কলকাতা, 1 মার্চ: বয়স ভাঁড়ানোর অভিযোগে অনূর্ধ্ব-17 আই লিগ থেকে নির্বাসিত ইস্টবেঙ্গল । 2023-24 মরশুমে জাতীয় লিগে আর খেলতে পারবে না ইস্টবেঙ্গলের ছোটরা । ছোটদের ডার্বি হারের পরেই লাল-হলুদের কয়েকজন ফুটবলারের নামে অভিযোগ দায়ের করেছিল মোহনবাগান । তা নিয়ে কম জলঘোলা হয়নি । সেই অভিযোগ প্রমাণিত হতেই নির্বাসিত শতাব্দীপ্রাচীন ক্লাব । ডার্বির পর মোহনবাগানের কোচ বাস্তব রায় কয়েকজন ফুটবলারকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন । তার ভিত্তিতেই অভিযোগ দায়ের করা হয়েছিল দলের তরফে ।
ইস্টবেঙ্গল নির্বাসিত হওয়ায় গ্রুপের এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট । ইস্টবেঙ্গল শাস্তির কবলে পড়ায় ইউনাইটেড স্পোর্টস সুযোগ পাচ্ছে । ডার্বি হারের পরেই মোহনবাগান বয়স ভাঁড়ানো নিয়ে অভিযোগ করেছিল । তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ফেডারেশন । তদন্তের শেষে পয়েন্ট কাটা হয় ইস্টবেঙ্গল যুব দলের । তারপরেই এবার নির্বাসনের খাঁড়া নামাল এআইএফএফ । ফলে অস্বস্তিতে পদ্মাপাড়ের ক্লাব ।
ক্লাবের পাশাপাশি অভিযক্ত ছয় ফুটবলারকে চার বছরের জন্য সাসপেন্ড করেছে ফেডারেশন । শাস্তি পাওয়া ফুটবলারদের মধ্যে একজন ফুটবলার আগে মোহনবাগানের জুনিয়র দলে খেলতেন । অনূর্ধ্ব-17 ইয়ুথ লিগে রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডে তার নাম পরিবর্তন করা হলেও সংশ্লিষ্ট ফুটবলারের বাবার নাম পরিবর্তন হয়নি । এই অপরাধের জন্য আর্থিক জরিমানার মত বড় শাস্তির মুখে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকেও । 60 হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, 10 বা 11 মার্চ ম্যাচ সম্ভব নয় ৷ বাইরে গিয়েও খেলতে রাজি নয় ইস্টবেঙ্গল ৷ আধার কার্ড জালিয়াতি করা বড় অপরাধ । কেন ইস্টবেঙ্গল এই কাজ করেছে সেটাও বড় প্রশ্ন । যদিও ওই অভিযোগ ওঠার পরেই সংশ্লিষ্ট ফুটবলারকে লিগের পরবর্তী ম্যাচে আর নামায়নি । সংশ্লিষ্ট ফুটবলারটি সেই সময় নিজের দায় স্বীকার করে ক্লাবকে দায়মুক্ত করা চেষ্টা করেছিলেন । কিন্তু ফেডারেশন সেই যুক্তি শুনলেও মানেনি । বরং ফুটবলার এবং ক্লাব দু'জনকেই শাস্তির কবলে নিয়ে এসেছে । আইএসএল ডার্বি আয়োজন নিয়ে অস্বস্তির মধ্যে যুব লিগ থেকে নির্বাসন । ইস্টবেঙ্গলের সময়টাই খারাপ ।
আরও পড়ুন: