ETV Bharat / sports

প্যারিসের দলে নেই আভা, বিশ্ব অ্যাথলেটিক্সের দিকে দায় ঠেলছে ফেডারেশন - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Abha Khatua: প্যারিস অলিম্পিক্সে সফরকারী ভারতীয় অ্যাথলিটদের তালিকায় নাম নেই শটপাটার আভা খাটুয়ার ৷ তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ এই বিষয়ে কোনও কারণ জানানো হয়নি আইওএ’র তরফে ।

Paris Olympic 2024
প্যারিসের দলে নেই আভা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 4:22 PM IST

কলকাতা, 18 জুলাই: অলিম্পিক্সের দল থেকে বাদ আভা খাটুয়া । ভারতের অলিম্পিক্সগামী দলে সুযোগ পেয়েছিলেন বাঙালি কন্যে । কিন্তু ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় ইভেন্টে নামার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে গেল আভার । দিনকয়েক আগে আভার বাদ পড়ার বিষয়টি সামনে আসে । কিন্তু কেন এই বাদ পড়া, তা পরিস্কার ছিল না । ঘটনায় বিশ্ব অ্যাথলেটিক্সের দিকে আঙুল তুলেছে ফেডারেশন ।

শেষবেলায় বিশ্ব ক্রমপর্যায়ে আভা 23 নম্বরে উঠে এসেছিলেন। ক্রমপর্যায়ে উন্নত হওয়ার জন্যই পেয়েছিলেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ছাড়পত্র । দেশের অন্য অ্যাথলিটদের সঙ্গে প্রস্তুতি নিতে ইতিমধ্যে তুরস্কেও রওনা হয়েছেন । তবে প্যারিসে তিনি আদৌ লড়াইয়ের সুযোগ পাবেন কি না, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা !

বুধবার প্যারিস অলিম্পিক্সের জন্য 117 জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন । সেখানে নাম নেই আভার । অলিম্পিক্সের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন আইওএ’কে 30 জনের নাম পাঠিয়েছিল । সেই তালিকা থেকে একমাত্র বাদ পড়েছেন আভা । কেন বাদ গিয়েছেন তিনি ? এই বিষয়ে কোনও কারণ জানানো হয়নি আইওএ’র তরফে ।

ফোন ধরেননি আইওএ প্রধান পিটি উষা । অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালাও কোনও স্পষ্ট জবাব দেননি । ফোন না-ধরলেও হোয়াটসঅ্যাপে দায়সারাভাবে জবাব দিয়েছেন । সেই জবাবে তিনি অবশ্য পরোক্ষে দায় চাপিয়েছেন অ্যাথলেটিক্সের আন্তর্জাতিক নিয়ামক সংস্থার ওপর । তিনি বলেন, “আভার নাম বিশ্ব অ্যাথলেটিক্স থেকে বাদ দেওয়া হয়েছে । আমরা বিষয়টি নিয়ে কথা বলছি । তবে কী আলোচনা হয়েছে, সেটা এখনই প্রকাশ্যে বলার সময় আসেনি । বাদ যাওয়ার কারণ প্রকাশ না-করার নির্দেশ রয়েছে ।’’ ফেডারেশন সূত্রও অবশ্য বলছে, বিশ্ব অ্যাথলেটিক্স কোনও অ্যাথলিটকে বাদ দেওয়ার কারণ বিস্তারিতভাবে জানায় না ।

এই বিষয়ে এখনও মুখ খোলেননি আভা । অ্যাথলেটিক্স জীবনের অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে প্যারিসের ছাড়পত্র পেয়েছিলেন । পারিবারিক চরম দুঃখের মধ্যেও অলিম্পিকের ছাড়পত্র ফের স্বপ্ন দেখতে সাহস যুগিয়েছিল । তিনি নিজেও বিশ্ব মঞ্চে নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য সাজিয়েছিলেন । সাম্প্রতিক সময়ের দুরন্ত ফর্ম আভাকে ঘুরে দাঁড়াতে আশাবাদী করেছিল ।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা হলেও তিনি চাকরিসূত্রে খেলেন মহারাষ্ট্রের হয়ে । কোনও রাখঢাক না করেই বলেন, “অবস্থা আমাকে বাধ্য করেছে বাংলার বদলে অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করতে ।” মানিয়ে নিয়ে লড়াইটা নিজের মত করে সাজিয়ে সাফল্যের আলো দেখেছিলেন । অতি সম্প্রতি আভা শটপাটে জাতীয় রেকর্ড গড়েছেন ভুবনেশ্বরে ফেডারেশন কাপে । 18.41 মিটার থ্রো জাতীয় রেকর্ডই গড়ে দেয়নি, বিশ্ব ক্রমপর্যায়ে প্রথম পঁচিশে তুলে নিয়ে এসেছিল । সম্প্রতি আন্তঃরাজ্য মিটেও তিনি সোনা জেতেন । এই পারফরম্যান্স সরাসরি অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার জন্য যথেষ্ট ছিল না । তবে ধারাবাহিকভাবে ভালো খেলার ফলেই ক্রমপর্যায়ের উন্নতি হয়েছিল । শেষপর্যন্ত সেই উন্নত ক্রমপর্যায়ের সুবাদেই মিলেছিল প্যারিসের ছাড়পত্র । যদিও বুধবারের পর বঙ্গ-কন্যার অলিম্পিক্সের স্বপ্নপূরণ হওয়া নিয়েই প্রশ্ন উঠছে । সাফল্যের আভা প্যারিসে ছড়াতে চেয়েছিলেন বঙ্গের শটপাটার । বর্তমান পরিস্থিতি ফের আভার জীবনে বঞ্চনার অজানা কাহিনীকে ধাক্কা দেবে।

কলকাতা, 18 জুলাই: অলিম্পিক্সের দল থেকে বাদ আভা খাটুয়া । ভারতের অলিম্পিক্সগামী দলে সুযোগ পেয়েছিলেন বাঙালি কন্যে । কিন্তু ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় ইভেন্টে নামার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে গেল আভার । দিনকয়েক আগে আভার বাদ পড়ার বিষয়টি সামনে আসে । কিন্তু কেন এই বাদ পড়া, তা পরিস্কার ছিল না । ঘটনায় বিশ্ব অ্যাথলেটিক্সের দিকে আঙুল তুলেছে ফেডারেশন ।

শেষবেলায় বিশ্ব ক্রমপর্যায়ে আভা 23 নম্বরে উঠে এসেছিলেন। ক্রমপর্যায়ে উন্নত হওয়ার জন্যই পেয়েছিলেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ছাড়পত্র । দেশের অন্য অ্যাথলিটদের সঙ্গে প্রস্তুতি নিতে ইতিমধ্যে তুরস্কেও রওনা হয়েছেন । তবে প্যারিসে তিনি আদৌ লড়াইয়ের সুযোগ পাবেন কি না, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা !

বুধবার প্যারিস অলিম্পিক্সের জন্য 117 জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন । সেখানে নাম নেই আভার । অলিম্পিক্সের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন আইওএ’কে 30 জনের নাম পাঠিয়েছিল । সেই তালিকা থেকে একমাত্র বাদ পড়েছেন আভা । কেন বাদ গিয়েছেন তিনি ? এই বিষয়ে কোনও কারণ জানানো হয়নি আইওএ’র তরফে ।

ফোন ধরেননি আইওএ প্রধান পিটি উষা । অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালাও কোনও স্পষ্ট জবাব দেননি । ফোন না-ধরলেও হোয়াটসঅ্যাপে দায়সারাভাবে জবাব দিয়েছেন । সেই জবাবে তিনি অবশ্য পরোক্ষে দায় চাপিয়েছেন অ্যাথলেটিক্সের আন্তর্জাতিক নিয়ামক সংস্থার ওপর । তিনি বলেন, “আভার নাম বিশ্ব অ্যাথলেটিক্স থেকে বাদ দেওয়া হয়েছে । আমরা বিষয়টি নিয়ে কথা বলছি । তবে কী আলোচনা হয়েছে, সেটা এখনই প্রকাশ্যে বলার সময় আসেনি । বাদ যাওয়ার কারণ প্রকাশ না-করার নির্দেশ রয়েছে ।’’ ফেডারেশন সূত্রও অবশ্য বলছে, বিশ্ব অ্যাথলেটিক্স কোনও অ্যাথলিটকে বাদ দেওয়ার কারণ বিস্তারিতভাবে জানায় না ।

এই বিষয়ে এখনও মুখ খোলেননি আভা । অ্যাথলেটিক্স জীবনের অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে প্যারিসের ছাড়পত্র পেয়েছিলেন । পারিবারিক চরম দুঃখের মধ্যেও অলিম্পিকের ছাড়পত্র ফের স্বপ্ন দেখতে সাহস যুগিয়েছিল । তিনি নিজেও বিশ্ব মঞ্চে নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য সাজিয়েছিলেন । সাম্প্রতিক সময়ের দুরন্ত ফর্ম আভাকে ঘুরে দাঁড়াতে আশাবাদী করেছিল ।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা হলেও তিনি চাকরিসূত্রে খেলেন মহারাষ্ট্রের হয়ে । কোনও রাখঢাক না করেই বলেন, “অবস্থা আমাকে বাধ্য করেছে বাংলার বদলে অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করতে ।” মানিয়ে নিয়ে লড়াইটা নিজের মত করে সাজিয়ে সাফল্যের আলো দেখেছিলেন । অতি সম্প্রতি আভা শটপাটে জাতীয় রেকর্ড গড়েছেন ভুবনেশ্বরে ফেডারেশন কাপে । 18.41 মিটার থ্রো জাতীয় রেকর্ডই গড়ে দেয়নি, বিশ্ব ক্রমপর্যায়ে প্রথম পঁচিশে তুলে নিয়ে এসেছিল । সম্প্রতি আন্তঃরাজ্য মিটেও তিনি সোনা জেতেন । এই পারফরম্যান্স সরাসরি অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার জন্য যথেষ্ট ছিল না । তবে ধারাবাহিকভাবে ভালো খেলার ফলেই ক্রমপর্যায়ের উন্নতি হয়েছিল । শেষপর্যন্ত সেই উন্নত ক্রমপর্যায়ের সুবাদেই মিলেছিল প্যারিসের ছাড়পত্র । যদিও বুধবারের পর বঙ্গ-কন্যার অলিম্পিক্সের স্বপ্নপূরণ হওয়া নিয়েই প্রশ্ন উঠছে । সাফল্যের আভা প্যারিসে ছড়াতে চেয়েছিলেন বঙ্গের শটপাটার । বর্তমান পরিস্থিতি ফের আভার জীবনে বঞ্চনার অজানা কাহিনীকে ধাক্কা দেবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.