ETV Bharat / sports

ভাঙলেন নিজেরই বিশ্বরেকর্ড, হেসেখেলে পোলভল্টে ফের সোনা ডুপ্লান্টিসের - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 6, 2024, 12:45 PM IST

Armand Duplantis Wins Gold: অলিম্পিক্সে ঐতিহাসিক লাফ আর্মান্ড 'মোন্ডো' ডুপ্লান্টিসের ৷ নিজের বিশ্বরেকর্ড ভেঙে পোলভল্টে সোনা জিতলেন 24 বছরের সুইডিশ ৷ সেইসঙ্গে বিশ্বের প্রথম পোলভল্টার হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ সোনা ধরে রাখার নজির গড়লেন তিনি ৷

Armand Duplantis
সোনা জয়ের পথে ডুপ্লান্টিস (AP Photo)

প্য়ারিস, 6 অগস্ট: সোমবার রাতে স্তেদ দে ফ্রান্সে বাকি সব অ্যাথলেটিক্স ইভেন্ট তখন শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু 80,000 উৎসুক অনুরাগীর চোখ খুঁজে চলছিল একজনকেই ৷ আর্মান্ড মোন্ডো ডুপ্লান্টিস ৷ স্টেডিয়াম ভর্তি অনুরাগীকে নিরাশ করেননি সুইডিশ পোলভল্টার ৷ এলেন, দেখলেন আর জয় করলেন ঢঙে ফের অলিম্পিক্স পোলভল্টে সোনা আনলেন ডুপ্লান্টিস ৷ টোকিয়োর পর প্যারিসেও ৷

শুধুই কি তাই? এদিন পোডিয়াম শীর্ষে ফিনিশ করার পথে নিজের তৈরি বিশ্বরেকর্ড ভেঙে সেট করলেন নয়া রেকর্ড ৷ বারবার ন'বার ৷ তবে অলিম্পিক্সের মঞ্চে এই প্রথম বিশ্বরেকর্ড গড়লেন তিনি ৷ সেইসঙ্গে ডুপ্লান্টিসই হলেন বিশ্বের প্রথম পোলভল্টার, যিনি অলিম্পিক্সে সোনা ধরে রাখার নজির গড়লেন ৷ সোনা জয়ের পথে এদিন সুইডিশ পোলভল্টার লাফালেন 6.25 মিটার অর্থাৎ, 20 ফুট 6 ইঞ্চি ৷ দ্বিতীয়স্থানে শেষ করা যুক্তরাষ্ট্রের স্যাম কেন্ড্রিকস সেখানে রুপো জিতলেন 5.95 মিটার লাফ দিয়ে ৷

প্রথম দুইয়ের টাইমিং থেকেই পরিষ্কার কতটা আধিপত্য নিয়ে সোনা জিতেছেন ডুপ্লান্টিস ৷ তৃতীয়স্থানে শেষ করা গ্রিসের পোলভল্টার লাফালেন 5.90 মিটার ৷ সবচেয়ে অবাক করা তথ্য হল ফাইনালে এদিন ষষ্ঠ থেকে নবম প্রয়াসের সবক'টিতেই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে গিয়েছেন আর্মান্ড মোন্ডো ৷ শেষ কয়েকটি প্রয়াসে সুইডিশ লাফিয়েছেন যথাক্রমে 5.90 মিটার, 5.95 মিটার, 6.00 মিটার, 6.10 মিটার এবং 6.25 মিটার ৷ অর্থাৎ, ষষ্ঠ প্রয়াসেই সোনার পদক নিশ্চিত করার পর শেষের তিন প্রয়াসে ডুপ্লান্টিস লড়েছেন কেবলই বিশ্বরেকর্ডের জন্য ৷ 6.24 মিটার লাফিয়ে আগের বিশ্বরেকর্ড নিজের নামেই রেখেছিলেন তিনি ৷ এদিন তা ভেঙে লাফালেন .01 মিটার বেশি ৷

বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে এদিন স্ট্যান্ডে বান্ধবী-সহ পরিবারের অন্য়ান্য সদস্যদের দিকে ছুটে যান ডুপ্লান্টিস ৷ ঐতিহাসিক লাফের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "কেরিয়ারের বাকি সময়টা এই মুহূর্তকে যদি আমি পিছনে না-ফেলতে পারি তাতে কোনও আক্ষেপ নেই ৷ কারণ একটু আগে যা ঘটল তার থেকে আরও ভালো কিছু বোধহয় আমার সঙ্গে ঘটতে পারে না ৷" (এপি ইনপুট)

প্য়ারিস, 6 অগস্ট: সোমবার রাতে স্তেদ দে ফ্রান্সে বাকি সব অ্যাথলেটিক্স ইভেন্ট তখন শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু 80,000 উৎসুক অনুরাগীর চোখ খুঁজে চলছিল একজনকেই ৷ আর্মান্ড মোন্ডো ডুপ্লান্টিস ৷ স্টেডিয়াম ভর্তি অনুরাগীকে নিরাশ করেননি সুইডিশ পোলভল্টার ৷ এলেন, দেখলেন আর জয় করলেন ঢঙে ফের অলিম্পিক্স পোলভল্টে সোনা আনলেন ডুপ্লান্টিস ৷ টোকিয়োর পর প্যারিসেও ৷

শুধুই কি তাই? এদিন পোডিয়াম শীর্ষে ফিনিশ করার পথে নিজের তৈরি বিশ্বরেকর্ড ভেঙে সেট করলেন নয়া রেকর্ড ৷ বারবার ন'বার ৷ তবে অলিম্পিক্সের মঞ্চে এই প্রথম বিশ্বরেকর্ড গড়লেন তিনি ৷ সেইসঙ্গে ডুপ্লান্টিসই হলেন বিশ্বের প্রথম পোলভল্টার, যিনি অলিম্পিক্সে সোনা ধরে রাখার নজির গড়লেন ৷ সোনা জয়ের পথে এদিন সুইডিশ পোলভল্টার লাফালেন 6.25 মিটার অর্থাৎ, 20 ফুট 6 ইঞ্চি ৷ দ্বিতীয়স্থানে শেষ করা যুক্তরাষ্ট্রের স্যাম কেন্ড্রিকস সেখানে রুপো জিতলেন 5.95 মিটার লাফ দিয়ে ৷

প্রথম দুইয়ের টাইমিং থেকেই পরিষ্কার কতটা আধিপত্য নিয়ে সোনা জিতেছেন ডুপ্লান্টিস ৷ তৃতীয়স্থানে শেষ করা গ্রিসের পোলভল্টার লাফালেন 5.90 মিটার ৷ সবচেয়ে অবাক করা তথ্য হল ফাইনালে এদিন ষষ্ঠ থেকে নবম প্রয়াসের সবক'টিতেই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে গিয়েছেন আর্মান্ড মোন্ডো ৷ শেষ কয়েকটি প্রয়াসে সুইডিশ লাফিয়েছেন যথাক্রমে 5.90 মিটার, 5.95 মিটার, 6.00 মিটার, 6.10 মিটার এবং 6.25 মিটার ৷ অর্থাৎ, ষষ্ঠ প্রয়াসেই সোনার পদক নিশ্চিত করার পর শেষের তিন প্রয়াসে ডুপ্লান্টিস লড়েছেন কেবলই বিশ্বরেকর্ডের জন্য ৷ 6.24 মিটার লাফিয়ে আগের বিশ্বরেকর্ড নিজের নামেই রেখেছিলেন তিনি ৷ এদিন তা ভেঙে লাফালেন .01 মিটার বেশি ৷

বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে এদিন স্ট্যান্ডে বান্ধবী-সহ পরিবারের অন্য়ান্য সদস্যদের দিকে ছুটে যান ডুপ্লান্টিস ৷ ঐতিহাসিক লাফের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "কেরিয়ারের বাকি সময়টা এই মুহূর্তকে যদি আমি পিছনে না-ফেলতে পারি তাতে কোনও আক্ষেপ নেই ৷ কারণ একটু আগে যা ঘটল তার থেকে আরও ভালো কিছু বোধহয় আমার সঙ্গে ঘটতে পারে না ৷" (এপি ইনপুট)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.