ETV Bharat / politics

নির্বাচনে জিতলেও সুদীপ-গড়ে ভোট কমল তৃণমূলের! - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

TMC in Kolkata Uttar Constituency: লোকসভা নির্বাচনে 4 লক্ষ 54 হাজার 696 ভোট পেয়ে কলকাতা উত্তর আসন থেকে জিতেছেন তৃণমূলের 5 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ অথচ চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে কমেছে দলের প্রাপ্ত ভোটের সংখ্যা ৷

TMC In Kolkata Uttar
ভোটের সংখ্যা কমেছে তৃণমূলের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 6:17 PM IST

কলকাতা, 10 জুন: লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসন থেকে জিতেছেন তৃণমূলের কংগ্রেসের পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ভোট পেয়েছেন 4 লক্ষ 54 হাজার 696টি ৷ কিন্তু কমেছে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই তৃণমূলের অন্দরে ছিল মতপার্থক্য । তবে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামতেই বদলে যায় ছবি । অথচ ভোটের ফল প্রকাশের পর দেখা যায় নিজের গড়েই অনেকটা ভোট কমেছে তৃণমূলের। বরং, ভোট বেড়েছে বাম-কংগ্রেস জোট এবং বিজেপির ৷ অন্তত এমনই ছবি উঠে এসেছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে ৷

কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্রের বিধায়ক । তিন বছর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাঁর প্রাপ্ত ভোট 70,101টি । বিজেপি পেয়েছিল 24,757 ভোট । কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 14,266টি ভোট । কিন্তু লোকসভায় সেই কেন্দ্রেই বড়সড় ধাক্কা খেয়েছেন সুদীপ । চৌরঙ্গীতে তৃণমূলের প্রাপ্ত ভোট হল 55,031টি । অর্থাৎ, বিধানসভা নির্বাচনের নিরিখে ভোট কমেছে 15 হাজার ৷ অন্যদিকে, এই বিধানসভা থেকে বিজেপির ভোট বেড়েছে 40,386টি ভোট ৷

শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপি নয়, এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাবে জামানত বাজেয়াপ্ত হওয়া বাম-কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের প্রাপ্ত ভোটের পরিমাণও বেড়েছে 4 হাজারের বেশি । গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 14,266। লোকসভা নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,285টি ভোট ।

উল্লেখ্য, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ভোটার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপস রায় ৷ তাপস রায়ের স্থানীয় ওয়ার্ড 48 নম্বরে গত পৌরসভা নির্বাচনে তৃণমূল জিতলেও এবার লোকসভার ফলাফল বিচারে সেখানে পদ্ম ফুটেছে ।

কলকাতা, 10 জুন: লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসন থেকে জিতেছেন তৃণমূলের কংগ্রেসের পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ভোট পেয়েছেন 4 লক্ষ 54 হাজার 696টি ৷ কিন্তু কমেছে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই তৃণমূলের অন্দরে ছিল মতপার্থক্য । তবে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামতেই বদলে যায় ছবি । অথচ ভোটের ফল প্রকাশের পর দেখা যায় নিজের গড়েই অনেকটা ভোট কমেছে তৃণমূলের। বরং, ভোট বেড়েছে বাম-কংগ্রেস জোট এবং বিজেপির ৷ অন্তত এমনই ছবি উঠে এসেছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে ৷

কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্রের বিধায়ক । তিন বছর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাঁর প্রাপ্ত ভোট 70,101টি । বিজেপি পেয়েছিল 24,757 ভোট । কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 14,266টি ভোট । কিন্তু লোকসভায় সেই কেন্দ্রেই বড়সড় ধাক্কা খেয়েছেন সুদীপ । চৌরঙ্গীতে তৃণমূলের প্রাপ্ত ভোট হল 55,031টি । অর্থাৎ, বিধানসভা নির্বাচনের নিরিখে ভোট কমেছে 15 হাজার ৷ অন্যদিকে, এই বিধানসভা থেকে বিজেপির ভোট বেড়েছে 40,386টি ভোট ৷

শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপি নয়, এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাবে জামানত বাজেয়াপ্ত হওয়া বাম-কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের প্রাপ্ত ভোটের পরিমাণও বেড়েছে 4 হাজারের বেশি । গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 14,266। লোকসভা নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,285টি ভোট ।

উল্লেখ্য, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ভোটার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপস রায় ৷ তাপস রায়ের স্থানীয় ওয়ার্ড 48 নম্বরে গত পৌরসভা নির্বাচনে তৃণমূল জিতলেও এবার লোকসভার ফলাফল বিচারে সেখানে পদ্ম ফুটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.