ETV Bharat / politics

কম্পার্টমেন্টাল এমপি জগন্নাথ সরকার, কটাক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারীর - TMC Candidate Mukut Mani Adhikari

Mukut Mani Adhikari: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই ওই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী ৷ বুধবার সকালে তিনি নবদ্বীপের বেশ কয়েকটি এলাকায় প্রচার করেন ৷ প্রচারের ফাঁকে তিনি কটাক্ষ করেন রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকারকে ৷

Mukut Mani Adhikari
Mukut Mani Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 12:42 PM IST

Updated : Mar 13, 2024, 2:01 PM IST

কম্পার্টমেন্টাল এমপি জগন্নাথ সরকার, কটাক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারীর

রানাঘাট, 13 মার্চ: রানাঘাট লোকসভা আসনে জিততে আশাবাদী মুকুটমণি অধিকারী ৷ বুধবার প্রচারের ফাঁকে এই আশার কথাই শুনিয়েছেন রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ একই সঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন এই লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির জগন্নাথ সরকারের উদ্দেশ্যে ৷ তাঁর কথায়, ‘‘কম্পার্টমেন্টাল এমপি-র কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না ৷’’

এ দিন নদিয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইনগর ভালুকা বটতলা এলাকায় প্রচার করেন মুকুটমণি অধিকারী ৷ তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাড়াও ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, পৌর প্রতিনিধি বিমানকৃষ্ণ সাহা-সহ অন্যান্য নেতারা ৷

রানাঘাট লোকসভা কেন্দ্রটিতে মতুয়া সম্প্রদায়ের বসবাস রয়েছে ৷ সেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে মতুয়া ভোটকে পুঁজি করেই জিতেছিলেন বিজেপির জগন্নাথ সরকার ৷ এবারও তাঁকে প্রার্থী করেছে মোদি-শাহের দল ৷ আর তার পরই ক্ষুব্ধ মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ সেই মুকুটমণিকেই রানাঘাটে প্রার্থী করেছে তৃণমূল ৷

ফলে রানাঘাট দক্ষিণের এই বিধায়ক ওই এলাকায় মতুয়া ভোটব্যাংকের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল ৷ তাই প্রচারের শুরুতেই তিনি প্রণাম জানিয়েছেন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে ৷ তার পর পদযাত্রা করেন৷ দেওয়াল লিখন করেন ৷ কানাইনগর ভালুকা বটতলা এলাকায় মিনিট দশেকের জন্য পথসভাও করেন তিনি ৷ সেখানে তিনি তাঁর প্রতিপক্ষ বিজেপির সাংসদ জগন্নাথ সরকারকে একজন আপাদমস্তক তোলাবাজ-দুর্নীতিবাজ বলে আখ্যা দেন । জগন্নাথ সরকারকে জগাশুর বলেও কটাক্ষ করেন ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমরা একশো শতাংশ আশা করি এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে রানাঘাট লোকসভা থেকে জিততে চলেছে ৷’’ যদিও মুকুটমণি প্রার্থী হওয়ার পর জগন্নাথ সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে এবার তিনি এবার আরও একলক্ষ ভোট বেশি পাবেন ৷ এই প্রসঙ্গেই মুকুটমণি অধিকারী বলেন, ‘‘কম্পার্টমেন্টাল এমপি-র কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না ৷’’

আরও পড়ুন:

  1. পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন ‘দলবদলু’দের পুরস্কার দিল তৃণমূল
  2. চাকরির নামে প্রতারণা ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ 'ভুক্তভোগী'র
  3. ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুটমণি; সঙ্গী শুভেন্দুর 'নির্যাতন তির'

কম্পার্টমেন্টাল এমপি জগন্নাথ সরকার, কটাক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারীর

রানাঘাট, 13 মার্চ: রানাঘাট লোকসভা আসনে জিততে আশাবাদী মুকুটমণি অধিকারী ৷ বুধবার প্রচারের ফাঁকে এই আশার কথাই শুনিয়েছেন রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ একই সঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন এই লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির জগন্নাথ সরকারের উদ্দেশ্যে ৷ তাঁর কথায়, ‘‘কম্পার্টমেন্টাল এমপি-র কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না ৷’’

এ দিন নদিয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইনগর ভালুকা বটতলা এলাকায় প্রচার করেন মুকুটমণি অধিকারী ৷ তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাড়াও ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, পৌর প্রতিনিধি বিমানকৃষ্ণ সাহা-সহ অন্যান্য নেতারা ৷

রানাঘাট লোকসভা কেন্দ্রটিতে মতুয়া সম্প্রদায়ের বসবাস রয়েছে ৷ সেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে মতুয়া ভোটকে পুঁজি করেই জিতেছিলেন বিজেপির জগন্নাথ সরকার ৷ এবারও তাঁকে প্রার্থী করেছে মোদি-শাহের দল ৷ আর তার পরই ক্ষুব্ধ মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ সেই মুকুটমণিকেই রানাঘাটে প্রার্থী করেছে তৃণমূল ৷

ফলে রানাঘাট দক্ষিণের এই বিধায়ক ওই এলাকায় মতুয়া ভোটব্যাংকের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল ৷ তাই প্রচারের শুরুতেই তিনি প্রণাম জানিয়েছেন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে ৷ তার পর পদযাত্রা করেন৷ দেওয়াল লিখন করেন ৷ কানাইনগর ভালুকা বটতলা এলাকায় মিনিট দশেকের জন্য পথসভাও করেন তিনি ৷ সেখানে তিনি তাঁর প্রতিপক্ষ বিজেপির সাংসদ জগন্নাথ সরকারকে একজন আপাদমস্তক তোলাবাজ-দুর্নীতিবাজ বলে আখ্যা দেন । জগন্নাথ সরকারকে জগাশুর বলেও কটাক্ষ করেন ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমরা একশো শতাংশ আশা করি এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে রানাঘাট লোকসভা থেকে জিততে চলেছে ৷’’ যদিও মুকুটমণি প্রার্থী হওয়ার পর জগন্নাথ সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে এবার তিনি এবার আরও একলক্ষ ভোট বেশি পাবেন ৷ এই প্রসঙ্গেই মুকুটমণি অধিকারী বলেন, ‘‘কম্পার্টমেন্টাল এমপি-র কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না ৷’’

আরও পড়ুন:

  1. পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন ‘দলবদলু’দের পুরস্কার দিল তৃণমূল
  2. চাকরির নামে প্রতারণা ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ 'ভুক্তভোগী'র
  3. ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুটমণি; সঙ্গী শুভেন্দুর 'নির্যাতন তির'
Last Updated : Mar 13, 2024, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.