ETV Bharat / sports

ইরানে খেলতে না-যাওয়ার শাস্তি, চ্য়াম্পিয়ন্স লিগে বাগানের অংশগ্রহণ প্রত্য়াহার এএফসি'র - AFC CHAMPIONS LEAGUE TWO - AFC CHAMPIONS LEAGUE TWO

MOHUN BAGAN PENALISED: ট্র্য়াক্টর এফসি'র বিরুদ্ধে খেলতে না-যাওয়ার শাস্তি পেল মোহনবাগান ৷ চ্য়াম্পিয়ন্স লিগ-টু'য়ে আর খেলা হবে না মোলিনার দলের ৷

MOHUN BAGAN PENALISED
মোহনবাগানকে শাস্তি দিল এএফসি (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 7, 2024, 2:59 PM IST

Updated : Oct 7, 2024, 3:10 PM IST

কুয়ালালামপুর, 7 অক্টোবর: যুদ্ধের আবহে ইরানে এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ-টু খেলতে না-যাওয়ার বড়সড় খেসারত দিতে হল মোহনবাগানকে ৷ ট্র্য়াক্টর এফসি'র বিরুদ্ধে খেলতে না-যাওয়ার শাস্তি হিসেবে সবুজ-মেরুন অংশগ্রহণ প্রত্যাহার করেছে বলে বিবেচনায় জানাল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ প্রতিযোগিতার নিয়মের 5.2 ধারায় বাগান অংশগ্রহণ প্রত্যাহার করেছে বলে ঘোষণা করল এশিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷

অংশগ্রহণের পাশাপাশি সবুজ-মেরুনের সমস্ত পয়েন্ট এবং গোল বাতিল হিসেবে গণ্য হবে বলে সোমবার জানিয়েছে এএফসি ৷ গত 2 অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স-টু'য়ে তাবরিজে গিয়ে ট্র্যাক্টর এফসি'র বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগানের ৷ কিন্তু হেজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহের মৃত্যু পরবর্তী সময় মধ্যপ্রাচ্যের দেশটিতে যুদ্ধের বাতাবরণ তৈরি হওয়ায় সেদেশে খেলতে যেতে অস্বীকার করে কলকাতা জায়ান্টরা ৷ নিরাপত্তার কারণে তাঁরা সে দেশে খেলতে যেতে রাজি নয়, প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়ে এএফসি'কে চিঠিও লেখে তাঁরা ৷ কিন্তু বাগানের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল এএফসি ৷

এএফসি সোমবার বিবৃতিতে বলেছে, "গত 2 অক্টোবর, 2024 তাবরিজে ট্র্য়াক্টর এফসি'র বিরুদ্ধে খেলতে না যাওয়ায় 2024-25 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের আর্টিকল 5.2 অনুযায়ী এসিএল-টু প্রতিযোগিতা থেকে মোহনবাগান সুপার জায়ান্ট অংশগ্রহণ প্রত্য়াহার করছে বলে ধরে নেওয়া হয়েছে ৷" পাশাপাশি প্রতিযোগিতার আর্টিকল 5.6 অনুযায়ী বাগানের সমস্ত ফলাফল এবং রেকর্ড বাতিল ও অকার্যকর হিসেবেও গণ্য হবে বলে জানিয়েছে এএফসি ৷

তবে পুনরায় আলোচনা এবং সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য এএফসি বিষয়টি তাঁদের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠাবে ৷ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের প্রথম ম্য়াচে ঘরের মাঠে তাজিকিস্তানের রভশন ক্লাবের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ৷ সেই ম্য়াচে গোলশূন্য ড্র করে তাঁরা ৷ এরপর দ্বিতীয় ম্যাচ খেলতে ইরান উড়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু মিসাইল হামলার কারণে খেলতে যেতে অস্বীকার করে বাগান ম্যানেজমেন্ট ৷

কুয়ালালামপুর, 7 অক্টোবর: যুদ্ধের আবহে ইরানে এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ-টু খেলতে না-যাওয়ার বড়সড় খেসারত দিতে হল মোহনবাগানকে ৷ ট্র্য়াক্টর এফসি'র বিরুদ্ধে খেলতে না-যাওয়ার শাস্তি হিসেবে সবুজ-মেরুন অংশগ্রহণ প্রত্যাহার করেছে বলে বিবেচনায় জানাল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ প্রতিযোগিতার নিয়মের 5.2 ধারায় বাগান অংশগ্রহণ প্রত্যাহার করেছে বলে ঘোষণা করল এশিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷

অংশগ্রহণের পাশাপাশি সবুজ-মেরুনের সমস্ত পয়েন্ট এবং গোল বাতিল হিসেবে গণ্য হবে বলে সোমবার জানিয়েছে এএফসি ৷ গত 2 অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স-টু'য়ে তাবরিজে গিয়ে ট্র্যাক্টর এফসি'র বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগানের ৷ কিন্তু হেজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহের মৃত্যু পরবর্তী সময় মধ্যপ্রাচ্যের দেশটিতে যুদ্ধের বাতাবরণ তৈরি হওয়ায় সেদেশে খেলতে যেতে অস্বীকার করে কলকাতা জায়ান্টরা ৷ নিরাপত্তার কারণে তাঁরা সে দেশে খেলতে যেতে রাজি নয়, প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়ে এএফসি'কে চিঠিও লেখে তাঁরা ৷ কিন্তু বাগানের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল এএফসি ৷

এএফসি সোমবার বিবৃতিতে বলেছে, "গত 2 অক্টোবর, 2024 তাবরিজে ট্র্য়াক্টর এফসি'র বিরুদ্ধে খেলতে না যাওয়ায় 2024-25 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের আর্টিকল 5.2 অনুযায়ী এসিএল-টু প্রতিযোগিতা থেকে মোহনবাগান সুপার জায়ান্ট অংশগ্রহণ প্রত্য়াহার করছে বলে ধরে নেওয়া হয়েছে ৷" পাশাপাশি প্রতিযোগিতার আর্টিকল 5.6 অনুযায়ী বাগানের সমস্ত ফলাফল এবং রেকর্ড বাতিল ও অকার্যকর হিসেবেও গণ্য হবে বলে জানিয়েছে এএফসি ৷

তবে পুনরায় আলোচনা এবং সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য এএফসি বিষয়টি তাঁদের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠাবে ৷ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের প্রথম ম্য়াচে ঘরের মাঠে তাজিকিস্তানের রভশন ক্লাবের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ৷ সেই ম্য়াচে গোলশূন্য ড্র করে তাঁরা ৷ এরপর দ্বিতীয় ম্যাচ খেলতে ইরান উড়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু মিসাইল হামলার কারণে খেলতে যেতে অস্বীকার করে বাগান ম্যানেজমেন্ট ৷

Last Updated : Oct 7, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.