ETV Bharat / sports

'আর কখনও আসব না', ভারতে এসে স্টেডিয়ামের অব্যবস্থায় বেজায় ক্ষুব্ধ আফগানিস্তান - AFGHANISTAN VS NEW ZEALAND TEST - AFGHANISTAN VS NEW ZEALAND TEST

AFGHANISTAN FRUSTRATED ON GREATER NOIDA STADIUM: কিউয়িদের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথমদিনের খেলা না-হওয়ায় বেজায় ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট ৷ গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ আফগান বোর্ডের এক আধিকারিক জানালেন, কখনও আর খেলতে আসবেন না এখানে ৷

AFGHANISTAN VS NEW ZEALAND TEST
মাঠ পরিদর্শনে আফগান কোচ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 1:43 PM IST

নয়ডা, 10 সেপ্টেম্বর: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথমদিনের খেলা ভেস্তে যাওয়ায় চরম হতাশ আফগানিস্তান ক্রিকেট দল ৷ তবে গ্রেটার নয়ডা স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা এবং অপর্যাপ্ত পরিকাঠামোয় ক্ষোভ চেপে রাখতে পারল না আফগানিস্তান ক্রিকেট দল ৷ সোমবার সারাদিন ম্য়াচের সময় বৃষ্টি না-হওয়া সত্ত্বেও স্রেফ পরিকাঠামোর অভাব এবং খারাপ নিকাশি ব্যবস্থার কারণে একটিও বল গড়ায়নি ৷ ফলত ক্ষোভ উগরে আফগানিস্তান ক্রিকেট দল জানিয়ে, আর কখনও তারা এখানে আসবেন না ৷

শহিদ বিজয় সিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামকে 2017 সালে বিসিসিআই নিষিদ্ধ করেছিল ম্যাচ-ফিক্সিংয়ের কারণে ৷ তারপর থেকে বিসিসিআই'য়ের সঙ্গে সম্পর্কিত কোনও ম্যাচ সেখানে আয়োজিত হয়নি ৷ অথচ সেই স্টেডিয়ামই আফগানিস্তানকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট আয়োজনের জন্য ৷ কিন্তু সোমবারের ঘটনায় ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়া'কে জানিয়েছেন, তাঁদের প্রথম পছন্দ ছিল লখনউ স্টেডিয়াম ৷ কিন্তু তাঁদের নয়ডার এই স্টেডিয়ামে খেলতে দেওয়া হয় ৷

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওই আধিকারিকের কথায়, "ভেন্যুতে অব্যবস্থা চূড়ান্ত ৷ অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা না-থাকা আফগানিস্তান ক্রিকেট দলকে বিরক্ত করে তুলেছে ৷ এটা চরম গাফিলতি ৷ আমরা কখনও আর এখানে খেলতে আসব না ৷" এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এই টেস্ট ম্য়াচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না-হলেও আইসিসি'র অধিভুক্ত সিরিজ ৷

সোমবার সারারাত বৃষ্টির কারণে সকালে আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ সঠিক সময়ে শুরু করা যায়নি ৷ মনে করা হয়েছিল মাঠকর্মীদের সহায়তায় পরে শুরু করা যাবে ম্য়াচ ৷ কিন্তু খারাপ ড্রেনেজ সিস্টেম, সুপার-সপার আসতে দেরি হওয়া; সবকিছু মিলিয়ে প্রথমদিন গড়ায়নি একটি বলও ৷ দ্বিতীয়দিনেও এখনও পর্যন্ত শুরু হয়নি ম্য়াচ ৷

নয়ডা, 10 সেপ্টেম্বর: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথমদিনের খেলা ভেস্তে যাওয়ায় চরম হতাশ আফগানিস্তান ক্রিকেট দল ৷ তবে গ্রেটার নয়ডা স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা এবং অপর্যাপ্ত পরিকাঠামোয় ক্ষোভ চেপে রাখতে পারল না আফগানিস্তান ক্রিকেট দল ৷ সোমবার সারাদিন ম্য়াচের সময় বৃষ্টি না-হওয়া সত্ত্বেও স্রেফ পরিকাঠামোর অভাব এবং খারাপ নিকাশি ব্যবস্থার কারণে একটিও বল গড়ায়নি ৷ ফলত ক্ষোভ উগরে আফগানিস্তান ক্রিকেট দল জানিয়ে, আর কখনও তারা এখানে আসবেন না ৷

শহিদ বিজয় সিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামকে 2017 সালে বিসিসিআই নিষিদ্ধ করেছিল ম্যাচ-ফিক্সিংয়ের কারণে ৷ তারপর থেকে বিসিসিআই'য়ের সঙ্গে সম্পর্কিত কোনও ম্যাচ সেখানে আয়োজিত হয়নি ৷ অথচ সেই স্টেডিয়ামই আফগানিস্তানকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট আয়োজনের জন্য ৷ কিন্তু সোমবারের ঘটনায় ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়া'কে জানিয়েছেন, তাঁদের প্রথম পছন্দ ছিল লখনউ স্টেডিয়াম ৷ কিন্তু তাঁদের নয়ডার এই স্টেডিয়ামে খেলতে দেওয়া হয় ৷

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওই আধিকারিকের কথায়, "ভেন্যুতে অব্যবস্থা চূড়ান্ত ৷ অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা না-থাকা আফগানিস্তান ক্রিকেট দলকে বিরক্ত করে তুলেছে ৷ এটা চরম গাফিলতি ৷ আমরা কখনও আর এখানে খেলতে আসব না ৷" এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এই টেস্ট ম্য়াচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না-হলেও আইসিসি'র অধিভুক্ত সিরিজ ৷

সোমবার সারারাত বৃষ্টির কারণে সকালে আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ সঠিক সময়ে শুরু করা যায়নি ৷ মনে করা হয়েছিল মাঠকর্মীদের সহায়তায় পরে শুরু করা যাবে ম্য়াচ ৷ কিন্তু খারাপ ড্রেনেজ সিস্টেম, সুপার-সপার আসতে দেরি হওয়া; সবকিছু মিলিয়ে প্রথমদিন গড়ায়নি একটি বলও ৷ দ্বিতীয়দিনেও এখনও পর্যন্ত শুরু হয়নি ম্য়াচ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.