ETV Bharat / sports

জল্পনায় সিলমোহর! ভামিকার পর 'বিরুষ্কা'র জীবনে আসছে দ্বিতীয় সন্তান - AB De Villiers

Virat Kohli and Anushka Sharma: জল্পনায় সিলমোহর! দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট ৷ বিরুষ্কার জীবনে আসছে নয়া সদস্য ৷ এই খবর আগে থেকেই আন্দাজ করছিলেন বিরাট ও অনুষ্কার ফ্যানরা ৷ তবে সেই রটনাকে সত্যি বললেন 'বিরাট' বন্ধু এবি ডিভিলিয়ার্স ৷ তিনি জানালেন বিরাট ও অনুষ্কার জীবনে আসছে নয়া সদস্য ৷ তাই পরিবারকে সময় দিচ্ছেন বিরাট ৷

Virat Kohli and Anushka Sharma
Virat Kohli and Anushka Sharma
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 8:01 PM IST

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে আগেই সরে দাঁড়িয়েছেন বিরাট ৷ গুরুত্বপূর্ণ সিরিজের আগে পরিবারের পাশে থাকতে বিরাটের মহাপ্রস্থানের পরই কানাঘুষো শোনা যাচ্ছিল দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তারকা ক্রিকেটার ৷ ফ্যানেরা অনুমান করতে থাকেন এই মুহূর্তে অনুষ্কার সবথেকে পাশে দরকার বিরাটকে, তাই হয়তো তারকা ক্রিকেটার বাইশ গজ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছেন ৷ শনিবার এই জল্পনায় সিলমোহর দিলেন কিং কোহলির কাছের বন্ধু এবি ডি'ভিলিয়ার্স ৷ তিনি জানালেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বিরাট এখন পরিবারকে সময় দিচ্ছেন ৷

এদিন বিরাট কোহলির ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে ডি'ভিলিয়ার্সের জনপ্রিয় একটি অনুষ্ঠানের ক্লিপিংস পোস্ট করা হয় ৷ 'এবি 360 লাইভ কিউ এন এ'র একটি সেশনে এবি বলেন, "বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন, তাই বিরাট তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ তবে এই প্রশ্নোত্তর পর্বটি এবিও স্বাভাবিকভাবেই তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি বলেন, "আমার বিরাটের সঙ্গে কথা হচ্ছিল। তখনই জানতে পারি এই সুখবরের কথা। অনুষ্কা দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য।"

তিনি আরও বলেন, "ক্রিকেটার হলেও পরিবার সবসময় বেশি গুরুত্বপূর্ণ। সবাই যা করে বিরাটও তাই করছে ৷ এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।" এর আগে বেশ কয়েকবার ভাইরাল কয়েকটি ভিডিয়োয় অনুষ্কার বেবি বাম্প চর্চায় এসেছে। আর বারবারই ক্যামেরা দেখলে তা আড়াল করার চেষ্টা করেছেন বিরাট ঘরণি। যদিও এই বিষয়ে বিরাট বা অনুষ্কা এখনও কিছু জানাননি।

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
  2. তিনে পা ভামিকার, মেয়ের জন্মদিনের জন্যই ম্যাচ থেকে ছুটি বিরাটের!
  3. একে অপরের প্রশংসক, কোনওদিন দেখা না হলেও মেসেজে কথা বিরাট-নোভাকের

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে আগেই সরে দাঁড়িয়েছেন বিরাট ৷ গুরুত্বপূর্ণ সিরিজের আগে পরিবারের পাশে থাকতে বিরাটের মহাপ্রস্থানের পরই কানাঘুষো শোনা যাচ্ছিল দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তারকা ক্রিকেটার ৷ ফ্যানেরা অনুমান করতে থাকেন এই মুহূর্তে অনুষ্কার সবথেকে পাশে দরকার বিরাটকে, তাই হয়তো তারকা ক্রিকেটার বাইশ গজ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছেন ৷ শনিবার এই জল্পনায় সিলমোহর দিলেন কিং কোহলির কাছের বন্ধু এবি ডি'ভিলিয়ার্স ৷ তিনি জানালেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বিরাট এখন পরিবারকে সময় দিচ্ছেন ৷

এদিন বিরাট কোহলির ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে ডি'ভিলিয়ার্সের জনপ্রিয় একটি অনুষ্ঠানের ক্লিপিংস পোস্ট করা হয় ৷ 'এবি 360 লাইভ কিউ এন এ'র একটি সেশনে এবি বলেন, "বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন, তাই বিরাট তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ তবে এই প্রশ্নোত্তর পর্বটি এবিও স্বাভাবিকভাবেই তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি বলেন, "আমার বিরাটের সঙ্গে কথা হচ্ছিল। তখনই জানতে পারি এই সুখবরের কথা। অনুষ্কা দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য।"

তিনি আরও বলেন, "ক্রিকেটার হলেও পরিবার সবসময় বেশি গুরুত্বপূর্ণ। সবাই যা করে বিরাটও তাই করছে ৷ এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।" এর আগে বেশ কয়েকবার ভাইরাল কয়েকটি ভিডিয়োয় অনুষ্কার বেবি বাম্প চর্চায় এসেছে। আর বারবারই ক্যামেরা দেখলে তা আড়াল করার চেষ্টা করেছেন বিরাট ঘরণি। যদিও এই বিষয়ে বিরাট বা অনুষ্কা এখনও কিছু জানাননি।

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
  2. তিনে পা ভামিকার, মেয়ের জন্মদিনের জন্যই ম্যাচ থেকে ছুটি বিরাটের!
  3. একে অপরের প্রশংসক, কোনওদিন দেখা না হলেও মেসেজে কথা বিরাট-নোভাকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.