি টাকার ঋণে ডুবে সেদেশের সরকার ৷ তার উপর সাধারণের গলায় ফাঁস হয়ে বসেছে মুদ্রাস্ফীতি ৷ দেশের অবস্থা এতটাই খারাপ যে এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 খেলতে যাওয়ার জন্য ধার করতে হল পাকিস্তানের হকি ফেডারেশনকে ৷
চিনে বসেছে 2024 এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর ৷ সেখানে যাওয়া টিকিট কাটার জন্য ঋণ নিতে হয়েছে পাকিস্তান হকি ফেডারেশনকে ৷ এক্সে বিভিন্ন পোস্টে এই নিয়ে মশকরা শুরু করেছেন নেটিজেনরা ৷
কী হয়েছে ?
ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান হকি দলের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চিনে যাওয়ার বিমান টিকিট কাটার জন্য ঋণ নিয়েছে পাকিস্তান হকি দল ৷ একটি সংবাদ সম্মেলনের পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি বলেন, তাঁদের আশা তাড়াতাড়িই এর জন্য বরাদ্দ অর্থ পাওয়া যাবে ৷ তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে হকি দলের জন্য আর্থিক তহবিলও করার জন্য আবেদন করেছেন। পাশাপাশি জানা গিয়েছে, পাকিস্তান স্পোর্টস বোর্ড (পিএসবি) পিএইচএফ’র টাকা মেটানোর ঘোষণা করেছে ।
Team Pakistan for Asian champions trophy China 2024
— Ammadbutt (@AmmadButt96) August 24, 2024
🇵🇰🏑✈️✌️ @Hannan_shahid09 @MoinShakeel1 @FIH_Hockey pic.twitter.com/lgEllNx4R2
ধার করা টাকায় কাটা টিকিটে চিনে পৌঁছে গিয়েছে পাকিস্তান হকি দল ৷ বেজিং থেকে বিমান বাতিল হয়ে যাওয়ার পরে পাকিস্তান হকি দলকে তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য 300 কিলোমিটার পথ ভ্রমণ করতে হয়েছিল ৷
Couple of months back, the Pakistan hockey team received widespread praise from media and govt officials but the fleeting moment of attention has given way to familiar struggles, as they travel to China for Asian Champions Trophy on borrowed tickets and with three players banned. pic.twitter.com/BKf0pAVUXB
— Muneeb Farrukh (@Muneeb313_) August 28, 2024
8 ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 । প্রতিযোগিতার ফাইনাল 17 সেপ্টেম্বর ৷ হকিতে একসময় বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হত পাকিস্তান ৷ যদিও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয় ৷ সমর্থকদের আশা, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ফের ঘুরে দাঁড়াবে পাক হকি ৷