ETV Bharat / politics

'তৃণমূল আজ যা ভাবে, বাকিরা কাল'; সন্দেশখালিতে বিজেপিকে কটাক্ষ ফিরহাদের - বিজেপিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

KMC Mayor Firhad Hakim: সন্দেশখালি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ পৌর ও নগরোন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷ কোনও লোকদেখানো কাজ নয় । দলের যেটা নিয়ম সেটাই করা হয় । সব ক্ষেত্রেই দল পদক্ষেপ করে, এবারও করেছে । শেখ শাহজাহানের বহিষ্কার প্রসঙ্গেও মুখ খুললেন কলকাতার মহানাগরিক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 7:34 PM IST

Updated : Feb 29, 2024, 8:40 PM IST

সন্দেশখালিতে বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

গয়েশপুর, 29 ফেব্রুয়ারি: ‘তৃণমূল আজ যা ভাবে, বাকি রাজনৈতিক দলগুলি কাল সেটা ভাবে।’ আগামী 10 তারিখ সন্দেশখালির রাজবাড়িতে বিজেপির জনসভা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। আসন্ন লোকসভা নির্বাচনে স্বীকৃত আটটি রাজনৈতিক দলকে নিয়ে আজ বেদি ভবনে একটি প্রশিক্ষণ শিবির করে নির্বাচন কমিশন। এই প্রশিক্ষণ শিবিরে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ।

বৈঠক থেকে বেরিয়েই সন্দেশখালি প্রসঙ্গে মুখ খোলেন পুর ও নগরোন্নোয়ন মন্ত্রী ৷ বিজেপির জনসভা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূলের দেখাদেখি সভা করছে ।’’ শেখ শাহজাহানের গ্রেফতারি এবং দল থেকে তাকে ছ'বছরের জন্য বহিষ্কার করার প্রসঙ্গে বিরোধীরা বলছে লোক দেখানো । ফিরহাদের কথায়, দল কোনও লোক দেখানো কাজ করে না। দলের যেটা নিয়ম সেটাই করা হয়। সব ক্ষেত্রেই দল পদক্ষেপ করে, এবারও করেছে । এতে বিরোধীরা কী বলল, তাতে কিছু আসে যায় না।

বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট গণনা ওই লোকসভা কেন্দ্রের বাইরে করার দাবি জানানো হয়। পাশাপাশি শিশির বাজোরিয়া জানান, 7 মার্চের মধ্যে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে কাজ শুরু করে দেবে ৷ যদিও যতক্ষণ না পর্যন্ত তারা কাজ শুরু করছে ততদিন পর্যন্ত বিশ্বাস নেই বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি ।

অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি এলাকায় নয়; বরং সারা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজর দিতে হবে । তাই আগামী মাসের 3 তারিখ রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির প্রতি মুহূর্তের খবরাখবর রাখতে বদ্ধপরিকর মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় ।

আরও পড়ুন:

সন্দেশখালিতে বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

গয়েশপুর, 29 ফেব্রুয়ারি: ‘তৃণমূল আজ যা ভাবে, বাকি রাজনৈতিক দলগুলি কাল সেটা ভাবে।’ আগামী 10 তারিখ সন্দেশখালির রাজবাড়িতে বিজেপির জনসভা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। আসন্ন লোকসভা নির্বাচনে স্বীকৃত আটটি রাজনৈতিক দলকে নিয়ে আজ বেদি ভবনে একটি প্রশিক্ষণ শিবির করে নির্বাচন কমিশন। এই প্রশিক্ষণ শিবিরে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ।

বৈঠক থেকে বেরিয়েই সন্দেশখালি প্রসঙ্গে মুখ খোলেন পুর ও নগরোন্নোয়ন মন্ত্রী ৷ বিজেপির জনসভা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূলের দেখাদেখি সভা করছে ।’’ শেখ শাহজাহানের গ্রেফতারি এবং দল থেকে তাকে ছ'বছরের জন্য বহিষ্কার করার প্রসঙ্গে বিরোধীরা বলছে লোক দেখানো । ফিরহাদের কথায়, দল কোনও লোক দেখানো কাজ করে না। দলের যেটা নিয়ম সেটাই করা হয়। সব ক্ষেত্রেই দল পদক্ষেপ করে, এবারও করেছে । এতে বিরোধীরা কী বলল, তাতে কিছু আসে যায় না।

বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট গণনা ওই লোকসভা কেন্দ্রের বাইরে করার দাবি জানানো হয়। পাশাপাশি শিশির বাজোরিয়া জানান, 7 মার্চের মধ্যে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে কাজ শুরু করে দেবে ৷ যদিও যতক্ষণ না পর্যন্ত তারা কাজ শুরু করছে ততদিন পর্যন্ত বিশ্বাস নেই বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি ।

অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি এলাকায় নয়; বরং সারা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজর দিতে হবে । তাই আগামী মাসের 3 তারিখ রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির প্রতি মুহূর্তের খবরাখবর রাখতে বদ্ধপরিকর মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় ।

আরও পড়ুন:

Last Updated : Feb 29, 2024, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.