ETV Bharat / sports

6491 কোটি টাকা ! মেসি-রোনাল্ডো নন, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে চিনে নিন - RECORD SPORTS DEAL

তিনি পাবেন 765 মিলিয়ন ডলার ৷ ভারতীয় টাকায় যেই অঙ্কটা প্রায় 6491 কোটি টাকা ৷ বোনাস ধরলে আরও কয়েকশো কোটি ঢুকবে তাঁর পকেটে ৷

Juan Soto signs record Sports Deal
খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 12, 2024, 4:14 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি ৷ এক বা দু’বছর নয়, 15 বছরের চুক্তিতে ওই খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে ৷ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে দেওয়া টাকার অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে ৷ 15 বছরের চুক্তিতে তিনি পাবেন 765 মিলিয়ন ডলার ৷ ভারতীয় টাকায় যেই অঙ্কটা প্রায় 6491 কোটি টাকা ৷

শুধু এই টাকাই নয়, পাশাপাশি বহু সুবিধাও পাবেন তিনি ৷ নিয়মিত মরশুম চলাকালীন এবং অফ-মরশুমে বিলাসবহুল স্যুট পাবেন ৷ দলের প্রতিটি হোম ম্যাচে তাঁর জন্য বরাদ্দ রয়েছে চারটি করে প্রিমিয়াম টিকিট ৷ তাঁর এবং পরিবারের জন্য যাবতীয় বন্দোবস্ত করবে ক্লাব ৷ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও পাবেন তিনি ৷ আট ধরনের বোনাস পাবেন ৷ এই বোনাস ধরলে আরও কয়েকশো কোটি ঢুকবে 26 বছর বয়সি সোটোর পকেটে ৷

Juan Soto signs record Sports Deal
বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে চিনে নিন (AP)

লিও মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, এই বিশাল অঙ্কে চুক্তিবদ্ধ হয়েছেন জুয়ান সোটো ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল দল নিউ ইয়র্ক মেটস সোটোর সঙ্গে 15 বছরের চুক্তি করা হয়েছে । সেই চুক্তির অঙ্ক 765 মিলিয়ন ডলার । ক্রীড়া ইতিহাসে এটিই সবচেয়ে বেশি অঙ্কের চুক্তি ৷ এর আগে সবচেয়ে দামি চুক্তি করা হয়েছিল শোহেই ওতানির সঙ্গে । তাঁর পরেই রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

Juan Soto signs record Sports Deal
তিনি পাবেন 765 মিলিয়ন ডলার (AP)

ওতানির সঙ্গে 10 বছরের জন্য 700 মিলিয়ন ডলারের লস অ্যাঞ্জেলস ডজার্স । ভারতীয় টাকায় যে অঙ্কটা 5939 কোটি টাকা ৷ মোট টাকার অঙ্কে তাঁকে ছাপিয়ে গেলেও ম্যাচ প্রতি বেতন ধরলে ওতানিকে টপকাতে পারেননি সোটো ৷ প্রতি বছর 432 কোটি টাকা পাবেন সোটো ৷ যেখানে ওতানি পাচ্ছেন 594 কোটি টাকা ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি ৷ এক বা দু’বছর নয়, 15 বছরের চুক্তিতে ওই খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে ৷ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে দেওয়া টাকার অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে ৷ 15 বছরের চুক্তিতে তিনি পাবেন 765 মিলিয়ন ডলার ৷ ভারতীয় টাকায় যেই অঙ্কটা প্রায় 6491 কোটি টাকা ৷

শুধু এই টাকাই নয়, পাশাপাশি বহু সুবিধাও পাবেন তিনি ৷ নিয়মিত মরশুম চলাকালীন এবং অফ-মরশুমে বিলাসবহুল স্যুট পাবেন ৷ দলের প্রতিটি হোম ম্যাচে তাঁর জন্য বরাদ্দ রয়েছে চারটি করে প্রিমিয়াম টিকিট ৷ তাঁর এবং পরিবারের জন্য যাবতীয় বন্দোবস্ত করবে ক্লাব ৷ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও পাবেন তিনি ৷ আট ধরনের বোনাস পাবেন ৷ এই বোনাস ধরলে আরও কয়েকশো কোটি ঢুকবে 26 বছর বয়সি সোটোর পকেটে ৷

Juan Soto signs record Sports Deal
বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে চিনে নিন (AP)

লিও মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, এই বিশাল অঙ্কে চুক্তিবদ্ধ হয়েছেন জুয়ান সোটো ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল দল নিউ ইয়র্ক মেটস সোটোর সঙ্গে 15 বছরের চুক্তি করা হয়েছে । সেই চুক্তির অঙ্ক 765 মিলিয়ন ডলার । ক্রীড়া ইতিহাসে এটিই সবচেয়ে বেশি অঙ্কের চুক্তি ৷ এর আগে সবচেয়ে দামি চুক্তি করা হয়েছিল শোহেই ওতানির সঙ্গে । তাঁর পরেই রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

Juan Soto signs record Sports Deal
তিনি পাবেন 765 মিলিয়ন ডলার (AP)

ওতানির সঙ্গে 10 বছরের জন্য 700 মিলিয়ন ডলারের লস অ্যাঞ্জেলস ডজার্স । ভারতীয় টাকায় যে অঙ্কটা 5939 কোটি টাকা ৷ মোট টাকার অঙ্কে তাঁকে ছাপিয়ে গেলেও ম্যাচ প্রতি বেতন ধরলে ওতানিকে টপকাতে পারেননি সোটো ৷ প্রতি বছর 432 কোটি টাকা পাবেন সোটো ৷ যেখানে ওতানি পাচ্ছেন 594 কোটি টাকা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.