ঝাড়গ্রাম, 7 সেপ্টেম্বর: ঝাড়গ্রামের অ্যাকাডেমি থেকে স্বপ্ন ছুঁতে তাইওয়ানে পাড়ি দেওয়ার পথে জুয়েল সরকার ৷ এশিয়ান যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন মালদার বঙ্গসন্তান। হরিয়ানায় অনুষ্ঠিত ট্রায়ালে প্রথম স্থান অধিকার করে ইতিমধ্যেই ভারতের জুনিয়র রিকার্ভ টিমে জায়গা করে নিয়েছেন জুয়েল। লক্ষ্য বড় করে এবার বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন তিনি ৷
হরিয়ানার সোনপথের 23-29 অগস্ট অনুষ্ঠিত হয় ট্রায়াল। ঝাড়গ্রামের আর্চেরি অ্য়াকাডেমি থেকে জুয়েল সরকার, সৌভিক মণ্ডল, গণেশ টুডু, সায়ন সামন্ত, রাজু সরকার, অন্বেষা মণ্ডল অংশগ্রহণ করেন। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল জুয়েল ৷ সেখানে প্রথম স্থান অধিকার করেই জুনিয়র রিকার্ভ টিমের সদস্য নির্বাচিত হন তিনি। চলতি মাসের 26 তারিখ থেকে তাইওয়ানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপ।
জুয়েল বলেন, "হরিয়ানায় আয়োজিত অ্যাসেসমেন্ট ট্রায়ালে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছিলাম। তারপরেই ইন্ডিয়ান জুনিয়ার রিকার্ভ টিমের সদস্য নির্বাচিত হই। এশিয়ান ইয়ুথ আর্চেরি চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে আমি খেলতে চলেছি। এটা আমার কাছে খুবই গর্বের বিষয়। আমি সর্বদাই চেষ্টা করব ভালো পারফরম্যান্সে দেশের নাম উজ্জ্বল করার।"
তবে এই প্রথম নয় ৷ আন্তর্জাতিক স্তরের তিরন্দাজিতে অংশগ্রহণ করে আগেও পদক এনেছেন জুয়েল। 2022 ইরাকে অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশগ্রহণ করে সোনা জিতেছিলেন তিনি ৷ পরের বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশগ্রহণ করে রুপো এনেছিলেন তিনি। 2023 তাইওয়ানে এশিয়ান কাপেও অংশগ্রহণ করেছিলেন বাংলার তিরন্দাজ।
2018 থেকে জুয়েল প্রশিক্ষণ নিচ্ছেন ঝাড়গ্রামের অ্যাকাডেমিতে। তবে তাঁর বাড়ি মালদার গাজল থানার অন্তর্গত ধোবাপাড়া গ্রামে। ছোট থেকেই তিরন্দাজির প্রতি ঝোঁক তাঁকে আজ এই জায়গায় এনেছে ৷ সদিচ্ছা এতটাই যে, অ্য়াকাডেমির হস্টেলে থেকেই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন কলা বিভাগের দ্বাদশের ছাত্র। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলের প্রতিভাকে সামনে তুলে আনার জন্য শুরু হয়েছিল বেঙ্গল আর্চেরি অ্যাকাডেমি। ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা-তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ বলেন, "বেঙ্গল আর্চেরি অ্য়াকাডেমি থেকে দেশের হয়ে জুয়েল সরকার খেলতে যাচ্ছে এটা কেবলমাত্র জঙ্গলমহল নয়, পুরো বাংলার গর্ব। জুয়েলের জন্য সত্যিই আমরা গর্বিত।"