ETV Bharat / sports

খেলতে চান 100 টেস্ট, আইপিএলের অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান আকাশ দীপ - Bengal Pro T20 League - BENGAL PRO T20 LEAGUE

Bengal Pro T20 League 2024: 11 জুন থেকে সূচনা বেঙ্গল প্রো টি-20 লিগের ৷ প্রথম ম্যাচেই হারবার ডায়মণ্ডসের মুখোমুখি শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ আইপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে বিপিএল খেলতে মুখিয়ে রয়েছেন শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি ক্রিকেটার আকাশ দীপ ৷

Akash Deep
ভারতীয় ক্রিকেটার আকাশ দীপ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 10:29 AM IST

কলকাতা, 5 জুন: চলতি মরশুমের আইপিএলে খেলেছেন ৷ কোটি টাকার লিগের সেই অভিজ্ঞতাকেই বিপিএলেও কাজে লাগাতে চান ক্রিকেটার আকাশ দীপ ৷ তাঁর কথায়,"আমার এ বছরের আইপিএল খেলার অভিজ্ঞতাই বেঙ্গল প্রো টি-20 লিগে সাহায্য করবে । আমি চলতি বছরে নিজের ক্রিকেট উপভোগ করছি । প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় এ দলে সুযোগ পাই । তারপর বাংলার হয়ে রণজি ট্রফিতে খেলার সময় জানতে পারি ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেয়েছি । আমি সেই ধরনের ক্রিকেটার নই, যে ভারতীয় দলে সুযোগ পেয়েই সন্তুষ্ট হয়ে যাব । আমি সেই ক্রিকেটার যে দেশের হয়ে পঞ্চাশ থেকে একশোটি টেস্ট খেলতে চায় ৷"

11 জুন থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-20 লিগ ৷ 18 দিনের টুর্নামেন্ট বেঙ্গল প্রো টি-20 লিগ শেষ হবে 28 জুন । প্রথম ম্যাচে শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মণ্ডস পরস্পরের মুখোমুখি হবে । এই প্রতিযোগিতায় হারবার ডায়মণ্ডসের মার্কি ক্রিকেটার মনোজ তিওয়ারি । শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি ক্রিকেটার আকাশ দীপ । আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করার পরে ফের আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে চলেছেন তিনি । সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি-20 লিগে কেবলমাত্র বাংলার ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন ।

সম্প্রতি, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেটারদের উঠে আসার প্রসঙ্গে মুকেশকুমার, আকাশ দীপ ও অভিষেক পোড়েলদের প্রশংসা করেছেন । বেঙ্গল প্রো লিগ টি-20 লিগ শুরু করার পেছনে তাঁর ভূমিকা যথেষ্ট । কার্যত, পর্দার আড়ালে থেকে এই লিগের সফল বাস্তবায়নে ভূমিকা নিচ্ছেন তিনি । ইতিমধ্যেই অংশগ্রহণকারী ক্রিকেটাররা প্রশংসা করেছেন এই লিগের । আকাশ দীপ বলছেন, "গত দু'মাস ধরে আমি আইপিএল খেলে এসেছি এবং এই ধরনের টি-20 লিগে খেলার দিকে তাকিয়ে রয়েছি । অনেক নতুন প্রতিভা বেঙ্গল প্রো টি-20 লিগে উঠে আসবে । সিনিয়র ক্রিকেটার হিসেবে ভালো খেলা এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের তৈরি করা আমাদের দায়িত্ব ।"

শিলিগুড়ি স্ট্রাইকার্স এর মার্কি ক্রিকেটারের সংযোজন, "বেঙ্গল প্রো টি-20 লিগ শুরু হওয়ার কথা শোনার পর থেকেই আমি ভীষণ রোমাঞ্চিত ! শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পেয়ে একইভাবে রোমাঞ্চিত আমি । শিলিগুড়ি স্ট্রাইকার্সকে বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে দেখে নিশ্চিতভাবে ক্রিকেটের প্রতি শিলিগুড়িতে আগ্রহ গড়ে উঠতে সাহায্য করবে ৷" শিলিগুড়ি স্ট্রাইকার্সের ম্যানেজমেন্ট, কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন আকাশ দীপ । কী করা প্রয়োজন এবং টুর্নামেন্ট কী ভাবে খেলতে হবে, তা নিয়ে পরিকল্পনা নিজের মতো সাজাচ্ছেন তিনি ।

কলকাতা, 5 জুন: চলতি মরশুমের আইপিএলে খেলেছেন ৷ কোটি টাকার লিগের সেই অভিজ্ঞতাকেই বিপিএলেও কাজে লাগাতে চান ক্রিকেটার আকাশ দীপ ৷ তাঁর কথায়,"আমার এ বছরের আইপিএল খেলার অভিজ্ঞতাই বেঙ্গল প্রো টি-20 লিগে সাহায্য করবে । আমি চলতি বছরে নিজের ক্রিকেট উপভোগ করছি । প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় এ দলে সুযোগ পাই । তারপর বাংলার হয়ে রণজি ট্রফিতে খেলার সময় জানতে পারি ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেয়েছি । আমি সেই ধরনের ক্রিকেটার নই, যে ভারতীয় দলে সুযোগ পেয়েই সন্তুষ্ট হয়ে যাব । আমি সেই ক্রিকেটার যে দেশের হয়ে পঞ্চাশ থেকে একশোটি টেস্ট খেলতে চায় ৷"

11 জুন থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-20 লিগ ৷ 18 দিনের টুর্নামেন্ট বেঙ্গল প্রো টি-20 লিগ শেষ হবে 28 জুন । প্রথম ম্যাচে শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মণ্ডস পরস্পরের মুখোমুখি হবে । এই প্রতিযোগিতায় হারবার ডায়মণ্ডসের মার্কি ক্রিকেটার মনোজ তিওয়ারি । শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি ক্রিকেটার আকাশ দীপ । আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করার পরে ফের আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে চলেছেন তিনি । সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি-20 লিগে কেবলমাত্র বাংলার ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন ।

সম্প্রতি, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেটারদের উঠে আসার প্রসঙ্গে মুকেশকুমার, আকাশ দীপ ও অভিষেক পোড়েলদের প্রশংসা করেছেন । বেঙ্গল প্রো লিগ টি-20 লিগ শুরু করার পেছনে তাঁর ভূমিকা যথেষ্ট । কার্যত, পর্দার আড়ালে থেকে এই লিগের সফল বাস্তবায়নে ভূমিকা নিচ্ছেন তিনি । ইতিমধ্যেই অংশগ্রহণকারী ক্রিকেটাররা প্রশংসা করেছেন এই লিগের । আকাশ দীপ বলছেন, "গত দু'মাস ধরে আমি আইপিএল খেলে এসেছি এবং এই ধরনের টি-20 লিগে খেলার দিকে তাকিয়ে রয়েছি । অনেক নতুন প্রতিভা বেঙ্গল প্রো টি-20 লিগে উঠে আসবে । সিনিয়র ক্রিকেটার হিসেবে ভালো খেলা এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের তৈরি করা আমাদের দায়িত্ব ।"

শিলিগুড়ি স্ট্রাইকার্স এর মার্কি ক্রিকেটারের সংযোজন, "বেঙ্গল প্রো টি-20 লিগ শুরু হওয়ার কথা শোনার পর থেকেই আমি ভীষণ রোমাঞ্চিত ! শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পেয়ে একইভাবে রোমাঞ্চিত আমি । শিলিগুড়ি স্ট্রাইকার্সকে বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে দেখে নিশ্চিতভাবে ক্রিকেটের প্রতি শিলিগুড়িতে আগ্রহ গড়ে উঠতে সাহায্য করবে ৷" শিলিগুড়ি স্ট্রাইকার্সের ম্যানেজমেন্ট, কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন আকাশ দীপ । কী করা প্রয়োজন এবং টুর্নামেন্ট কী ভাবে খেলতে হবে, তা নিয়ে পরিকল্পনা নিজের মতো সাজাচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.