বুয়েনস আইরিস, 26 মার্চ: নিজের শহরের ক্লাব আর্জেন্তিনার 'রোজারিও সেন্ট্রালে' খেলতে পারেন অ্যাঞ্জেল দি মারিয়া ৷ আর তারপরেই পরিবার-সহ খুনের হুমকি পেলেন আর্জেন্তিনার অ্যাটাকিং মিডফিল্ডার ৷ জানা গিয়েছে, রোজারিও সিটির ফুনেস হিলস মিরাফ্লোরস কনডোমিনিয়াম, যেখানে দি মারিয়ার থাকেন, সেই বাড়িতে সম্প্রতি একটি পার্সেল আসে ৷ সেই পার্সেলে বর্তমান বেনফিকা ফুটবলার এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷
দি মারিয়াকে সেই হুমকিতে বলা হয়েছে, তিনি তাঁর ছোটবেলার ক্লাব 'রোজারিও সেন্ট্রালে' খেলতে এলে প্রাণ হারাবেন ৷ সঙ্গে তাঁর স্ত্রী এবং সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, 36 বছরের দি মারিয়া বর্তমানে পর্তুগালের বেনফিকায় খেলেন ৷ তিনি খুব সম্ভবত বেনফিকা ছেড়ে নিজের ছোটবেলার ক্লাবে ফিরতে পারেন ৷ এই মুহূর্তে আর্জেন্তাইন ফুটবলার জাতীয় দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন ৷ সেখানে আর্জেন্তিনার হয়ে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন তিনি ৷
স্থানীয় প্রশাসনের নিরাপত্তাবাহিনীর সদস্য এস্তেবান সান্তান্তিনোর আর্জেন্তিনার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার তুলে ধরে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, "এই ধরনের হত্যার হুমকি, সামাজিকভাবে উত্তেজনা তৈরি করে ৷ আর হুমকিদাতাদের সেটাই আসল উদ্দেশ্য ৷ যেখানে তারা একজন জনপ্রিয় ব্যক্তিকে টার্গেট করে, সমাজের বাকি মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে ৷"
উল্লেখ্য, রোজারিও শহর মাদক কারবারিদের বাড়বাড়ন্তের জন্য 'কুখ্যাত' ৷ এই অঞ্চলটিতে মাদক কারবারি দলগুলিক মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগেই থাকে ৷ এই শহরের প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে 22 জন মাদকপাচার ও কারবারের সঙ্গে জড়িত ৷ যেখানে আর্জেন্তিনার বাকি শহরগুলিতে গড় মাদক কারবারিদের হার মাত্র 4.2 শতাংশ ৷ তার নিরিখে রোজারিও মাদক কারবারিদের চারণভূমি বলা যেতে পারে ৷ তবে, রোজারিও শহর থেকেই উঠে এসেছেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি ৷ তাঁর এক আত্মীয়ের মালিকানাধীন সুপার মার্কেটে একবছর আগে আঁততায়ীরা গুলি চালিয়েছিল ৷ সেই সঙ্গে একটি বার্তা মেসির জন্য ছেড়ে গিয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল, "মেসি তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি ৷" যা সরাসরি হুমকি ছিল বলে জানিয়েছিল রোজারিও পুলিশ ৷
আরও পড়ুন: