ETV Bharat / politics

প্রার্থী ঘোষণায় দেরি বিজেপির, নেপথ্যে কোন জটিলতা? - Lok Sabha Elections

BJP Candidate List: নির্বাচনী ঘণ্টা বেজে গেলেও এখনও পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করেনি বিজেপি ৷ এর পিছনে অন্য কারণর রয়েছে বলে মত রাজনৈতিক মহল ৷ কী আন্দাজ করছেন তাঁরা ?

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 5:28 PM IST

কলকাতা, 18 মার্চ: গত সপ্তাহেই বিজেপির বাকি বাংলা তথা বাকি রাজ্যের বকেয়া লোকসভা কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার কথা ছিল । কিন্তু এখনও তা না হওয়ায় প্রশ্ন উঠছে ৷ তবে কি প্রার্থী বাছাই করতে বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে ? তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ।
আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গত শনিবার । তারপর 48 ঘণ্টার উপর কেটে গেলেও দেখা নেই বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থীতালিকার ।

শুধু বিজেপিই নয়, কংগ্রেসের তরফেও এখনও পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ হয়নি ৷ বিজেপির পক্ষ থেকে বাংলার জন্য 20 জনের নাম ঘোষণা করা হলেও ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম প্রকাশের পরের দিনই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আসানসোল থেকে লড়বেন না। 19টি আসনের জন্য নাম চূড়ান্ত হলেও এখনও বাকি 23টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা । অন্যদিকে কংগ্রেস বাংলার জন্য এখনও একটি নামও প্রকাশ করেনি ।

এদিকে, 10 মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস সাড়ম্বরে 42টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে । পাশাপাশি বামেরাও 16টি আসনে নাম প্রকাশ করেছে । বাকি রয়েছে 26 কেন্দ্রের প্রার্থী ঘোষণা । রবিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ যাওয়ার কথা ছিল কিন্তু তাও হল না । বরং জরুরি তলবে রবিবার রাতে দিল্লি উড়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ।

জানা গিয়েছে, যে আজ সন্ধ্যায় নামের তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে বৈঠক হবে । থাকবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী । এছাড়াও থাকবেন রাজ্য বিজেপির যুগ্ম সম্পাদক সংগঠন সতীশ ধন্ড, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, বিজেপির মহিলা সহ পর্যবেক্ষক আশা লাকড়া ও বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার আরেক পর্যবেক্ষক সুনীল বনসল ।

দলীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রথম দফায় 26টি নামের তালিকা চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে ছয়টি নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে মধ্যে দ্বিধা দেখা দেওয়ায় সেই নামগুলি প্রকাশ করা হয়নি । নিয়মমাফিক যেসব কেন্দ্রে বিজেপির সাংসদ নেই সেই সব আসনের জন্য তিনটি করে নাম পাঠানো হয় । তারপর সেই তিনটি নামের তালিকা থেকে চূড়ান্ত করা হয় একটি নাম । এরপর সেই চূড়ান্ত হওয়া নামগুলি বিজেপির জাতীয় নির্বাচন কমিটিতে পাঠানো হবে । মনে করা হচ্ছে যে, নাম চূড়ান্ত হলে আগামী দু-এক দিনের মধ্যে বাকি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ।

প্রসঙ্গত, ইতিমধ্যে বিজেপি দুটি প্রার্থীতালিকা প্রকাশ করেছে । দ্বিতীয় তালিকায় যদিও বাংলার কোনও আসন ছিল না । প্রথম দফায় 194 এবং দ্বিতীয় দফায় 72টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, রাজ্যের বাকি আসনগুলির ক্ষেত্রে বিশেষ চমক আনতে পারে বিজেপি । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । যেমন কলকাতা উত্তরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস রায় বা বিজেপি বিধায়ক সজল ঘোষের নাম থাকার জল্পনা তুঙ্গে । কলকাতা দক্ষিণের ক্ষেত্রে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে । পাশাপাশি তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে তো গোড়া থেকেই জল্পনা তুঙ্গে ।

এই বিষয়ে মেদিনীপুরের সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, প্রথমবার বিজেপি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই দুটি প্রার্থীতালিকা প্রকাশ করেছে । বিজেপি অনেক আগে থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে । নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি রয়েছে । চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশের ক্ষেত্রে কোথাও কোনও জটিলতা নেই । দেশের অন্যান্য রাজ্য-সহ এই রাজ্যেও বাকি প্রার্থীদের নাম ঠিক করা হচ্ছে । তাই সারাদেশের কথা চিন্তা করেই খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ।

আরও পড়ুন :

  1. 'মানুষ জগনমোহনের শাসনে অতিষ্ঠ', অন্ধ্রে জোটের প্রচারে গিয়ে মন্তব্য মোদির
  2. আমি হাওড়ার ভূমিপুত্র, নাম না করে প্রসূনকে খোঁচা বিজেপি প্রার্থী রথীনের
  3. সাত দফা নির্বাচনকে স্বাগত সিপিএম-বিজেপি'র, 'যুক্তি' চাইল তৃণমূল

কলকাতা, 18 মার্চ: গত সপ্তাহেই বিজেপির বাকি বাংলা তথা বাকি রাজ্যের বকেয়া লোকসভা কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার কথা ছিল । কিন্তু এখনও তা না হওয়ায় প্রশ্ন উঠছে ৷ তবে কি প্রার্থী বাছাই করতে বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে ? তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ।
আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গত শনিবার । তারপর 48 ঘণ্টার উপর কেটে গেলেও দেখা নেই বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থীতালিকার ।

শুধু বিজেপিই নয়, কংগ্রেসের তরফেও এখনও পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ হয়নি ৷ বিজেপির পক্ষ থেকে বাংলার জন্য 20 জনের নাম ঘোষণা করা হলেও ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম প্রকাশের পরের দিনই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আসানসোল থেকে লড়বেন না। 19টি আসনের জন্য নাম চূড়ান্ত হলেও এখনও বাকি 23টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা । অন্যদিকে কংগ্রেস বাংলার জন্য এখনও একটি নামও প্রকাশ করেনি ।

এদিকে, 10 মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস সাড়ম্বরে 42টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে । পাশাপাশি বামেরাও 16টি আসনে নাম প্রকাশ করেছে । বাকি রয়েছে 26 কেন্দ্রের প্রার্থী ঘোষণা । রবিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ যাওয়ার কথা ছিল কিন্তু তাও হল না । বরং জরুরি তলবে রবিবার রাতে দিল্লি উড়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ।

জানা গিয়েছে, যে আজ সন্ধ্যায় নামের তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে বৈঠক হবে । থাকবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী । এছাড়াও থাকবেন রাজ্য বিজেপির যুগ্ম সম্পাদক সংগঠন সতীশ ধন্ড, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, বিজেপির মহিলা সহ পর্যবেক্ষক আশা লাকড়া ও বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার আরেক পর্যবেক্ষক সুনীল বনসল ।

দলীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রথম দফায় 26টি নামের তালিকা চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে ছয়টি নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে মধ্যে দ্বিধা দেখা দেওয়ায় সেই নামগুলি প্রকাশ করা হয়নি । নিয়মমাফিক যেসব কেন্দ্রে বিজেপির সাংসদ নেই সেই সব আসনের জন্য তিনটি করে নাম পাঠানো হয় । তারপর সেই তিনটি নামের তালিকা থেকে চূড়ান্ত করা হয় একটি নাম । এরপর সেই চূড়ান্ত হওয়া নামগুলি বিজেপির জাতীয় নির্বাচন কমিটিতে পাঠানো হবে । মনে করা হচ্ছে যে, নাম চূড়ান্ত হলে আগামী দু-এক দিনের মধ্যে বাকি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ।

প্রসঙ্গত, ইতিমধ্যে বিজেপি দুটি প্রার্থীতালিকা প্রকাশ করেছে । দ্বিতীয় তালিকায় যদিও বাংলার কোনও আসন ছিল না । প্রথম দফায় 194 এবং দ্বিতীয় দফায় 72টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, রাজ্যের বাকি আসনগুলির ক্ষেত্রে বিশেষ চমক আনতে পারে বিজেপি । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । যেমন কলকাতা উত্তরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস রায় বা বিজেপি বিধায়ক সজল ঘোষের নাম থাকার জল্পনা তুঙ্গে । কলকাতা দক্ষিণের ক্ষেত্রে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে । পাশাপাশি তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে তো গোড়া থেকেই জল্পনা তুঙ্গে ।

এই বিষয়ে মেদিনীপুরের সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, প্রথমবার বিজেপি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই দুটি প্রার্থীতালিকা প্রকাশ করেছে । বিজেপি অনেক আগে থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে । নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি রয়েছে । চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশের ক্ষেত্রে কোথাও কোনও জটিলতা নেই । দেশের অন্যান্য রাজ্য-সহ এই রাজ্যেও বাকি প্রার্থীদের নাম ঠিক করা হচ্ছে । তাই সারাদেশের কথা চিন্তা করেই খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ।

আরও পড়ুন :

  1. 'মানুষ জগনমোহনের শাসনে অতিষ্ঠ', অন্ধ্রে জোটের প্রচারে গিয়ে মন্তব্য মোদির
  2. আমি হাওড়ার ভূমিপুত্র, নাম না করে প্রসূনকে খোঁচা বিজেপি প্রার্থী রথীনের
  3. সাত দফা নির্বাচনকে স্বাগত সিপিএম-বিজেপি'র, 'যুক্তি' চাইল তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.