কলকাতা, 28 এপ্রিল: কেমন আছেন সরস্বতী সরকার তা জানতে ফোন করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার অন্তর্গত কসবা মণ্ডলের সভাপতি সরস্বতী সরকারের শারীরিক অবস্থা কেমন তা জানতেই ফোন করলেন কেন্দ্রীয় শিশু ও পরিবার কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। নিজে ফোন করে জানতে চাইলেন সরস্বতী সরকারের শারীরিক অবস্থা। একই সঙ্গে, তাঁর যাবতীয় খোঁজ খবরও নিয়েছেন মন্ত্রী ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয় বলেও জানা গিয়েছে।
সরস্বতী সরকার বলেন, "ঠিক কী ঘটেছিল সেটা থেকে শুরু করে এখন আমি কেমন আছি এবং পুলিশ এফআইআর নিয়েছে কি না, এই সব কিছুই জিজ্ঞাসা করেছেন মন্ত্রী। এর পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও আমার পাশে আছে সে বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।" অন্যদিকে, এই ঘটনায় আনন্দপুর পুলিশ স্টেশনের সামনে ধরনায় বসেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তাঁর দাবি, জামিন যোগ্য ধারায় মামলা করে পুলিশ হামলাকারীদের বাঁচানোর চেষ্টা করছে। এই বিষয়ে পুলিশকে মদত দিচ্ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা করার দাবিও জানিয়েছেন দেবশ্রী। যতক্ষণ না তা করা হবে ততক্ষণ ধরনা চলবে বলেও স্পষ্ট জানিয়েছেন বিজেপি প্রার্থী।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত শনিবার বিকালে। বিজেপির অভিযোগ, দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে ব্যানার ফেস্টুন লাগাচ্ছিলেন সরস্বতী সরকার ৷ তখন স্থানীয় কিছু তৃণমূল কর্মী এসে বিজেপি কর্মী-সমর্থকদের উপরে চড়াও হন। তারা মারধরও করতে শুরু করে। সরস্বতী সরকার তৃণমূল কর্মীদের আটকাতে গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। সরস্বতীর মাথায় পাঁচটি সেলাই পড়েছে বলেও দাবি। আনন্দপুর থানায় এই বিষয়টি নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুন
উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর
আপনারা কি চান আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি? ভিড়কে প্রশ্ন মমতার