কলকাতা, 7 সেপ্টেম্বর: ফুটবল মাঠে স্লোগানটা উঠেছিল আগেই ৷ আরজি কর কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে সরব হয়েছে কলকাতার তিন প্রধান ৷ কাঁধে কাঁধ মিলিয়ে শহরের রাস্তায় হেঁটেছিল লাল-হলুদ, সবুজ-মেরুন এবং সাদা-কালো ৷ তবে ক্রিকেট জগৎকে সেই অর্থে সামনে আসতে দেখা যায়নি এতদিন ৷ শেষমেশ আরজি কর হাসপাতালের ঘটনায় 'তিলোত্তমা'র ন্য়ায়বিচার চেয়ে সরব বাংলার ক্রিকেটাররা ৷ সবমিলিয়ে বাইশ গজেও এবার স্বর উঠল 'জাস্টিস ফর আরজি কর' ৷
শনিবার কলকাতা ক্রিকেট ক্লাবের দলবদলে কালীঘাট ক্লাবের পক্ষে সই করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার এবং ঋদ্ধিমান সাহা। সেখানেই অনুষ্টুপ মজুমদার জানালেন, এই বছর সিএবি'র যে বর্ষসেরা ক্রিকেটারের যে সম্মান পাচ্ছেন; তিনি সেটা তিলোত্তমাকে উৎসর্গ করছেন। বিচার চেয় সরব হলেন স্টাম্পার-ব্যাটার ঋদ্ধিমানও ৷ জাতীয় দলের হয়ে 40 টেস্ট খেলা ক্রিকেটার এককথায় জানালেন, যে সত্যিকারের দোষী সে উপযুক্ত শাস্তি পাক ৷
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় ফুটবল মাঠের গ্যালারিতে প্রতিবাদী টিফো-ব্যানার আলোড়ন ফেলেছেন অনুরাগীরা। এমনকী, ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের সমর্থকরা একযোগে রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন পারস্পরিক মেঠো বৈরিতা ভুলে। সেই স্বর দেরিতে হলেও ফিরল কলকাতার বাইশ গজে। বাংলার বর্ষসেরা ক্রিকেটার তার মত করে প্রতিবাদের সুর চড়ালেন। এর আগে ঋদ্ধিমান সাহা সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। শনিবারও সংবাদমাদ্যমের সামনেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন, চাইলেন বিচার ৷
রাজ্য সরকারের মন্ত্রী মনোজ তিওয়ারিও তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে সিবিআই'য়ের দিকে তাকিয়ে। প্রাক্তন বাংলা অধিনায়কের কথায়, "এই ঘটনা পুনরায় ঘটানোর সাহস যাতে কেউ না-পায় সেজন্য ইতিমধ্যে বিধানসভায় বিল পাশ হয়েছে। দোষীরা শাস্তি পাক তা চাই। আমিও সকলের মতই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ৷"